নিচের কোন বানানটি সঠিক?
A
Sacriligious
B
Milleanium
C
Neccessary
D
Acquaintance
উত্তরের বিবরণ
সঠিক বানান হলো Acquaintance। এই শব্দের অর্থ পরিচয়, জানাশোনা, বা চেনাশোনা, এবং এটি এমন একজন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় যার সঙ্গে আমরা আংশিকভাবে পরিচিত।
অন্যান্য ভুল বানানগুলোর সঠিক রূপ:
-
Sacriligious → Sacrilegious
-
Milennium → Millennium
-
Neccessary → Necessary

0
Updated: 19 hours ago
নিম্নে উল্লিখিত শব্দগুলোর মধ্যে কোন বানানটি সঠিক খুঁজে বের করুন?
Created: 2 days ago
A
Randezvos
B
Rendezvous
C
Rondezvous
D
Rendavous
সঠিক উত্তর হলো খ) Rendezvous। Rendezvous শব্দের অর্থ হলো নির্দিষ্ট সময় ও স্থানে কারো সঙ্গে সাক্ষাৎ করার আয়োজন, বিশেষ করে গোপনে, অথবা সেই সাক্ষাতের স্থান নিজেই।
• Rendezvous
-
English Meaning: an arrangement to meet someone, especially secretly, at a particular place and time, or the place itself.
-
Bangla Meaning: (১) একটি সম্মত সময়ে পরস্পর সাক্ষাৎ এবং ঐরূপ সাক্ষাতের স্থান; সংকেতস্থান। (২) যে স্থানে লোকে প্রায়ই মিলিত হয়; মিলনস্থল।
• Example Sentences:
-
We have a rendezvous for next week, don't we?
-
The lovers met at a secret rendezvous in the park.

0
Updated: 2 days ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
প্রতিযোগিতা
B
সহযোগীতা
C
শ্রদ্ধাঞ্জলী
D
প্রতিযোগীতা
শুদ্ধ বানান - প্রতিযোগিতা।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = প্রতিযোগিন্+তা।
অর্থ:
১ প্রতিদ্বন্দ্বিতা।
২ বিরোধিতা; বিপক্ষতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
সঠিক বানান কোনটি?
Created: 1 month ago
A
কূসংস্কার
B
কুসংকার
C
কুসংস্কার
D
কৃশংষ্কার
→ ‘গ’ – কুসংস্কার সঠিক বানান।
কুসংস্কার (বিশেষ্য)
→ এটি একটি সংস্কৃত শব্দ।
→ এর অর্থ: যুক্তিহীন বা অনৈতিক সামাজিক আচরণ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago