আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস কবে পালিত হয়?
A
১৭ জুন
B
১৭ জুলাই
C
১৭ আগস্ট
D
১৭ সেপ্টেম্বর
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস প্রতি বছর ১৭ জুলাই পালিত হয়, যা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধের গুরুত্বকে তুলে ধরে।
-
প্রথমবার পালিত হয় ২০০৩ সালে
-
১৯৯৮ সালের ১৭ জুলাই ‘রোম সংবিধি’ গৃহীত হয়
-
এর মাধ্যমে নেদারল্যান্ডসের হেগ শহরে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক ফৌজদারি আদালত (International Criminal Court - ICC)
-
দিবসটির মূল উদ্দেশ্য হলো মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা

0
Updated: 19 hours ago
'আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস' পালিত হয় -
Created: 2 weeks ago
A
২৩ আগস্ট
B
৩০ আগস্ট
C
২ সেপ্টেম্বর
D
৮ সেপ্টেম্বর
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস (International Day of the Victims of Enforced Disappearances)
-
পালনের তারিখ: প্রতি বছর ৩০ আগস্ট
-
প্রকাশ ও প্রেক্ষাপট:
-
২০০৬ সালের ২০ ডিসেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদে গুম হওয়া সব ব্যক্তির জন্য আন্তর্জাতিক সনদ গৃহীত হয়।
-
২০১০ সালের ডিসেম্বর মাসে “International Convention for the Protection of All Persons Against Enforced Disappearance” কার্যকর হলে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়।
-
-
উদ্দেশ্য:
-
গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করা।
-
তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রদর্শন।
-
গুম প্রতিরোধে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করা।
-
-
লক্ষ্যবস্তু: রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ লোকসহ যেকোনো ব্যক্তিকে গুম করা থেকে রক্ষা করা।
এই দিবসের মাধ্যমে বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের মানবাধিকার সুরক্ষার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

0
Updated: 2 weeks ago
আন্তর্জাতিক ওজোন দিবস (International Day for the Prevention of the Ozone Layer) কত তারিখে পালিত হয়?
Created: 2 months ago
A
২২ জুলাই
B
২৮ জুলাই
C
১৭ আগস্ট
D
১৬ সেপ্টেম্বর
আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস
প্রতি বছর ১৬ সেপ্টেম্বর আমরা আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস পালন করি।
ওজোন স্তর
-
১৯১৩ সালে ফরাসি বিজ্ঞানী চার্লস ফ্যাব্রি ও হেনরি বাইসন প্রথম ওজোন স্তর আবিষ্কার করেন।
-
ব্রিটিশ আবহাওয়াবিদ জিএমবি ডবসন ওজোন স্তরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেন।
-
তাই প্রতি বছর ১৬ সেপ্টেম্বর ওজোন স্তর রক্ষা করার জন্য দিবস পালন করা হয়।
মন্ট্রিল প্রটোকল
-
মন্ট্রিল প্রটোকলের পূর্ণ নাম: “The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer” অর্থাৎ ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি চুক্তি।
-
এই প্রটোকলের মূল উদ্দেশ্য হলো ওজোন স্তর রক্ষা করা।
-
ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার নামে উচ্চ অংশে থাকে।
-
এই প্রটোকলের মাধ্যমে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত করা পদার্থের নিঃসরণ কমানো বা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
-
মন্ট্রিল প্রটোকল গৃহীত হয় ১৬ সেপ্টেম্বর ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিল শহরে।
-
এর কার্যক্রম শুরু হয় ১ জানুয়ারি ১৯৮৯ থেকে।
সূত্র: UNEP ওয়েবসাইট

0
Updated: 2 months ago
আন্তর্জাতিক অভিবাসী দিবস’ কবে পালিত হয়?
Created: 3 weeks ago
A
২১ আগস্ট
B
২২ জুলাই
C
২৩ সেপ্টেম্বর
D
১৮ ডিসেম্বর
আন্তর্জাতিক অভিবাসী দিবস
-
প্রতি বছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়।
-
১৯৯০ সালে জাতিসংঘ অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের অধিকার সুরক্ষায় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে।
-
এর ধারাবাহিকতায় মাইগ্রেন্ট রাইটস ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কনভেনশন অন মাইগ্রেন্টস রাইটসসহ বিভিন্ন বৈশ্বিক সংগঠন অভিবাসীদের স্বার্থ রক্ষায় প্রচারণা চালায়।
-
অবশেষে ২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নেয় যে, প্রতিবছর ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালন করা হবে।
অন্য দিবসসমূহ (ডিসেম্বর মাস):
-
৭ ডিসেম্বর: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস।
-
৯ ডিসেম্বর: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

0
Updated: 3 weeks ago