আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৯৫১ সালে
B
১৯৫৭ সালে
C
১৯৬০ সালে
D
১৯৬৩ সালে
উত্তরের বিবরণ
IOM হলো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, যা প্রবাসী ও অভিবাসীদের নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করার জন্য কাজ করে।
-
পূর্ণরূপ: INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION
-
প্রতিষ্ঠিত: ১৯৫১
-
সদস্য দেশ: ১৭৫টি
-
পর্যবেক্ষক দেশ: ৮টি (সেপ্টেম্বর, ২০২৫)
-
প্রথম মহিলা মহাসচিব: অ্যামি ই. পোপ (সেপ্টেম্বর, ২০২৫)
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
0
Updated: 1 month ago
জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
Created: 2 months ago
A
মহাবীর
B
নেমিনাথ
C
ঋষভনাথ
D
পার্শ্বনাথ
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জৈনধর্ম (Jainism)
-
মূল তথ্য:
-
ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ধর্ম।
-
বিশ্বের প্রাচীনতম ধর্মমতগুলোর মধ্যে অন্যতম।
-
“জৈন” শব্দটি এসেছে সংস্কৃত “জিন” থেকে, যার অর্থ জয়ী।
-
-
ধর্মগ্রন্থ ও সম্প্রদায়:
-
প্রধান ধর্মগ্রন্থ: দ্ব্বাদশ অঙ্গ
-
প্রধান দুটি সম্প্রদায়: শ্বেতাম্বর ও দিগম্বর
-
জৈনধর্মের মূল নীতি
-
যে মানুষ আসক্তি, আকাঙ্ক্ষা, ক্রোধ, অহংকার, লোভ ইত্যাদি জয় করে পবিত্র অনন্ত জ্ঞান লাভ করেছে, তাকে জিন বলা হয়।
-
জিনদের আচরণ ও শিক্ষা অনুসরণকারীদের বলা হয় জৈন।
-
ধর্মগুরুদের বলা হয় তীর্থঙ্কর।
-
ইতিহাসে ২৪ তীর্থঙ্করের উল্লেখ রয়েছে।
-
প্রথম তীর্থঙ্কর: ঋষভনাথ
-
সর্বশেষ তীর্থঙ্কর: মহাবীর
মহাবীর ও জৈনধর্মের প্রচার
-
খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে জৈনধর্মের প্রধান প্রচারক: মহাবীর (২৪তম তীর্থঙ্কর)
-
মহাবীরকে অনেক সময় ভুলবশত ধর্মপ্রবর্তক মনে করা হয়, কিন্তু তিনি শুধুমাত্র ধর্মের প্রচারক ছিলেন।
-
মহাবীরের পূর্বসূরি:
-
২৩তম তীর্থঙ্কর: পার্শ্বনাথ
-
২২তম তীর্থঙ্কর: নেমিনাথ
-
উৎস: Britannica, বাংলাদেশ ও বিশ্বপরিচয় (ষষ্ঠ শ্রেণি)
0
Updated: 2 months ago
ন্যাটো’র সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
হেগ, নেদারল্যান্ডস
B
ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
অটোয়া, কানাডা
ন্যাটো শীর্ষ সম্মেলন ২০২৫
-
স্থান: হেগ, নেদারল্যান্ড
-
সময়: ২৪–২৫ জুন (দুই দিনব্যাপী)
-
মূল আলোচ্য বিষয়: ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা ব্যয়
ন্যাটো (NATO) সম্পর্কে তথ্য:
-
পূর্ণরূপ: North Atlantic Treaty Organization
-
গঠিত: ৪ এপ্রিল, ১৯৪৯, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে
-
ধরন: রাজনৈতিক ও সামরিক জোট
-
প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন
-
বর্তমান সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি
-
বর্তমান সদস্য: ৩২টি (আগস্ট, ২০২৫)
-
সর্বশেষ সদস্য: সুইডেন
-
ন্যাটোর মুসলিম দেশসমূহ: তুরস্ক ও আলবেনিয়া
-
বর্তমান মহাসচিব: মার্ক রুট (আগস্ট, ২০২৫)
উৎস: NATO ওয়েবসাইট
0
Updated: 2 months ago
ভিয়েনা কনভেনশন-এর আওতায় নিম্নের কোন প্রটোকলটি গৃহীত হয়?
Created: 2 months ago
A
মন্ট্রিল প্রটোকল
B
কার্টাগেনা প্রটোকল
C
কিয়েটো প্রটোকল
D
নাগোয়া প্রটোকল
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
মনট্রিল প্রটোকল
ভিয়েনা কনভেনশন (Vienna Convention)
-
পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer
-
ধরন: জাতিসংঘের ওজোন স্তর সংরক্ষণ ও সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি
-
প্রস্তাব ও কার্যকর:
-
গৃহীত: ২২ মার্চ, ১৯৮৫
-
কার্যকর: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮
-
-
স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
-
স্বাক্ষরকারী দেশ: ২৮টি
-
অনুমোদনকারী দেশ: ১৯৮টি
-
বৈশ্বিক অনুমোদন লাভ: ২০০৯
-
পর্যবেক্ষণ: সংশ্লিষ্ট পক্ষরা প্রতি ৩ বছরে চুক্তির অগ্রগতি ও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক করে
প্রেক্ষাপট ও উদ্দেশ্য
-
ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস:
-
ক্লোরোফ্লোরোকার্বন (CFC), হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, মিথাইল ব্রোমাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন ইত্যাদি।
-
-
সমস্যা: ওজোন স্তর ক্ষয় হচ্ছে, ফলে ওজোন হোল বা গর্ত তৈরি হচ্ছে।
-
প্রভাব: এই গ্যাসগুলো অধিকাংশ ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সহায়ক।
-
ব্যবহার: রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, অ্যাজমা ইনহেলার, ফ্যান, প্লাস্টিক ফোম, মাইক্রোইলেকট্রনিক সার্কিট পরিস্কার ইত্যাদি।
-
প্রয়োজন: সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে মানবসভ্যতাকে রক্ষার জন্য ওজোন স্তরের সুরক্ষা অত্যাবশ্যক।
গুরুত্বপূর্ণ সংযোগ
-
ভিয়েনা কনভেনশন হলো ওজোন স্তর রক্ষার জন্য প্রথম আন্তর্জাতিক উদ্যোগ।
-
১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়, যা ওজোন ক্ষয়কারী পদার্থের ব্যবহার কমাতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত।
উৎস:
i) UNEP ওয়েবসাইট
ii) Ozone Secretariat
iii) তথ্য অধিদফতর (PID)
0
Updated: 2 months ago