অ্যাডলফ হিটলারের রাজনৈতিক দলের নাম কী ছিল?
A
টুপাক ইয়াৎ
B
গেস্টাপো
C
ফুয়েবার
D
নাৎসী
উত্তরের বিবরণ
অ্যাডলফ হিটলার ছিলেন জার্মানির এক উগ্র রাজনৈতিক নেতা, যিনি নাৎসী পার্টির মাধ্যমে ক্ষমতায় আসেন এবং ইতিহাসে তার স্বাক্ষর রেখেছেন বিশ্বযুদ্ধ ও হুমকিস্বরূপ নীতির কারণে।
-
জন্ম: ১৮৮৯ সালের এপ্রিল, অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রাম
-
জার্মানির চ্যান্সেলর পদে নির্বাচিত: ১৯৩৩
-
চ্যান্সেলর হিসেবে দায়িত্বকাল: ১৯৩৩ থেকে ১৯৪৫ সালের এপ্রিল পর্যন্ত
-
রাজনৈতিক দল: নাৎসী (Nazi) পার্টি
-
গোপন পুলিশ বাহিনী: গেস্টাপো
-
প্রসিদ্ধ উক্তি: “যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন”
-
মৃত্যু: ৩০ এপ্রিল, ১৯৪৫

0
Updated: 19 hours ago
’শাইনিং পাথ’ কোন দেশের গেরিলা সংগঠন?
Created: 1 month ago
A
কলম্বিয়া
B
ভেনেজুয়েলা
C
পেরু
D
ফিলিপাইন
শাইনিং পাথ (Shining Path)
-
সংজ্ঞা: পেরুর অস্ত্রধারী কমিউনিস্ট গেরিলা সংগঠন
-
প্রতিষ্ঠা: ১৯৭০ সালে কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে
-
প্রতিষ্ঠাতা: আবিমায়েল গুজম্যান
-
বর্তমান অবস্থা: কর্মকাণ্ড স্তিমিত
-
উল্লেখযোগ্য অন্যান্য গেরিলা সংগঠন: টুপাক আমারু
গুরুত্বপূর্ণ তথ্য:
-
প্রতিষ্ঠাতার গ্রেপ্তার: ১৯৯২ সালে লিমা
-
কিছু সদস্য বর্তমানে মাদক পাচার ও অপরাধচক্রে যুক্ত
-
পেরু সরকার শাইনিং পাথকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে
উৎস: ব্রিটানিকা

0
Updated: 1 month ago
FARC কোন দেশের গেরিলা সংগঠন ছিল?
Created: 2 weeks ago
A
পেরু
B
কলম্বিয়া
C
ভেনিজুয়েলা
D
ব্রাজিল
ফার্ক (FARC)
• পূর্ণরূপ: Revolutionary Armed Forces of Colombia
• ল্যাটিন আমেরিকার অন্যতম পুরনো গেরিলা সংগঠন
• কলম্বিয়ার একটি কমিউনিস্ট গেরিলা সংগঠন
• ১৯৬৪ সালে কলম্বিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে গঠিত হয়
• সংগঠনটি মূলত মার্কসবাদী আদর্শে বিশ্বাসী
• একসময় এটি কলম্বিয়ার প্রধান বামপন্থী গেরিলা গোষ্ঠী হিসেবে পরিচিত ছিল
সূত্র: Britannica

0
Updated: 2 weeks ago