'ISI' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
A
ইসরায়েল
B
পাকিস্তান
C
ইরান
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো জাতীয় নিরাপত্তা, সন্ত্রাস দমন, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি দেশেরই একাধিক সংস্থা রয়েছে, যারা তাদের নিজস্ব কৌশল ও দায়িত্বের মাধ্যমে কাজ করে।
-
বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB)
-
ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI)
-
পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA)
-
রাশিয়া: Federal Security Service (FSB)
-
ব্রিটেন: SIS/MI6 – Secret Intelligence Service (SIS) এবং Military Intelligence, Section 6 (MI6)
-
ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman
-
ইরান: SAVAK

0
Updated: 19 hours ago
ISI কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 2 weeks ago
A
ভারত
B
আফগানিস্তান
C
পাকিস্তান
D
সিরিয়া
ISI (Inter-Services Intelligence)
-
পূর্ণরূপ: Inter-Services Intelligence
-
দেশ: পাকিস্তান
-
প্রতিষ্ঠা: ১৯৪৮
-
প্রকার: প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা
-
মূল কাজ: পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষা করা
-
ইতিহাসে উল্লেখযোগ্য ভূমিকা:
-
আফগান যুদ্ধে মুজাহিদিনদের সহায়তা (মার্কিন সহযোগিতায়)
-
কাশ্মীর ইস্যু, আফগানিস্তানের রাজনীতি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সক্রিয়
-
সূত্র: ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago
মোসাদ (Mossad) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 2 weeks ago
A
ইরান
B
ইসরায়েল
C
মিশর
D
সিরিয়া
মোসাদ (Mossad)
• সম্পূর্ণ নাম: মোসাদ, ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা
• প্রতিষ্ঠা: ১৩ ডিসেম্বর, ১৯৪৯
• প্রতিষ্ঠাতা: ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন
• সদরদপ্তর: তেলআবিব, ইসরায়েল
• কার্যক্রম: গোপন অভিযান, গোয়েন্দা সংগ্রহ ও নিরাপত্তা বিষয়ক অপারেশন
• বিশেষত্ব: বিশ্বের অন্যতম দক্ষ এবং গোপনীয় গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত
সূত্র: Center for Israel Education ও Britannica

0
Updated: 2 weeks ago
MI6 কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 2 weeks ago
A
জার্মানি
B
ফ্রান্স
C
যুক্তরাজ্য
D
অস্ট্রেলিয়া
MI6 (Secret Intelligence Service)
• পূর্ণরূপ: Secret Intelligence Service
• প্রতিষ্ঠা: ১৯০৯
• দেশ: যুক্তরাজ্য
• ধরন: বৈদেশিক গোয়েন্দা সংস্থা
• বৈশিষ্ট্য: সংস্থার ছয়টি সেকশনকে কেন্দ্র করে MI6 নাম পরিচিতি লাভ করেছে
সূত্র: ব্রিটানিকা ও কালের কণ্ঠ

0
Updated: 2 weeks ago