কোন সংস্থাটি বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করে?
A
সেইভ দ্যা চিলড্রেন
B
কেয়ার
C
অক্সফাম
D
স্মাইল ট্রেন
উত্তরের বিবরণ
স্মাইল ট্রেন একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যা মূলত শিশুদের জন্য মানবিক স্বাস্থ্যসেবার কাজে নিবেদিত। সংস্থাটি জন্মগত ঠোঁট ও তালুকাটা সমস্যায় আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে অস্ত্রোপচার ও চিকিৎসা সেবা প্রদান করে থাকে।
-
এটি একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা।
-
বিশ্বব্যাপী শিশুদের ঠোঁট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপচার করে থাকে।
-
সংস্থাটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
-
এটি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।

0
Updated: 19 hours ago
'ব্রেটন উডস ইনস্টিটিউট' নিচের কোন সংস্থাকে বোঝায়?
Created: 2 months ago
A
আইএমএফ
B
বিশ্বব্যাংক
C
এডিবি
D
আইডিবি
ব্রেটন উডস ইনস্টিটিউশনস বলতে আইএমএফ (IMF) ও বিশ্বব্যাংক (World Bank) - এই দুই আন্তর্জাতিক সংস্থাকে বোঝানো হয়।
ব্রেটন উডস সম্মেলন
১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের মূল লক্ষ্য ছিল—যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠন, আর্থিক সহায়তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতের আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থার রূপরেখা নির্ধারণ।
এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন আমেরিকান অর্থনীতিবিদ হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস। তাঁদের দুজনকে ‘আইএমএফ’ ও ‘বিশ্বব্যাংক’-এর Founding Fathers বা প্রতিষ্ঠাতা পিতৃপুরুষ বলা হয়।
এই সম্মেলনের ফলেই জন্ম নেয় দুটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান—
-
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
-
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD), যা বর্তমানে বিশ্বব্যাংকের অংশ।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, IBRD-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালের জুন মাসে, যদিও এর ভিত্তি স্থাপিত হয় ১৯৪৪ সালের সম্মেলনের মাধ্যমে।
এই দুটি প্রতিষ্ঠানকে একত্রে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশনস’ বলা হয়। আবার অনেক সময়, আইএমএফ ও বিশ্বব্যাংককে “ব্রেটন উডস জমজ” হিসেবেও অভিহিত করা হয়, কারণ তাদের উত্থান একই সম্মেলন থেকে।
তথ্যসূত্র:
i) World Bank Group
ii) U.S. Department of State (state.gov)

0
Updated: 2 months ago
রোম সংবিধি (Rome Statute) এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়?
Created: 1 week ago
A
International Court of Justice (ICJ)
B
International Criminal Court (ICC)
C
International Atomic Energy Agency (IAEA)
D
European Union (EU)
রোম সংবিধি (Rome Statute) হলো আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court - ICC) প্রতিষ্ঠার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৯৮ সালে ইতালির রোমে অনুষ্ঠিত কূটনীতিক সম্মেলনের মাধ্যমে গৃহীত হয় এবং ২০০২ সালের ১ জুলাই কার্যক্রম শুরু করে।
সংবিধির মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক অপরাধের বিচারে দেশীয় বিচারব্যবস্থার পরিপূরক হিসেবে কাজ করা।
-
রোম সংবিধি প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালের ১৫ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত কূটনৈতিক সম্মেলনের মাধ্যমে, যেখানে বিশ্বের ১২০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। সংবিধি গৃহীত হয় ১২০-৭ ভোটের ব্যবধানে।
-
২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যকারিতা লাভ করে, যখন প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্র সংবিধি অনুমোদন করে।
-
সংবিধিতে মোট ১৩টি অধ্যায় এবং ১২৮টি অনুচ্ছেদ রয়েছে।
-
সংবিধির প্রস্তাবনা এবং অনুচ্ছেদ ১ ও ১৭ অনুযায়ী, ICC মূলত দেশীয় বিচারব্যবস্থার পরিপূরক হিসেবে কাজ করে।
ICC (International Criminal Court) সম্পর্কিত তথ্য:
-
প্রতিষ্ঠিত: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)
-
কার্যক্রম শুরু: ১ জুলাই, ২০০২
-
সদরদপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ডস
-
সদস্য সংখ্যা: ১২৫টি (১২৫তম সদস্য: ইউক্রেন)
-
বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭)। প্রেসিডেন্সির সদস্যরা তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।
ICC-এর বিচার ক্ষমতা ও অপরাধ:
-
অনুচ্ছেদ ৫ অনুযায়ী চার ধরনের অপরাধের বিচার করা যায়:
-
জেনোসাইড
-
মানবতাবিরোধী অপরাধ
-
যুদ্ধাপরাধ
-
আগ্রাসনের অপরাধ
-
-
১৯৯৮ সালের মূল আইনে প্রথম তিনটি অপরাধ উল্লেখ ছিল। ২০১০ সালে রোম সংবিধিতে সংশোধনীর মাধ্যমে আগ্রাসনের অপরাধ অন্তর্ভুক্ত করা হয়।
-
প্রতিটি অপরাধ প্রমাণের জন্য Elements of Crimes নামে সহায়িকা রয়েছে।
-
বিচার প্রক্রিয়ার পদ্ধতিগত দিকগুলো বিস্তারিত বলা আছে Rules of Procedure and Evidence-এ।
অন্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক আদালত ও সংস্থা:
-
International Court of Justice (ICJ): ১৯৪৫ সালে সানফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত, যা মূলত বিভিন্ন দেশের মধ্যে অমীমাংসিত বিষয় নিষ্পত্তি করে।
-
International Atomic Energy Agency (IAEA): ১৯৫৭ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় প্রতিষ্ঠিত।
-
European Union (EU): ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে ১৯৯৩ সালে ইউরোপীয় কমিশন থেকে রূপান্তরিত হয়ে প্রতিষ্ঠিত।

0
Updated: 1 week ago
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল-
Created: 2 months ago
A
৪ এপ্রিল, ১৯৪৯
B
৩ জানুয়ারি, ১৯৫৪
C
২৬ মে ১৯৫৫
D
১ ফেব্রুয়ারি, ১৯৫৬
NATO (North Atlantic Treaty Organisation) হলো একটি আন্তর্জাতিক সামরিক সহযোগিতামূলক জোট, যা ৪ এপ্রিল ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে এই সংস্থা গঠিত হয় মূলত পশ্চিম ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে। প্রতিষ্ঠার সময় ১২টি দেশ ছিল এর সদস্য, আর বর্তমানে এটি ৩২টি দেশের সমন্বয়ে গঠিত।
NATO-এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত এবং বর্তমানে এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মার্ক রুট। মুসলিম দেশের মধ্যে আলবেনিয়া ও তুরস্ক এই জোটের সদস্য। সম্প্রতি সুইডেন ৩২তম সদস্য হিসেবে যোগদান করেছে।
এই সংস্থাটি একটি আন্তঃসরকারি সামরিক জোট, যা মূলত সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। NATO-এর মূল আদর্শ বা স্লোগান হল "A mind unfettered in deliberation" অর্থাৎ অবাধ আলোচনা ও চিন্তার মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ।
NATO-এর প্রথম ইউরোপের বাইরে অনুষ্ঠিত মিশন হয়েছিল আফগানিস্তানে, ২০০৩ সালে।
উৎস: NATO-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago