কোন সংস্থাটি বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করে?
A
সেইভ দ্যা চিলড্রেন
B
কেয়ার
C
অক্সফাম
D
স্মাইল ট্রেন
উত্তরের বিবরণ
স্মাইল ট্রেন একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যা মূলত শিশুদের জন্য মানবিক স্বাস্থ্যসেবার কাজে নিবেদিত। সংস্থাটি জন্মগত ঠোঁট ও তালুকাটা সমস্যায় আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে অস্ত্রোপচার ও চিকিৎসা সেবা প্রদান করে থাকে।
-
এটি একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা।
-
বিশ্বব্যাপী শিশুদের ঠোঁট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপচার করে থাকে।
-
সংস্থাটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
-
এটি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।
0
Updated: 1 month ago
জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন প্রকাশ করে?
Created: 2 months ago
A
WTO
B
MIGA
C
World Bank
D
UNCTAD
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন বা UNCTAD হলো জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা আন্তর্জাতিক বাণিজ্য, উন্নয়ন ও অর্থনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠায় কাজ করে থাকে। এটি উন্নয়নশীল দেশগুলোকে বৈশ্বিক অর্থনীতিতে সমান সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
-
পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন)
-
প্রতিষ্ঠা: ১৯৬৪ সালে
-
ধরন: জাতিসংঘের একটি বিশেষ সংস্থা
-
অবস্থান: জেনেভা, সুইজারল্যান্ড (সদরদপ্তর)
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৫
-
অধীনতা: জাতিসংঘের সাধারণ পরিষদ
-
মূল কার্যক্রম: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও টেকসই উন্নয়নে সহায়তা করা এবং বৈশ্বিক অর্থনীতিতে ন্যায্যতা প্রতিষ্ঠা
-
গুরুত্বপূর্ণ প্রকাশনা: প্রতিবছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন (World Investment Report) প্রকাশ করে
উল্লেখযোগ্যভাবে, UNCTAD এর বিশ্ব বিনিয়োগ রিপোর্ট ২০২৩-এ জানানো হয়েছে যে উন্নয়নশীল দেশগুলো টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনের পথে একটি বড় বিনিয়োগ ঘাটতির মুখোমুখি হচ্ছে। ২০১৫ সালে এই ঘাটতি যেখানে ছিল প্রায় ২.৫ ট্রিলিয়ন ডলার, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ ট্রিলিয়ন ডলার প্রতি বছর।
UNCTAD প্রতিবছর আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে, যার মধ্যে রয়েছে:
-
The Trade and Development Report
-
The Trade and Environment Review
-
The World Investment Report
-
The Least Developed Countries Report
-
The Technology and Innovation Report
-
Digital Economy Report
0
Updated: 2 months ago
জাতিসংঘের কোন সংস্থাটি করােনা ভাইরাসকে 'pandemic' ঘােষণা করেছে?
Created: 2 months ago
A
ECOSOC
B
FAO
C
WHO
D
HRC
WHO বা World Health Organization জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা বিশ্বব্যাপী জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করে। ৭ এপ্রিল, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত এবং এর মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস।
সংস্থাটি ১৯৪টি সদস্য দেশের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। WHO-এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী স্বাস্থ্যসম্মত ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা। বাংলাদেশ ১৯৭২ সালে WHO-এর সদস্যপদ লাভ করে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।
মূল তথ্যসমূহ:
-
WHO-এর পূর্ণরূপ: World Health Organization
-
প্রতিষ্ঠাকাল: ৭ এপ্রিল, ১৯৪৮
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস
-
বর্তমান সদস্য দেশ: ১৯৪টি
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৬১টি
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: International Health Conference, জাতিসংঘের উদ্যোগে
-
WHO জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য এবং সদস্য দেশগুলোর জনস্বাস্থ্যের উন্নয়নে কাজ করে
সংগঠনের কার্যক্রম:
-
বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নের জন্য সদস্য দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকারি স্বাস্থ্য সংস্থা, এনজিও এবং জনসাধারণের সাথে নিবিড়ভাবে কাজ করে
-
রোগ-বালাই, নতুন রোগ সংক্রমণ বা জরুরি স্বাস্থ্য ইস্যুতে নেতৃত্ব প্রদান
-
উদাহরণস্বরূপ COVID-19 মোকাবেলার প্রক্রিয়া:
-
৩১ ডিসেম্বর ২০১৯: চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা সংক্রমণ নিয়ে WHO-কে অবহিত করে চীনা সরকার
-
৩০ জানুয়ারি ২০২০: WHO বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে
-
১১ ফেব্রুয়ারি ২০২০: রোগের নামকরণ COVID-19 করা হয়
-
১১ মার্চ ২০২০: COVID-19 কে মহামারি (Pandemic) হিসেবে ঘোষণা করা হয়
-
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ ২০২০, এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ ২০২০
-
0
Updated: 2 months ago
কোন প্রতিষ্ঠানটি স্বল্প আয়ের দেশগুলোকে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে?
Created: 1 month ago
A
IBRD
B
IFC
C
IDA
D
MIGA
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group)
-
মোট ৫টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত
-
লক্ষ্য: দারিদ্র্য হ্রাস, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বিশ্ব গঠন
-
কার্যক্রম: জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে উন্নয়ন সহযোগিতা
৫টি প্রতিষ্ঠান
-
IBRD – International Bank for Reconstruction and Development (পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক)
-
IDA – International Development Association (আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) → নিম্ন-আয়ের দেশগুলোকে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান
-
IFC – International Finance Corporation (আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন)
-
MIGA – Multilateral Investment Guarantee Agency (বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা)
-
ICSID – International Centre for Settlement of Investment Disputes (বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র)
0
Updated: 1 month ago