তারাশঙ্করের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি?
A
ধাত্রীদেবতা
B
গণদেবতা
C
পঞ্চগ্রাম
D
চৈতালি ঘূর্ণি
উত্তরের বিবরণ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন প্রখ্যাত কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ। তিনি ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক জমিদারবংশে জন্মগ্রহণ করেন। তাঁর ছদ্মনাম ছিল হাবু শর্মা। তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়। তিনি ত্রয়ী উপন্যাস ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম রচনা করেন।
-
উপন্যাসসমূহ:
-
চৈতালি ঘূর্ণি
-
ধাত্রীদেবতা
-
কালিন্দী
-
কবি
-
হাঁসুলি বাঁকের উপকথা
-
গণদেবতা
-
আরোগ্য নিকেতন
-
পঞ্চপুণ্ডলী
-
রাধা
-
0
Updated: 1 month ago
'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো দ্বারা গঠিত বাগ্ধারাটির কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
সৌভাগ্য
B
অহংকার
C
অপচয়
D
অকৃতজ্ঞ
এই বাক্যে দেওয়া এলোমেলো বর্ণগুলো—'য়া রো পো বা'—সাজালে পোয়াবারো শব্দটি পাওয়া যায়।
-
পোয়াবারো (বিশেষ্য)
-
সৌভাগ্য।
-
পাশা খেলার সুবিধাজনক দানবিশেষ।
-
সূত্র:
0
Updated: 1 month ago
'ঘরে বাইরে' উপন্যাসটি কার লেখা?
Created: 2 months ago
A
আলাওল
B
কাজী দীন মহম্মদ
C
কাজী মোতাহের হোসেন
D
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘরে-বাইরে (উপন্যাস)
-
রবীন্দ্রনাথ ঠাকুর চলিত ভাষায় যে প্রথম উপন্যাসটি লেখেন সেটি হলো ঘরে-বাইরে।
-
উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৬ সালে।
-
এর পটভূমি হলো বাংলার স্বদেশি আন্দোলন।
-
এ উপন্যাসের কাহিনির সাথে পাশ্চাত্য লেখক রবার্ট লুই স্টিভেনসন-এর Prince Otto উপন্যাসের কিছুটা সাদৃশ্য লক্ষ্য করা যায়।
-
স্টিভেনসনের Seraphina, Otto ও Gondremark চরিত্র তিনটি রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপ চরিত্রের সাথে তুলনীয়।
-
তবে পার্থক্য হলো— স্টিভেনসনের কাহিনি ব্যঙ্গাত্মক এবং মিলনমুখী পরিসমাপ্তি ঘটলেও, রবীন্দ্রনাথের কাহিনি গভীর, গম্ভীর ও করুণ আবহে সমাপ্ত।
প্রধান চরিত্রসমূহ:
-
নিখিলেশ
-
বিমলা
-
সন্দীপ
রবীন্দ্রনাথ ঠাকুর
-
তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ, চিত্রশিল্পী এবং সমাজ-সংস্কারক।
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
-
পিতা: মহার্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর; পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
তিনি বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক। তাঁর প্রথম প্রকাশিত ছোটগল্প হলো ভিখারিণী।
-
১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভকারী প্রথম এশীয় ব্যক্তি।
-
১৯১৫ সালে ব্রিটিশ সরকার প্রদত্ত “নাইট” উপাধি লাভ করেন, কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে উপাধিটি ত্যাগ করেন।
রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
-
বৌঠাকুরাণীর হাট
-
প্রজাপতির নির্বন্ধ
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
নৌকাডুবি
-
গোরা
-
চতুরঙ্গ
-
রাজর্ষি
-
চার অধ্যায়
-
মালঞ্চ
-
দুই বোন
-
যোগাযোগ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, এবং বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
'পথের দাবি' উপন্যাসের রচয়িতা কে?
Created: 3 months ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
মানিক বন্দ্যোপাধ্যায়
C
সত্যেন সেন
D
সুকান্ত ভট্টাচার্য
'পথের দাবী' উপন্যাস
'পথের দাবী' হলো ভারতীয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯২৬ সালে।
উপন্যাসটির প্রেক্ষাপট ব্রহ্মদেশ, যেখানে কাহিনির কেন্দ্রে রয়েছেন এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক সব্যসাচী। ইতিহাস ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সব্যসাচী চরিত্রে বিপ্লবী রাসবিহারী বসুর ছায়া স্পষ্ট। বইটিতে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা এবং সশস্ত্র বিপ্লবের প্রতি গভীর সমর্থন প্রকাশ পেয়েছে।
প্রকাশের পরপরই সরকার কর্তৃক এটি নিষিদ্ধ করা হয়। যদিও নান্দনিক দৃষ্টিকোণ থেকে 'পথের দাবী' উৎকৃষ্ট সাহিত্যকর্ম কিনা তা নিয়ে মতবিরোধ থাকতে পারে, তবে ভারতের স্বাধীনতা সংগ্রামে এই উপন্যাস একটি প্রাণপ্রদীপের মতো কাজ করেছে।
উপন্যাসের সমাপ্তিতে লেখা ছিল —
“আমি বিপ্লবী, ভারতের স্বাধীনতাই আমার একমাত্র লক্ষ্য, আমার একমাত্র সাধনা।”
এই সংলাপটি ভারতীয় রাজনৈতিক ইতিহাসে এই গ্রন্থের গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
'পথের দাবী' ধারাবাহিক রূপে প্রথম প্রকাশিত হয় 'বঙ্গবাণী' পত্রিকার ১৩২৯ সালের ফাল্গুন সংখ্যায়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 3 months ago