কোনটি বেগম রোকেয়া রচিত উপন্যাস?
A
সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ
B
অবরোধবাসিনী
C
সঠিক উত্তর: ক
D
মতিচূর
উত্তরের বিবরণ
রোকেয়া সাখাওয়াৎ হোসেন ৯ই ডিসেম্বর ১৮৮০ সালে পায়রাবন্দ গ্রাম, রংপুর-এ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ এবং মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯১৬ সালে তিনি আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। তাঁর গ্রন্থ Sultana’s Dream নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। এটি একটি প্রতীকী রচনা, যেখানে Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
-
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২)
-
Sultana’s Dream (নকশাধর্মী রচনা)
-
পদ্মরাগ (উপন্যাস)
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)
-
এছাড়াও অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ
-
0
Updated: 1 month ago
'পরানের গহীন ভেতর' সৈয়দ শামসুল হক রচিত-
Created: 1 month ago
A
কাব্যগ্রন্থ
B
নাটক
C
উপন্যাস
D
গল্পগ্রন্থ
‘পরানের গহীন ভেতর’ সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যগ্রন্থ, যা তাঁর কাব্যসাহিত্যের গভীর ভাবনা, মানবিক অনুভূতি এবং জীবনদর্শন প্রকাশ করে। এই গ্রন্থে কবি মানুষের অন্তর্গত আবেগ, মনস্তত্ত্ব এবং সমাজের বহুমাত্রিক বাস্তবতার সঙ্গে ব্যক্তিগত অনুধাবনের সংমিশ্রণ তুলে ধরেছেন।
সৈয়দ শামসুল হক ছিলেন ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণকারী একজন বিশিষ্ট সাহিত্যিক। তিনি মূলত লেখক হিসেবে পরিচিত, তবে তাঁর কর্মজীবনে কাব্য, কাব্যনাট্য এবং গল্পকাহিনাতেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তাঁর রচিত কাব্যনাট্যসমূহ
-
পায়ের আওয়াজ পাওয়া যায়
-
নূরলদীনের সারাজীবন
-
এখানে এখন
সৈয়দ শামসুল হক রচিত কাব্যগ্রন্থসমূহ
-
একদা এক রাজ্যে
-
বৈশাখে রচিত পঙ্ক্তিমালা
-
পরানের গহীন ভিতর
-
বেজান শহরের জন্য কোরাস
-
কাননে কানে তোমারই সন্ধানে
-
আমি জন্মগ্রহণ করিনি
তাঁর রচিত গল্পগ্রন্থসমূহ
-
তাস
-
শীত বিকেল
-
আনন্দের মৃত্যু
-
প্রাচীন বংশের নিঃস্ব সন্তান
-
জলেশ্বরীর গল্পগুলো
0
Updated: 1 month ago
'চণ্ডীমঙ্গল' কাব্যের কোন কবিকে 'স্বভাব কবি' বলা হয়?
Created: 1 month ago
A
দ্বিজমাধব
B
ভবানীশঙ্কর দাস
C
হরিরাম
D
মুকুন্দরাম
‘চণ্ডীমঙ্গল’ কাব্য চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনি অবলম্বনে রচিত। এর আদি কবি মানিক দত্ত, তবে চণ্ডীমঙ্গল ধারার প্রধান বা শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। এছাড়া এই কাব্যের কবি দ্বিজমাধবকে ‘স্বভাব কবি’ বলা হয়।
চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রসমূহ—
-
কালকেতু
-
ফুল্লরা
-
ধনপতি
-
ভাঁড়ুদত্ত
-
মুরারি শীল প্রমুখ
চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবিগণ—
-
ষোল শতক: মানিক দত্ত, বলরাম, দ্বিজমাধব, মুকুন্দরাম
-
সতের শতক: হরিরাম, দ্বিজরাম দেব
-
আঠার শতক: মুক্তারাম সেন, ভারতচন্দ্র রায়, অকিঞ্চন চক্রবর্তী, জয়নারায়ণ সেন, ভবানীশঙ্কর দাস
উৎস:
0
Updated: 1 month ago
ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
Created: 3 months ago
A
আরেক ফাল্গুন
B
জীবন ঘষে আগুন
C
নন্দিত নরকে
D
পিঙ্গল আকাশ
'আরেক ফাল্গুন' উপন্যাস
বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ও ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি রচনা করেন।
- ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়।
- ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম- প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
- 'আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো'- এই উপন্যাসের সংলাপ।
• এই উপন্যাসের চরিত্র গুলো হলো:
- মুমিন,
-আসাদ,
- রসুল,
- সালমা।
জহির রায়হান রচিত উপন্যাস:
- হাজার বছর ধরে,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- তৃষ্ণা,
- শেষ বিকেলের মেয়ে,
- কয়েকটি মৃত্যু।
অন্যদিক,
• হাসান আজিজুল হক রচিত 'জীবন ঘষে আগুন' গল্পগ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
• 'নন্দিত নরকে' হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস।
• পিঙ্গল আকাশ কথা সাহিত্যিক শওকত আলী লিখিত প্রথম উপন্যাস। ১৯৬৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago