কোনটি বেগম রোকেয়া রচিত উপন্যাস?
A
সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ
B
অবরোধবাসিনী
C
সঠিক উত্তর: ক
D
মতিচূর
উত্তরের বিবরণ
রোকেয়া সাখাওয়াৎ হোসেন ৯ই ডিসেম্বর ১৮৮০ সালে পায়রাবন্দ গ্রাম, রংপুর-এ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ এবং মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯১৬ সালে তিনি আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। তাঁর গ্রন্থ Sultana’s Dream নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। এটি একটি প্রতীকী রচনা, যেখানে Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
-
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২)
-
Sultana’s Dream (নকশাধর্মী রচনা)
-
পদ্মরাগ (উপন্যাস)
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)
-
এছাড়াও অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ
-

0
Updated: 21 hours ago
'একটি কালো মেয়ের কথা' উপন্যাসের রচয়িতা কে?
Created: 19 hours ago
A
সৈয়দ ওয়ালীউল্লাহ
B
ফররুখ আহমেদ
C
বেগম রোকেয়া
D
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
'একটি কালো মেয়ের কথা' বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস, যা ১৯৭১ সালে প্রকাশিত হয় এবং তাঁর সর্বশেষ উপন্যাস হিসেবে পরিচিত।
-
অন্যান্য উপন্যাসসমূহ:
-
হাঁসুলী বাঁকের উপকথা
-
চৈতালি ঘূর্ণি
-
আরোগ্য নিকেতন
-
সপ্তপদী
-
কবি
-
পঞ্চগ্রাম
-
গণদেবতা
-
ধাত্রীদেবতা
-

0
Updated: 19 hours ago
'রাজলক্ষ্মী' - কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 week ago
A
দেনা পাওনা
B
শ্রীকান্ত
C
গৃহদাহ
D
চরিত্রহীন
‘শ্রীকান্ত’ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি আত্মজৈবনিক উপন্যাস।
-
উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র হলো ইন্দ্রনাথ।
-
শ্রীকান্ত উপন্যাসটি চারটি খণ্ডে প্রকাশিত হয়।
-
প্রথম খণ্ড: মাসিক ‘ভারতবর্ষ’ (১৯১৬-১৭), শিরোনাম ‘শ্রীকান্তের ভ্রমণ কাহিনি’, লেখকের নাম মুদ্রিত হয় ‘শ্রীশ্রীকান্ত শর্মা’।
-
দ্বিতীয় ও তৃতীয় খণ্ডও মাসিক ‘ভারতবর্ষ’-এ প্রকাশিত হয়।
-
চতুর্থ খণ্ড: প্রকাশিত হয় ‘বিচিত্র’ পত্রিকায়।
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
শ্রীকান্ত
-
ইন্দ্রনাথ
-
রাজলক্ষ্মী
-
অন্নদিদি
-
অভয়া

0
Updated: 1 week ago
'এক পয়সার বাঁশী' কোন ধরনের গ্রন্থ?
Created: 5 days ago
A
নাটক
B
প্রবন্ধ
C
উপন্যাস
D
শিশুতোষ কাব্য
জসীম উদ্দীন
-
প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রাম।
-
কর্মজীবন শুরু: পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ:
-
এক পয়সার বাঁশী (প্রকাশিত: ১৩৫৬ বঙ্গাব্দ)
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
বালুচর
-
রূপবতী
-
রাখালী
-
নক্সী কাঁথার মাঠ
-
ধানখেত
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে
উৎস:

0
Updated: 5 days ago