'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
A
বলাকা
B
সোনারতরী
C
চিত্রা
D
পুনশ্চ
উত্তরের বিবরণ
• 'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথ ঠাকুরের 'বলাকা' কাব্যগ্রন্থের একটি কবিতা।
• 'বলাকা' কাবগ্রন্থ:
- বলাকা ১৯১৬ সালে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্য।
- কাব্যটি রবীন্দ্র কবি মানসের বিবর্তন ধারাপথে আত্মপ্রকাশ করেছে।
- এ কাব্যের ভাষা তীক্ষ্ণ, দীপ্ত, শাণিত ও উজ্জ্বল।
- এ কাব্যের ছন্দের গতিময়তা ও ভাষার সংহতি এবং নবতর বক্তব্যকে রূপ দেওয়ার কারণে এর আঙ্গিক একটি বিশিষ্টরূপ লাভ করেছে।
- কাব্যটি রচনার পশ্চাতে তিনটি বিষয় কবিকে অনুপ্রাণিত করেছে;
ক. কবির ইউরোপ ভ্রমণ, খ. কবির নোবেল পুরস্কার লাভ, গ. সমকালীন বিশ্বপরিস্থিতি ও প্রথম মহাযুদ্ধ।
----------------------
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা- কবিতা,
- রবীন্দ্রনাথ ঠাকুর।
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা
আঁধারে মলিন হল--যেন খাপে-ঢাকা
বাঁকা তলোয়ার;
দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার
এল তার ভেসে-আসা তারাফুল নিয়ে কালো জলে;
অন্ধকার গিরিতটতলে
দেওদার তরু সারে সারে;
মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে,
বলিতে না পারে স্পষ্ট করি,
অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি।
উৎস: সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, বলাকা- কাব্য; বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
"হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?" - কবিতাংশটুকু কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 1 week ago
A
অভিযাত্রিক
B
সাঁঝের মায়া
C
ঝরা পালক
D
রূপসী বাংলা
কবিতাংশ
“হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”
রচয়িতা: সুফিয়া কামাল
কাব্যগ্রন্থ: সাঁঝের মায়া
কবিতার শিরোনাম: "তাহারেই মনে পড়ে"
সুফিয়া কামাল
ডাকনাম/খ্যাতি: 'জননী সাহসিকা'
পেশা ও পরিচিতি: কবি, লেখিকা, নারী আন্দোলনের পথিকৃৎ
জন্মস্থান: বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়ি; পৈতৃক নিবাস কুমিল্লা
সম্পাদকতা: 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
মন ও জীবন
উদাত্ত পৃথিবী
সাঁঝের মায়া
অভিযাত্রিক
মোর যাদুদের সমাধি পরে
মায়া কাজল
অন্যান্য তথ্য
জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ: ঝরা পালক
জীবনানন্দ দাশের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ: রূপসী বাংলা
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
নিচের কোন কবির প্রভাব বিষ্ণু দে-এর কবিতায় লক্ষ্য করা যায়?
Created: 4 weeks ago
A
টি.এস. এলিয়ট
B
ডব্লিউ.বি. ইয়েটস
C
পাবলো নেরুদা
D
স্যামুয়েল টেলর কোলরিজ
বিষ্ণু দে
-
তিনি একজন খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী ছিলেন।
-
জন্ম: ১৯০৯ সালের ১৮ জুলাই, কলকাতার পটলডাঙ্গা।
-
পিতা: অবিনাশচন্দ্র দে, একজন অ্যাটর্নি।
-
তিনি ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির মধ্যে একজন।
-
মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ, এবং টি.এস. এলিয়টের কবিতার দ্বারা প্রভাবিত ছিলেন।
-
১৯৩১ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ‘পরিচয়’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন।
-
এছাড়া তিনি ‘সাহিত্যপত্র’ নামক আরেকটি পত্রিকা প্রকাশ করেন।
তাঁর রচিত কাব্যগ্রন্থ
-
উর্বশী ও আর্টেমিস
-
চোরাবালি
-
স্মৃতি সত্তা ভবিষ্যৎ
-
সেই অন্ধকার চাই
-
নাম রেখেছি কোমল গান্ধার
-
তুমি শুধু পঁচিশে বৈশাখ
প্রবন্ধগ্রন্থ
-
রুচি ও প্রগতি
-
সাহিত্যের ভবিষ্যৎ
-
রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যে আধুনিকতার সমস্যা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago
'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' - চরণ দুটি কার লেখা?
Created: 3 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
গোলাম মোস্তফা
D
শেখ ফজলল করিম
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন
– কাজী নজরুল ইসলাম
চরণদ্বয়:
“সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।”
এই চরণদ্বয় নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের লেখা ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন’ কবিতা থেকে, যা তাঁর ‘চন্দ্রবিন্দু’ কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত।
সম্পূর্ণ কবিতা:
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।
এ প্রাণ প্রভাতি-তারার প্রায়
ফুটুক উদয়-গগন-গায়,
দুঃখ-নিশায় আনো পূর্ণ চাঁদের স্বপন॥
কাজী নজরুল ইসলাম সংক্ষেপ পরিচিতি
-
জন্ম: ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ, চুরুলিয়া গ্রাম, আসানসোল, ভারত।
-
কৈশোরে লেটো গানের দলে অংশগ্রহণ।
-
লেখাপড়া করেন বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুলে।
-
১৯১৭ সালে বাঙালি পল্টনে সেনাবাহিনীতে যোগ দিয়ে করাচি যান।
-
তিনি ‘বিদ্রোহী কবি’ নামে খ্যাত।
-
মাত্র চল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে বাকশক্তি হারান।
-
স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর তাঁকে ঢাকায় এনে নাগরিকত্ব দেওয়া হয়।
-
তিনি বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি লাভ করেন।
কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশি
-
ছায়ানট
-
প্রলয়শিখা
-
চক্রবাক
-
সিন্ধুহিন্দোল
উপন্যাসসমূহ:
-
বাঁধন-হারা
-
মৃত্যুক্ষুধা
-
কুহেলিকা
প্রবন্ধগ্রন্থ:
-
যুগবাণী
-
দুর্দিনের যাত্রী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর; কবিতা: ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন’ – কাজী নজরুল ইসলাম।

0
Updated: 3 months ago