'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থে মোট কয়টি কবিতা হয়েছে?
A
১৩টি
B
১৬টি
C
১৯টি
D
২১টি
উত্তরের বিবরণ
সাত সাগরের মাঝি ফররুখ আহমদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যা মূলত জাগরণের উদ্দেশ্যে রচিত। এই কাব্যগ্রন্থে মোট উনিশটি কবিতা স্থান পেয়েছে, যা ১৯৪৩-৪৪ খ্রিষ্টাব্দের মধ্যে লেখা। কবি বাংলা প্রচলিত শব্দ পরিত্যাগ করে বহু অপ্রচলিত আরবি ও ফারসি শব্দ ব্যবহার করেছেন। পাশাপাশি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাজচিত্রের বিরূপ প্রভাবও কাব্যগ্রন্থে ফুটে উঠেছে।
-
কাব্যনাট্য:
-
নৌফেল ও হাতেম
-
-
সনেট সংকলন:
-
মুহূর্তের কবিতা
-
-
কাহিনিকাব্য:
-
হাতেমতায়ী
-
-
শিশুতোষ গ্রন্থ:
-
পাখির বাসা
-
0
Updated: 1 month ago
'জয়গুন' কোন উপন্যাসের বিখ্যাত চরিত্র?
Created: 1 month ago
A
সূর্য-দীঘল বাড়ী
B
সংশপ্তক
C
সারেং বৌ
D
পদ্মা নদীর মাঝি
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস
-
রচয়িতা: আবু ইসহাক
-
প্রকাশ: ১৯৫৫
-
বিষয়: সামাজিক উপন্যাস; বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত চিত্র
-
পটভূমি: বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ
-
কেন্দ্রীয় চরিত্র: জয়গুন
অন্যান্য চরিত্রসমূহ:
-
হাসু
-
মায়মুন
-
শাফি
-
ডা. রমেশ চক্রবর্তী
-
মোরল গদু
আবু ইসহাক সম্পর্কে:
-
জন্ম: ১ নভেম্বর ১৯২৬, শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রাম
-
কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় ‘অভিশাপ’ গল্প প্রকাশিত
-
অন্যান্য প্রকাশনা: সওগাত, আজাদ প্রভৃতি পত্রিকায় রচনা
-
মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি ২০০৩, ঢাকা
অন্য রচনাসমূহ:
-
উপন্যাস: পদ্মার পলিদ্বীপ, জাল
-
গল্পগ্রন্থ: হারেম, মহাপতঙ্গ
0
Updated: 1 month ago
'প্রায়শ্চিত্ত' নাটকের চরিত্র নয় কোনটি?
Created: 2 months ago
A
উদয়াদিত্য
B
অমল
C
সুরমা
D
ধনঞ্জয়
‘প্রায়শ্চিত্ত’ নাটক
-
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৌঠাকুরাণীর হাট’ উপন্যাসের কাহিনি অবলম্বনে রচিত নাটক।
-
এটি প্রকাশিত হয় ১৯০৯ খ্রিষ্টাব্দে।
-
নাটকটি পঞ্চাঙ্কের এবং বলা হয় রবীন্দ্রনাথের শেষ মানভূমিক নাটক।
-
নাটকে টলস্টয়ের নিষ্ক্রিয় প্রতিরোধ নীতি এবং গান্ধীর অসহযোগ আন্দোলনের পূর্বাভাস লক্ষ্য করা যায়।
-
‘প্রায়শ্চিত্ত’ নাটকের নতুন ও পরিবর্তিত সংস্করণ হলো ‘পরিত্রাণ’, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়।
‘প্রায়শ্চিত্ত’ নাটকের উল্লেখযোগ্য চরিত্র
-
ধনঞ্জয় বৈরাগী
-
সুরমা
-
উদয়াদিত্য
-
বিভা
অন্য নাটকের উল্লেখযোগ্য চরিত্র
-
ডাকঘর → অমল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
ফররুখ আহমেদের জন্মস্থান কোন জেলায়?
Created: 1 month ago
A
মাগুরা
B
ঝিনাইদহ
C
নারায়ণগঞ্জ
D
নোয়াখালি
ফররুখ আহমদ
-
জন্ম: ১০ জুন ১৯১৮, মাগুরা জেলা, শ্রীপুর থানার মাঝাইল গ্রাম।
-
পরিচিতি: মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: সাত সাগরের মাঝি।
-
১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষ পটভূমিতে লেখা ‘লাশ’ কবিতার মাধ্যমে খ্যাতি অর্জন।
-
উল্লেখযোগ্য কাব্য কাহিনী: হাতেমতায়ী, যার জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ।
-
শিশুতোষ কাব্য পাখির বাসা-র জন্য ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার অর্জন।
-
মুহূর্তের কবিতা: ফররুখ আহমদের একটি সনেট সংকলন।
কাব্যগ্রন্থসমূহ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
0
Updated: 1 month ago