'বসন্তকুমারী' মীর মশাররফ হোসেন রচিত-
A
উপন্যাস
B
প্রহসন
C
নাটক
D
আত্মজীবনী
উত্তরের বিবরণ
‘বসন্তকুমারী’ মীর মশাররফ হোসেনের অন্যতম উল্লেখযোগ্য নাটক, যা ১৮৭৩ সালে রচিত এবং মুসলমান নাট্যকার দ্বারা রচিত প্রথম নাটক হিসেবে বিবেচিত। নাটকের কাহিনি ইন্দ্রপুরের বিপত্নীক রাজার বৃদ্ধ বয়সে যুবতী স্ত্রী গ্রহণ, রাজার যুবক পুত্রের প্রতি বিমাতার আকর্ষণ ও প্রেম নিবেদন, পুত্রের প্রত্যাখ্যান এবং বিমাতার ষড়যন্ত্রের পর রাজপরিবারের সকলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রচিত। নাটকটির অপর নাম হলো ‘বৃদ্ধস্য তরূণী ভার্যা’।
-
নাটকসমূহ:
-
বসন্তকুমারী
-
জমীদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
-
-
উপন্যাসসমূহ:
-
বিষাদ-সিন্ধু
-
-
গ্রন্থসমূহ:
-
উদাসীন পথিকের মনের কথা
-
গাজী মিয়াঁর বস্তানী
-
-
আত্মজীবনীমূলক গ্রন্থ:
-
আমার জীবনী
-
কুলসুম জীবনী
-

0
Updated: 21 hours ago
'নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-
Created: 5 days ago
A
নাটক
B
ছোটগল্প
C
উপন্যাস
D
শিশুতোষ গ্রন্থ
নৌকাডুবি
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরন: উপন্যাস
-
প্রকাশ: ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায়
-
বিষয়: জটিল পারিবারিক সম্পর্ক ও সমস্যা
-
প্রধান চরিত্র: রমেশ, হেমনলিনী, কমলা, অন্নদাবাবু
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
-
পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
-
অবস্থান: দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান
রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য উপন্যাস:
-
বউ ঠাকুরাণীর হাট
-
রাজর্ষি
-
চোখের বালি
-
নৌকাডুবি
-
ঘরে-বাইরে
-
যোগাযোগ
উৎস:

0
Updated: 5 days ago
কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' একটি-
Created: 21 hours ago
A
মহাকাব্য
B
উপন্যাস
C
নাটক
D
কবিতা
'মহাশ্মশান' কায়কোবাদের শ্রেষ্ঠ মহাকাব্য, যা ১৯০৪ সালে প্রকাশিত হয় এবং এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধকে কেন্দ্র করে রচিত।
-
প্রকাশনা ও সম্পাদনা: কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত।
-
আধার: পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) কাব্যের মূল ভিত্তি।
-
গঠন: কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত।
-
প্রথম খণ্ডে ২৯টি সর্গ
-
দ্বিতীয় খণ্ডে ২৪টি সর্গ
-
তৃতীয় খণ্ডে ৭টি সর্গ
-
-
প্রধান চরিত্র:
-
ইব্রাহিম কার্দি
-
জোহরা বেগম
-
হিরণ বালা
-
আতা খাঁ
-
লঙ্গ
-
রত্নজি
-
সুজাউদ্দৌলা
-
সেলিনা
-
আহমদ শাহ্ আব্দালী
-

0
Updated: 21 hours ago
'Curtain' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 week ago
A
বিস্তারিত
B
প্রথা
C
পর্দা
D
সংক্ষিপ্ত
Curtain (noun) শব্দের বাংলা অর্থ হলো—
-
দরজা বা জানালার পর্দা
-
মঞ্চের যবনিকা বা পর্দা
-
কোনো কিছুর আবরণ
এছাড়া আরও কিছু সম্পর্কিত শব্দ হলো—
-
Custom = প্রথা
-
Curtail = সংক্ষিপ্ত করা
-
Detail = বিস্তারিত
সূত্র:

0
Updated: 1 week ago