নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস নয়?
A
লালসালু
B
চাঁদের অমাবস্যা
C
বহিপীর
D
কাঁদো নদী কাঁদো
উত্তরের বিবরণ
সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ আহমদ উল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা। তিনি ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মিসেস মেরি সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন, এবং পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়।
-
নাটকসমূহ:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
-
-
উপন্যাসসমূহ:
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
-
কাঁদো নদী কাঁদো
-
-
গল্পগ্রন্থসমূহ:
-
নয়নচারা
-
দুই তীর ও অন্যান্য গল্প
-

0
Updated: 21 hours ago
'মজলুম আদিব' ছদ্মনামে লিখতেন কোন সাহিত্যিক?
Created: 3 weeks ago
A
শামসুদ্দীন আবুল কালাম
B
শওকত আলী
C
সৈয়দ শামসুল হক
D
শামসুর রাহমান
শামসুর রাহমান
-
জন্ম: ১৯২৯, পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলী। পৈত্রিক বাড়ি – ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
-
পিতৃনাম ও ডাকনাম: ডাক নাম ‘বাচ্চু’। মুক্তিযুদ্ধকালে লিখতেন ‘মজলুম আদিব’ ছদ্মনামে।
-
প্রারম্ভিক সাহিত্য জীবন:
-
আঠারো বছর বয়সে প্রথম কবিতা লেখা শুরু।
-
প্রথম কবিতা: উনিশ শ’উনপঞ্চাশ, প্রকাশিত নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়।
-
-
প্রকাশিত কাব্যগ্রন্থ:
-
১৯৬০: প্রথম কাব্য প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।
-
কলকাতা থেকে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় রূপালি স্নান প্রকাশিত, যা শামসুর রাহমানের আগমনী কবিতা হিসেবে বিবেচিত।
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ: রৌদ্র করোটিতে; এ জন্য আদমজী পুরস্কার পান, যা প্রদান করেন প্রেসিডেন্ট আইয়ুব খান।
-
-
সাংবাদিকতা জীবন:
-
১৯৫৭ সালে ইংরেজী দৈনিক মর্নিং নিউজ-এ সহসম্পাদক হিসেবে শুরু।
-
-
সামাজিক ও রাজনৈতিক প্রতিফলন:
-
১৯৭০ সালে প্রকাশিত কাব্য নিজ বাসভূমে, শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ।
-
উল্লেখযোগ্য কবিতা: বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, ফেব্রুয়ারি ১৯৬৯, পুলিশ রিপোর্ট, হরতাল, এ লাশ আমরা রাখব কোথায়।
-
কবিতাগুলোর ছত্রে ছত্রে প্রতিফলিত আছে এক বিক্ষুব্ধ সময়ের ছাপ।
-
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
Created: 2 weeks ago
A
অক্টোপাস
B
কালো বরফ
C
ক্রীতদাসের হাসি
D
নাঢ়াই
‘নাঢ়াই’ শওকত আলীর লেখা একটি উপন্যাস। এখানে তেভাগা আন্দোলনের পটভূমি তুলে ধরা হয়েছে।
-
‘ক্রীতদাসের হাসি’ শওকত ওসমানের প্রসিদ্ধ উপন্যাস (প্রকাশকাল: ১৯৬২)। তাঁর আসল নাম ছিল শেখ আজিজুর রহমান। এই উপন্যাসে প্রতীকী ভঙ্গিতে তৎকালীন পাকিস্তানি শাসকদের অন্যায়-অবিচার ও শোষণের সমালোচনা করা হয়েছে। এটিই তাঁর শ্রেষ্ঠ কীর্তি হিসেবে স্বীকৃত।
-
‘কালো বরফ’ উপন্যাসের রচয়িতা মাহমুদুল হক। এ গ্রন্থে দেশভাগের ঘটনাবলি গভীরভাবে চিত্রিত হয়েছে।
-
‘অক্টোপাস’ উপন্যাসটি লিখেছেন কবি শামসুর রহমান।
শওকত আলী
-
জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৩৬, মৃত্যু: ২৫ জানুয়ারি। জন্মস্থান: দিনাজপুর জেলার রায়গঞ্জ।
-
তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ হলো ছোট উপন্যাস ‘পিঙ্গল আকাশ’ (১৯৬৪)। পরে তিনি আরও বহু ছোটগল্প ও উপন্যাস লিখেছেন।
-
শিশু-কিশোরদের জন্যও তিনি লিখেছেন।
-
পুরস্কারসমূহ:
-
বাংলা ছোটগল্পে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮)
-
হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার (বাংলাদেশ লেখক শিবির, ১৯৭৭)
-
শওকত আলীর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
পিঙ্গল আকাশ
-
প্রদোষে প্রাকৃতজন
-
দক্ষিণায়নের দিন
-
কুলায় কালস্রোত
-
পূর্বরাত্রি পূর্বদিন
-
যেতে চাই
-
ওয়ারিশ
-
বাসর মধুচন্দ্রিমা
-
উত্তরের খেপ
-
বসত
-
হিসাবনিকাশ
-
দলিল
-
উত্তরের ছাপ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচিয়তা কে?
Created: 1 week ago
A
আনিস চৌধুরী
B
সৈয়দ মুজতবা আলী
C
জহির রায়হান
D
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক ছিলেন বাংলা সাহিত্যের একজন বহুমুখী প্রতিভা, যিনি একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক হিসেবে সমধিক পরিচিতি অর্জন করেছিলেন। তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্যকর্ম কেবল বাংলাদেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পরিসরেও সমাদৃত হয়েছে। তিনি ১৯৬৪ সালে রচিত “সীমানা ছাড়িয়ে” উপন্যাসের জন্য বিশেষভাবে পরিচিত।
তাঁর রচিত কাব্যনাট্যগুলো হলো
-
পায়ের আওয়াজ পাওয়া যায়
-
নুরুলদীনের সারাজীবন
-
এখানে এখন
তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হলো
-
তাস
-
শীত বিকেল
-
আনন্দের মৃত্যু
-
প্রাচীন বংশের নিঃস্ব সন্তান
-
জলেশ্বরীর গল্পগুলো
সৈয়দ শামসুল হকের কবিতা গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো
-
একদা এক রাজ্যে
-
বৈশাখে রচিত পঙ্ক্তিমালা
-
পরানের গহীন ভিতর
-
বেজান শহরের জন্য কোরাস
-
কাননে কানে তোমারই সন্ধানে
-
আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি
উৎস:

0
Updated: 1 week ago