ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনটি?
A
প্রবোধচন্দ্রিকা
B
ইতিহাসমালা
C
লিপিমালা
D
কথামালা
উত্তরের বিবরণ
'কথামালা' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি শিক্ষামূলক গ্রন্থ, যা বাংলা শিক্ষাসাহিত্যে বিশেষ গুরুত্ব বহন করে। বিদ্যাসাগর তার জীবদ্দশায় নানা ধরনের রচনা করেছেন, যা শিক্ষামূলক ও সাহিত্যিক উভয় ক্ষেত্রেই সমাদৃত।
-
অনুবাদ গ্রন্থ:
-
শকুন্তলা
-
সীতার বনবাস
-
ভ্রান্তিবিলাস
-
-
মৌলিক রচনা:
-
অতি অল্প হইল
-
আবার অতি অল্প হইল
-
ব্রজবিলাস
-
বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা
-
রত্ন পরীক্ষা
-
-
শিক্ষামূলক গ্রন্থ:
-
আখ্যান মঞ্জরী
-
বোধোদয়
-
বর্ণপরিচয়
-
কথামালা
-
-
অন্যান্য গ্রন্থ ও রচয়িতা:
-
প্রবোধচন্দ্রিকা – মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
লিপিমালা – রামরাম বসু
-
ইতিহাসমালা (১৮১২) – উইলিয়াম কেরি, যা বিভিন্ন বিষয়ের ১৫০টি গল্পের সংগ্রহ
-

0
Updated: 21 hours ago
'অমল' - চরিত্রটির স্রষ্টা কে?
Created: 6 days ago
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
কাজী নজরুল ইসলাম
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
রবীন্দ্রনাথ ঠাকুর
‘ডাকঘর’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রূপক ও সাংকেতিক নাটক, যা প্রথম প্রকাশিত হয় ১৯১২ সালে। নাটকটির কেন্দ্রীয় চরিত্র হলো ঘরের মধ্যে বন্দি এক রুগ্ণ বালক অমল। এর মূল বিষয়বস্তু মানবমনের অসীম ও সুদূরের প্রতি আকর্ষণ, উৎকণ্ঠা ও তৃষ্ণা—অর্থাৎ মানবাত্মা ও বিশ্বাত্মার গভীর সম্পর্ক।
নাটকের প্রধান চরিত্রসমূহ হলো—
-
অমল
-
মাধব দত্ত (অমলের পিতা)
-
সুধা (মালির মেয়ে)
-
ঠাকুরদাদা
-
দইওয়ালা
-
প্রহরী
-
কবিরাজ
-
রাজ
উৎস:

0
Updated: 6 days ago
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Created: 1 week ago
A
কাঁদো নদী কাঁদো
B
প্রদোষে প্রাকৃতজন
C
রাঙ্গা প্রভাত
D
দুই সৈনিক
শওকত ওসমানের ‘দুই সৈনিক’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, যার পটভূমি গ্রামবাংলা। উপন্যাসটির নামকরণ করা হয়েছে পাকবাহিনীর দুই চরিত্র— মেজর হাকিম ও ক্যাপ্টেন ফৈয়াজ—কে কেন্দ্র করে। এতে মুক্তিযুদ্ধকালীন অসংখ্য ঘটনার মধ্যে কেবল একটি ঘটনাংশ বর্ণিত হয়েছে।
উল্লেখযোগ্য তথ্যসমূহ হলো—
-
শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসসমূহ:
-
জাহান্নম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য
-
জলাংগী
-
-
অন্যান্য বাংলা উপন্যাস:
-
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত মনোসমীক্ষামূলক উপন্যাস: কাঁদো নদী কাঁদো
-
শওকত আলী রচিত ঐতিহাসিক ভিত্তিক উপন্যাস: প্রদোষে প্রাকৃতজন
-
আবুল ফজল রচিত উপন্যাস: রাঙ্গা প্রভাত
-
উৎস:

0
Updated: 1 week ago
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থে মোট কয়টি কবিতা হয়েছে?
Created: 19 hours ago
A
১৩টি
B
১৬টি
C
১৯টি
D
২১টি
সাত সাগরের মাঝি ফররুখ আহমদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যা মূলত জাগরণের উদ্দেশ্যে রচিত। এই কাব্যগ্রন্থে মোট উনিশটি কবিতা স্থান পেয়েছে, যা ১৯৪৩-৪৪ খ্রিষ্টাব্দের মধ্যে লেখা। কবি বাংলা প্রচলিত শব্দ পরিত্যাগ করে বহু অপ্রচলিত আরবি ও ফারসি শব্দ ব্যবহার করেছেন। পাশাপাশি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাজচিত্রের বিরূপ প্রভাবও কাব্যগ্রন্থে ফুটে উঠেছে।
-
কাব্যনাট্য:
-
নৌফেল ও হাতেম
-
-
সনেট সংকলন:
-
মুহূর্তের কবিতা
-
-
কাহিনিকাব্য:
-
হাতেমতায়ী
-
-
শিশুতোষ গ্রন্থ:
-
পাখির বাসা
-

0
Updated: 19 hours ago