'নীল দর্পণ' নাটকের উল্লেখযোগ্য চরিত্র কোনটি?
A
গোলক মাধব
B
আবুল হোসেন
C
নুরুল হক
D
নবীন মাধব
উত্তরের বিবরণ
'নীল দর্পণ' দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা সামাজিক নাটক, যা নীল চাষের জন্য সাধারণ কৃষকদের ওপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়নের বাস্তব চিত্র উপস্থাপন করে। ১৮৬০ সালে এটি প্রকাশিত হয় এবং ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম হিসেবে খ্যাত। নাটকটি A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্তের দ্বারা ইংরেজিতে অনূদিত হয়, যা ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়। নাটকের বাস্তবতা ও চরিত্রের স্বাভাবিকতার জন্য অনেকেই এটিকে Uncle Tom's Cabin এর সঙ্গে তুলনা করেছেন।
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
গোলক বসু
-
নবীন মাধব
-
রাইচরণ
-
তোরাপ
-
সাবিত্রী
-
সরলতা
-
ক্ষেত্রমণি
-

0
Updated: 21 hours ago
"হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;
Created: 5 days ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মাইকেল মধুসূদন দত্ত
C
জসীম উদ্দীন
D
আবদুল হাকিম
বঙ্গভাষা
-
কবি: মাইকেল মধুসূদন দত্ত
-
কবিতার ধরন: সনেট
-
সংকলন: চতুর্দশপদী কবিতাবলী
কবিতার অংশ:
"হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;–
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।"
মাইকেল মধুসূদন দত্তের প্রধান কাব্যগ্রন্থ:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
উৎস:

0
Updated: 5 days ago
'গীতগোবিন্দম্' - গ্রন্থটি মধ্যযুগের কোন ধারার সাহিত্য?
Created: 6 days ago
A
বৈষ্ণব পদাবলি
B
রোমান্টিক প্রণয়োপাখ্যান
C
মঙ্গলকাব্য
D
লোকসাহিত্য
বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি।
মুখ্য তথ্যসমূহ—
-
বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বা আদিকবি বলা হয়। তাঁর রচিত ‘গীতগোবিন্দম্’ কাব্য রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন, তবে এটি সংস্কৃত ভাষায় রচিত।
-
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন এবং তাঁকে ব্রজবুলি ভাষায় আদি কবি বলা হয়; তিনি অভিনব জয়দেব নামেও পরিচিত।
-
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
বৈষ্ণব পদাবলিতে পাঁচটি রস বিদ্যমান:
১. শান্তরস
২. দাস্যরস
৩. সখ্যরস
৪. বাৎসল্যরস
৫. মধুররস (শৃঙ্গার রস)
উৎস:

0
Updated: 6 days ago
'ন্যাড়া' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন গল্পের চরিত্র?
Created: 1 month ago
A
বিন্দুর ছেলে
B
মেজদিদি
C
বিলাসী
D
মহেশ
‘বিলাসী’ ছোটগল্প
-
‘বিলাসী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ছোটগল্প।
-
গল্পে অস্পৃশ্যতার বিরুদ্ধাচারণ করা হয়েছে মৃত্যুঞ্জয়-বিলাসীর বিয়ে সংঘটনের মাধ্যমে।
-
‘বিলাসী’ গল্পে ‘ন্যাড়া’ চরিত্রের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজস্ব ছায়াপাত লক্ষ্য করা যায়।
-
গল্পের বিখ্যাত উক্তি:
“টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।”
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য ছোটগল্পসমূহ
-
মহেশ
-
বিলাসী
-
সতী
-
মামলার ফল
-
রামের সুমতি
-
মেজদিদি
-
বিন্দুর ছেলে
-
ছবি প্রভৃতি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago