বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্পগ্রন্থ কোনটি?
A
আরণ্যক
B
দৃষ্টি প্রদীপ
C
ইছামতী
D
কিন্নরদল
উত্তরের বিবরণ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প 'উপেক্ষিতা' প্রকাশের মাধ্যমে তার সাহিত্যিক জীবন শুরু হয়। বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিক হিসেবে খ্যাত। তিনি হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেছিলেন।
-
উপন্যাসসমূহ:
-
পথের পাঁচালী
-
অপরাজিত
-
অশনি সংকেত
-
আরণ্যক
-
আদর্শ হিন্দু হোটেল
-
দেবযান
-
ইছামতী
-
দৃষ্টি প্রদীপ
-
-
গল্পগ্রন্থসমূহ:
-
মেঘমল্লার
-
মৌরীফুল
-
যাত্রাবদল
-
কিন্নরদল
-

0
Updated: 21 hours ago
'একটি কালো মেয়ের কথা' উপন্যাসের রচয়িতা কে?
Created: 19 hours ago
A
সৈয়দ ওয়ালীউল্লাহ
B
ফররুখ আহমেদ
C
বেগম রোকেয়া
D
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
'একটি কালো মেয়ের কথা' বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস, যা ১৯৭১ সালে প্রকাশিত হয় এবং তাঁর সর্বশেষ উপন্যাস হিসেবে পরিচিত।
-
অন্যান্য উপন্যাসসমূহ:
-
হাঁসুলী বাঁকের উপকথা
-
চৈতালি ঘূর্ণি
-
আরোগ্য নিকেতন
-
সপ্তপদী
-
কবি
-
পঞ্চগ্রাম
-
গণদেবতা
-
ধাত্রীদেবতা
-

0
Updated: 19 hours ago
'DETERMINATION' শব্দটি থেকে কিছু বর্ণ একবার করে নিয়ে নিচের কোন শব্দটি গঠন করা সম্ভব?
Created: 1 week ago
A
MODERATION
B
ROTATION
C
MOTION
D
MENTION
প্রশ্ন: “DETERMINATION শব্দটি থেকে কোনটি গঠন করা সম্ভব?”
সমাধান:
-
DETERMINATION শব্দ থেকে কিছু বর্ণ ব্যবহার করে MENTION শব্দটি গঠন করা সম্ভব।
-
অপশন (ক), (খ), এবং (গ)-তে দুটি করে ‘O’ ব্যবহৃত হয়েছে, কিন্তু DETERMINATION এ শুধুমাত্র একটি ‘O’ আছে।
-
তাই সঠিক উত্তর হলো অপশন (ঘ)।

0
Updated: 1 week ago
'বেদান্তগ্রন্থ' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 6 days ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
উইলিয়াম কেরি
C
রামমোহন রায়
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
‘বেদান্তগ্রন্থ’ ১৮১৫ সালে রাজা রামমোহন রায় কর্তৃক ব্রহ্মসূত্রের অনুবাদ ও টীকা হিসেবে রচিত হয়। বাংলাগদ্যের ইতিহাসে এর গুরুত্ব অসাধারণ। এই গ্রন্থে তিনি প্রমাণ করার চেষ্টা করেন যে হিন্দুধর্মের মূল ভিত্তি পৌত্তলিকতা নয়, বরং ব্রহ্মই একমাত্র তত্ত্ব ও উপাস্য। এর ফলে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে প্রবল বিতর্ক সৃষ্টি হয়।
রামমোহন রায় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ হলো—
-
তিনি বাংলার নবজাগরণের আদি পুরুষ। জন্মগ্রহণ করেন ১৭৭২ সালের ২২ মে হুগলী জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে।
-
১৮৩০ সালে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাঁকে ‘রাজা’ উপাধি প্রদান করেন এবং ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে পক্ষে ওকালতির জন্য ইংল্যান্ডে পাঠান।
-
২০ আগস্ট ১৮২৮ সালে তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় কলকাতায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
-
তিনি শিব প্রসাদ রায় ছদ্মনামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন।
-
তাঁর রচিত গ্রন্থের সংখ্যা প্রায় ৩০টি।
উৎস:

0
Updated: 6 days ago