'পঞ্চতন্ত্র' গ্রন্থের রচয়িতা কে?
A
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
B
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
C
সৈয়দ ওয়ালীউল্লাহ
D
সৈয়দ মুজতবা আলী
উত্তরের বিবরণ
সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৭৪) ছিলেন শিক্ষাবিদ এবং সাহিত্যিক, যিনি বাংলা সাহিত্যে ভ্রমণকাহিনি, উপন্যাস, রম্যরচনা ও ছোটগল্পের মাধ্যমে অসামান্য অবদান রেখেছেন। ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর তাঁর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে জন্ম হলেও তাঁর পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জের উত্তরসুর গ্রামে। গ্রন্থাকারে তাঁর মোট ত্রিশটি রচনা প্রকাশিত হয়েছে।
-
উপন্যাস:
-
অবিশ্বাস্য
-
শবনম
-
-
ভ্রমণকাহিনি:
-
দেশে-বিদেশে
-
জলে-ডাঙায়
-
-
রম্যরচনা:
-
পঞ্চতন্ত্র
-
ময়ূরকণ্ঠী
-
-
ছোটগল্প:
-
চাচা-কাহিনী
-
টুনি মেম
-
0
Updated: 1 month ago
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র: সতীশ, সাবিত্রী, কিরণময়ী?
Created: 1 month ago
A
চরিত্রহীন
B
পল্লীসমাজ
C
শ্রীকান্ত
D
পথের দাবী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'চরিত্রহীন' উপন্যাসে বিভিন্ন চরিত্রের সম্পর্ক ও তাদের বৈশিষ্ট্য গল্পের মূল উপজীব্য। উপন্যাসটি প্রথা-বিরুদ্ধ প্রেম ও নারীপুরুষের সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে গঠিত।
'চরিত্রহীন' উপন্যাস:
-
রচিত: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রথম প্রকাশ: ১৯১৭
-
মূল বিষয়: প্রথা-বহির্ভূত প্রেম ও নারীপুরুষ সম্পর্ক
-
প্রধান চরিত্র: সতীশ, সাবিত্রী, কিরণময়ী
-
অন্যান্য নারী চরিত্র: সুরবালা, সরোজিনী
-
চরিত্রের বৈচিত্র্য: প্রতিটি নারী চরিত্রের আলাদা ব্যক্তিত্ব ও জীবনধারা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসের চরিত্রসমূহ:
-
'দেবদাস': দেবদাস, পার্বতী, চন্দ্রমূখী, চুনিলাল, ধর্মদাস
-
'পল্লীসমাজ': রমা, রমেশ, বললাম, বেণী
-
'দত্তা': বিজয়া, নরেন, রাসবিহারী, বনমালী
-
'শ্রীকান্ত': ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অভয়া, গহর
-
'গৃহদাহ': সুরেশ, মহিম, অচলা
-
'পথের দাবী': ভারতী, সব্যসাচী ওরফে ডাক্তার সাহেব
0
Updated: 1 month ago
‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
Created: 2 months ago
A
The Lost Cousin
B
The Spoiled Child
C
The Royal Nephew
D
The Child Spoiled
'আলালের ঘরের দুলাল' উপন্যাস
-
লেখক: প্যারীচাঁদ মিত্র (ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর)
-
প্রকাশকাল: ১৮৫৮ খ্রিষ্টাব্দ
-
উপন্যাসের বৈশিষ্ট্য:
-
বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা
-
কথ্য ভাষা: ‘আলালী ভাষা’
-
প্রধান চরিত্র: মোকাজান মিঞা বা ঠকচাচা
-
চরিত্রের বৈশিষ্ট্য: ধূর্ততা, বুদ্ধিমত্তা ও প্রাণবন্ততা
-
-
-
অনুবাদ: ইংরেজীতে ‘The Spoiled Child’ নামে অনূদিত
প্যারীচাঁদ মিত্র
-
জন্ম: ২২ জুলাই ১৮১৪, কলকাতা
-
পেশা: লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী
-
লিখিত পত্রিকা: দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া, বেঙ্গল স্পেক্টেটর
-
ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
'ভিমসিংহ' মাইকেল মধুসূদন দত্তের কোন সাহিত্যকর্মের চরিত্র?
Created: 2 months ago
A
পদ্মাবতী
B
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
C
শর্মিষ্ঠা
D
কৃষ্ণকুমারী
‘কৃষ্ণকুমারী’ নাটক
-
‘কৃষ্ণকুমারী’ (১৮৬১) নাটকের কাহিনি সংগৃহীত হয়েছে উইলিয়াম টডের ‘রাজস্থান’ গ্রন্থ থেকে।
-
নাটকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এতে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেছেন।
-
উল্লেখযোগ্য চরিত্রসমূহ: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ, ধনদাস।
-
যদিও প্রকাশিত হয় ১৮৬১ সালে, রচনা করা হয়েছিল ১৮৬০ সালে।
-
রচনার প্রায় সাত বছর পর, ১৮৬৭ সালের ফেব্রুয়ারি মাসে ‘শোভাবাজার থিয়েটার’ এ নাটকটি প্রথম অভিনীত হয়।
মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য নাটক
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
৩) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago