কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' একটি-
A
মহাকাব্য
B
উপন্যাস
C
নাটক
D
কবিতা
উত্তরের বিবরণ
'মহাশ্মশান' কায়কোবাদের শ্রেষ্ঠ মহাকাব্য, যা ১৯০৪ সালে প্রকাশিত হয় এবং এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধকে কেন্দ্র করে রচিত।
-
প্রকাশনা ও সম্পাদনা: কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত।
-
আধার: পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) কাব্যের মূল ভিত্তি।
-
গঠন: কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত।
-
প্রথম খণ্ডে ২৯টি সর্গ
-
দ্বিতীয় খণ্ডে ২৪টি সর্গ
-
তৃতীয় খণ্ডে ৭টি সর্গ
-
-
প্রধান চরিত্র:
-
ইব্রাহিম কার্দি
-
জোহরা বেগম
-
হিরণ বালা
-
আতা খাঁ
-
লঙ্গ
-
রত্নজি
-
সুজাউদ্দৌলা
-
সেলিনা
-
আহমদ শাহ্ আব্দালী
-

0
Updated: 21 hours ago
'বোবাকাহিনী' উপন্যাসের চরিত্র কোনটি?
Created: 4 months ago
A
রুপাই
B
বছির
C
মুনিম
D
মকবুল
বোবা কাহিনী (১৯৬৪)
লেখক: জসীম উদ্দীন
এই উপন্যাসে গ্রামীণ জীবনের করুণ বাস্তবতা ফুটে উঠেছে।
-
গ্রামের প্রান্তিক চাষি আজহার মহাজনী শোষণের কারণে ভূমিহীন হয়ে পড়ে।
-
মেধাবী যুবক বছির শহরের সুবিধাবাদী উকিল ও ভণ্ড ধার্মিকদের দ্বারা নিগৃহীত হয়।
-
উপন্যাসে সরল ও সাদামাটা একটি গল্প রয়েছে, যা বিশেষ কোনো জটিলতা ছাড়া পাঠযোগ্য।
-
প্রধান চরিত্রসমূহ: বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন।
জসীম উদ্দীন (১৯০৩–১৯৭৬)
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, তাম্বুলখানা গ্রাম, ফরিদপুর (মাতুলালয়ে)।
-
পরিচিতি: পল্লিকবি হিসেবে খ্যাত।
-
মৃত্যু: ১৩ মার্চ ১৯৭৬, ঢাকা।
বিখ্যাত কাব্যগ্রন্থসমূহ
-
নক্সী কাঁথার মাঠ (১৯২৯) – অনুবাদ: The Field of the Embroidered Quilt (E.M. Millford)
-
সোজন বাদিয়ার ঘাট
-
মা যে জননী কান্দে
-
রাখালী
নাটকসমূহ
-
পদ্মাপাড়
-
বেদের মেয়ে
-
মধুমালা
-
পল্লীবধূ
-
গ্রামের মায়া
ভ্রমণকাহিনি
-
চলে মুসাফির
-
হলদে পরীর দেশ
-
যে দেশে মানুষ বড়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), বাংলাপিডিয়া

0
Updated: 4 months ago
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
Created: 1 month ago
A
ভদ্রার্জুন
B
লিপিমালা
C
শর্মিষ্ঠা
D
কৃষ্ণকুমারী
ভদ্রার্জুন
-
ভদ্রার্জুন বাংলা ভাষায় রচিত প্রথম নাটক।
-
এটি ১৮৫২ সালে তারাচরণ শিকদারের রচনা হিসেবে প্রকাশিত হয়।
-
‘কীর্তিবিলাস’ বিয়োগান্ত নাটক রচনার প্রথম প্রচেষ্টা হলেও, ‘ভদ্রার্জুন’ হলো ইংরেজি ও সংস্কৃত যুক্ত আদর্শে রচিত প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক।
-
নাটকের কাহিনি অর্জুন কর্তৃক সুভদ্রাহরণ নিয়ে।
-
যদিও কাহিনি মহাভারত থেকে সংগ্রহ করা হয়েছে, তবুও এতে বাঙালি সমাজের বাস্তব পরিবেশ অঙ্কিত হয়েছে।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
'ভয়ে গা ছম ছম করছে।' - এখানে দ্বিরুক্ত শব্দ 'ছম ছম' কী অর্থ প্রকাশ করে?
Created: 23 hours ago
A
ধ্বনিব্যঞ্জনা
B
বিশেষণ
C
অনুভূতি
D
পৌনঃপুনিকতা
বাংলা ব্যাকরণে অব্যয় পদের কিছু দ্বিরুক্তির উদাহরণ এবং তাদের ব্যবহার নিচে দেওয়া হলো।
-
ভাবের গভীরতা বোঝাতে: সবাই হায় হায় করতে লাগল।
-
পৌনঃপুনিকতা বোঝাতে: বার বার সে কামান গর্জে উঠল।
-
অনুভূতি বা ভাব প্রকাশে: ভয়ে গা ছম ছম করছে।
-
বিশেষণ বোঝাতে: পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।
-
ধ্বনিব্যঞ্জনা প্রকাশে: ঝির ঝির করে বাতাস বইছে।

0
Updated: 23 hours ago