দীনবন্ধু মিত্রের প্রহসন নয় কোনটি?
A
সধবার একাদশী
B
বিয়ে পাগলা বুড়ো
C
বুড় সালিকের ঘাড়ে রোঁ
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' মাইকেল মধুসূদন দত্তের রচিত একটি প্রহসন।
দীনবন্ধু মিত্র ছিলেন একজন প্রখ্যাত নাট্যকার, যিনি বাংলার নাট্যসাহিত্যে বিশেষ অবদান রেখেছেন। ১৮৩০ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। কলেজে পড়ার সময় তিনি ঈশ্বর গুপ্তের সংস্পর্শে এসে সংবাদ প্রভাকর, সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন। তবে মূলত নাটক ও প্রহসন রচনায় তিনি খ্যাতি অর্জন করেন। তাঁর শ্রেষ্ঠ নাটক ও রচনা হলো 'নীলদর্পণ'।
-
উল্লেখযোগ্য প্রহসন:
-
বিয়ে পাগলা বুড়ো
-
সধবার একাদশী
-
জামাই বরিক
-

0
Updated: 21 hours ago
'গঙ্গা' উপন্যাসের রচয়িতা কে?
Created: 2 days ago
A
মানিক বন্দ্যোপাধ্যায়
B
সমরেশ বসু
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সমরেশ বসুর রচিত "গঙ্গা" উপন্যাসটি ১৯৫৭ সালে প্রকাশিত হয়। এটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ রচনা, যেখানে মূল বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে জেলেজীবন, বিশেষত অবিভক্ত ২৪ পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের জীবনসংগ্রাম। লেখক চরিত্র চিত্রণের চেয়ে জেলেদের জীবনযাপন, সংগ্রাম ও বাস্তবতাকেই প্রধানভাবে ফুটিয়ে তুলেছেন।
-
প্রকাশকাল: ১৯৫৭
-
বিষয়বস্তু: জল, জাল ও জেলেদের জীবনসংগ্রাম; বিশেষত অবিভক্ত ২৪ পরগনার মাছমারা সম্প্রদায়
-
চরিত্রগুলো অতটা ব্যক্তিগতভাবে উজ্জ্বল হয়ে ওঠেনি, বরং সামগ্রিকভাবে জেলেজীবনের কাহিনিই মুখ্য হয়ে উঠেছে।
-
লেখকের মূল লক্ষ্য ছিল জেলেদের জীবনচিত্র উপস্থাপন করা, চরিত্রায়ণ এখানে গৌণ।
উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
নিবারণ (কেন্দ্রীয় চরিত্র)
-
সাইদার নিবারণ, পাঁচু (নিবারণের ছোট ভাই), বিলাস (নিবারণের ছেলে)
-
বশীর, সয়ারাম, পাচী (ছায়া), রসিক, দুলাল
-
অমর্তের বউ, দামিনী, হিমি, হিমির সখী আতর
-
মহাজন ব্রজেন ঠাকুর প্রমুখ
-
আপাতভাবে নায়ক-নায়িকা বিলাস ও হিমি হলেও, উপন্যাসের সমস্ত চরিত্রের আবর্তন নিবারণকে কেন্দ্র করেই, তাই নিবারণকে কেন্দ্রীয় চরিত্র ধরা হয়।
উৎস:

0
Updated: 2 days ago
কোনটি বেগম রোকেয়া রচিত উপন্যাস?
Created: 18 hours ago
A
সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ
B
অবরোধবাসিনী
C
সঠিক উত্তর: ক
D
মতিচূর
রোকেয়া সাখাওয়াৎ হোসেন ৯ই ডিসেম্বর ১৮৮০ সালে পায়রাবন্দ গ্রাম, রংপুর-এ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ এবং মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯১৬ সালে তিনি আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। তাঁর গ্রন্থ Sultana’s Dream নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। এটি একটি প্রতীকী রচনা, যেখানে Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
-
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২)
-
Sultana’s Dream (নকশাধর্মী রচনা)
-
পদ্মরাগ (উপন্যাস)
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)
-
এছাড়াও অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ
-

0
Updated: 18 hours ago
'পদ' এর প্রকারভেদ এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
Created: 1 day ago
A
বিশেষ্য
B
অনুসর্গ
C
বিভক্তি
D
যােজক
বাংলা ভাষায় পদ বলতে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বোঝানো হয়। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
-
ক্রিয়াবিশেষণ
-
অনুসর্গ
-
যোজক
-
আবেগ

0
Updated: 1 day ago