দীনবন্ধু মিত্রের প্রহসন নয় কোনটি?
A
সধবার একাদশী
B
বিয়ে পাগলা বুড়ো
C
বুড় সালিকের ঘাড়ে রোঁ
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' মাইকেল মধুসূদন দত্তের রচিত একটি প্রহসন।
দীনবন্ধু মিত্র ছিলেন একজন প্রখ্যাত নাট্যকার, যিনি বাংলার নাট্যসাহিত্যে বিশেষ অবদান রেখেছেন। ১৮৩০ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। কলেজে পড়ার সময় তিনি ঈশ্বর গুপ্তের সংস্পর্শে এসে সংবাদ প্রভাকর, সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন। তবে মূলত নাটক ও প্রহসন রচনায় তিনি খ্যাতি অর্জন করেন। তাঁর শ্রেষ্ঠ নাটক ও রচনা হলো 'নীলদর্পণ'।
-
উল্লেখযোগ্য প্রহসন:
-
বিয়ে পাগলা বুড়ো
-
সধবার একাদশী
-
জামাই বরিক
-
0
Updated: 1 month ago
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস?
Created: 1 month ago
A
পুনশ্চ
B
শেষের কবিতা
C
ডাকঘর
D
শেষলেখা
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম বিস্তৃত ও বহুমুখী। তিনি কেবল কাব্যিক রচনাই নয়, উপন্যাস ও নাট্যচর্চাতেও সমানভাবে দক্ষ ছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
বউ ঠাকুরানীর হাট
-
দুই বোন
-
মালঞ্চ
-
চতুরঙ্গ
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়
অন্যান্য রচনাসমূহ:
-
ডাকঘর – রূপক ও সাংকেতিক নাটক
-
শেষলেখা – রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ
-
পুনশ্চ – রবীন্দ্রনাথের লেখা কাব্যগ্রন্থ
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
আকৃষ্ট
B
আকৃস্ট
C
আকৃষ্ঠ
D
অকৃষ্ট
শুদ্ধ বানান: আকৃষ্ট
🔹 শব্দতত্ত্ব
-
মূল: সংস্কৃত
-
গঠন: আ + √কৃষ + ত
🔹 পদপরিচয়
-
শ্রেণি: বিশেষণ
🔹 অর্থ
-
আকর্ষণ করা হয়েছে এমন
-
প্রলুব্ধ
-
মুগ্ধ
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমী
0
Updated: 2 months ago
‘কীর্তিবিলাস’ নাটকের রচয়িতা কে?
Created: 2 months ago
A
গিরিশচন্দ্র ঘোষ
B
দীনবন্ধু মিত্র
C
যোগেন্দ্রচন্দ্র গুপ্ত
D
মাইকেল মধুসূদন দত্ত
‘কীর্তিবিলাস’ নাটক
-
‘কীর্তিবিলাস’ নাটকটি বিয়োগান্তক নাটক রচনার প্রথম প্রচেষ্টা হিসেবে পরিচিত।
-
এর রচয়িতা যোগেন্দ্রচন্দ্র গুপ্ত, এবং এটি ১৮৫২ সালে প্রকাশিত হয়।
-
নাটকের কাহিনি সপত্নীপুত্রের প্রতি বিমাতার অত্যাচারের ওপর ভিত্তি করে রচিত।
-
বিভিন্ন চরিত্রের মৃত্যুর মাধ্যমে ট্র্যাজেডির রূপায়ণ এই নাটকের একটি বৈশিষ্ট্য।
-
পাশ্চাত্য আদর্শে নাটকের অঙ্ক পাঁচটি, কিন্তু সংস্কৃত আদর্শ অনুসারে এতে রয়েছে ‘নান্দী’ ও ‘সূত্রধার’।
-
নাটকের ভাষা সংস্কৃত প্রভাবিত হওয়ায় আড়ষ্ট ও কৃত্রিম।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 2 months ago