মেসোপটেমীয়া অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
A
ক্যালেডীয়
B
অ্যাসেরীয়
C
সুমেরীয়
D
সুমেরীয়
উত্তরের বিবরণ
সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা।
-
খ্রিস্টপূর্ব ৫০০০ সালে সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণাংশ ও পারস্য উপকূল অঞ্চলে বসতি স্থাপন করে।
-
এরা অ-সেমিটিক জাতিগোষ্ঠী, যারা মধ্য এশিয়া থেকে স্থানান্তরিত হয়ে মেসোপটেমিয়ায় বসতি গড়ে তোলে।
-
লিখন পদ্ধতি, জ্ঞান-বিজ্ঞান চর্চা, আইন কানুন প্রণয়ন, ধর্মীয় অনুশাসন ইত্যাদি সুমেরীয়রা প্রথম শুরু করে।
-
ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবী ছিল 'পাতেজী'।
-
পরবর্তী বিখ্যাত শাসক ছিলেন সম্রাট ডুঙি, যিনি খ্রিস্টপূর্ব ২১০০ অব্দে একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে তোলেন।
-
ডুঙি সুমের জাতির জন্য প্রথম বিধিবদ্ধ আইন (Code) প্রচলন করেন।
-
সুমেরীয় সমাজে শিল্প ও ব্যবসায় নারীদের অধিকার ছিল।
-
মেসোপটেমীয় সভ্যতার বিকাশ এবং নিত্য নতুন আবিষ্কারের মূলে সুমেরীয়দের অবদানই প্রধান।
-
সুমেরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি হলো 'জিগগুরাট' নামক ধর্মমন্দির।

0
Updated: 22 hours ago
কোন রঙের আলাের
তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
Created: 3 weeks ago
A
বেগুনি
B
নীল
C
কমলা
D
লাল
আলোর তরঙ্গদৈর্ঘ্য
-
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
-
তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
-
তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
-
লাল আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
-
বেগুনি আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশি।

0
Updated: 3 weeks ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে?
Created: 3 weeks ago
A
অনুচ্ছেদ ৯২
B
অনুচ্ছেদ ৯৩
C
অনুচ্ছেদ ৯৪
D
অনুচ্ছেদ ৯৫
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।

0
Updated: 3 weeks ago
৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত ব্রিগেড ফোর্স কোনটি?
Created: 1 week ago
A
এম ফোর্স
B
কে ফোর্স
C
এস ফোর্স
D
জেড ফোর্স
ব্রিগেড ফোর্স সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
মুক্তিযুদ্ধের সময় মোট ৩টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়:
-
জেড ফোর্স
-
কে ফোর্স
-
এস ফোর্স
জেড ফোর্স
-
নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান।
-
‘জেড ফোর্স’ নামে পরিচিত প্রথম নিয়মিত ব্রিগেড জুলাই মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটি ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত।
এস ফোর্স
-
নেতৃত্বে ছিলেন কে.এম. সফিউল্লাহ।
-
‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেড অক্টোবর মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটি দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে গঠিত।
কে ফোর্স
-
নেতৃত্বে ছিলেন খালেদ মোশাররফ।
-
‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের নিয়ে।

0
Updated: 1 week ago