বাংলাদেশ সংবিধানে কয়টি অধ্যায় রয়েছে?
A
১টি
B
৪টি
C
৭টি
D
১১টি
উত্তরের বিবরণ
সংবিধানের ১১টি অধ্যায় ও আলোচ্য বিষয়সমূহ:
-
প্রথম অধ্যায়: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় অধ্যায়: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় অধ্যায়: মৌলিক অধিকার
-
চতুর্থ অধ্যায়: নির্বাহী বিভাগ
-
পঞ্চম অধ্যায়: আইনসভা
-
ষষ্ঠ অধ্যায়: বিচার বিভাগ
-
সপ্তম অধ্যায়: নির্বাচন
-
অষ্টম অধ্যায়: মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম অধ্যায়: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম অধ্যায়: সংবিধানের সংশোধন
-
একাদশ অধ্যায়: বিবিধ
0
Updated: 1 month ago
কোনটি একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন?
Created: 1 month ago
A
রংধনু
B
গ্রিনপিস
C
রেইনপিস
D
নার্কস
গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন, যা বিশ্বজুড়ে পরিবেশ সংরক্ষণ, পারমাণবিক অস্ত্রের বিরোধিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নের প্রচারে কাজ করে। এটি মূলত পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও নীতিনির্ধারণে প্রভাব ফেলতে সক্রিয় ভূমিকা পালন করে।
• গ্রিনপিস (Greenpeace) হলো নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
• সংগঠনটি ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের আলাস্কার আমচিটকা দ্বীপে পারমাণবিক পরীক্ষা প্রতিরোধের আন্দোলনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
• প্রতিষ্ঠার বছর: ১৯৭১ সাল।
• প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
• সদস্যসংগঠন: বিশ্বের ২৭টি দেশ ও আঞ্চলিক সংগঠন এতে যুক্ত।
• কার্যক্রমের বিস্তৃতি: বর্তমানে গ্রিনপিস ৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
• সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।
0
Updated: 1 month ago
ইসরায়েলের মুদ্রার নাম কী?
Created: 1 month ago
A
পাউন্ড
B
শেকেল
C
দিরহাম
D
দিনার
ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি দেশ, যা ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত। এটি ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছে এবং বিভিন্ন সীমান্ত দেশগুলোর সঙ্গে সংযোগযুক্ত। জেরুজালেম সরকারি আসন এবং ঘোষিত রাজধানী হলেও আন্তর্জাতিকভাবে এর মর্যাদা সব দেশ স্বীকৃতি দেয়নি। দেশের অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবহৃত মুদ্রা হলো শেকেল।
-
অবস্থান: ভূমধ্যসাগরের পূর্ব প্রান্ত, মধ্যপ্রাচ্য।
-
সীমান্তবর্তী দেশসমূহ:
-
উত্তরে লেবানন
-
উত্তর-পূর্বে সিরিয়া
-
পূর্বে ও দক্ষিণ-পূর্বে জর্ডান
-
দক্ষিণ-পশ্চিমে মিশর
-
পশ্চিমে ভূমধ্যসাগর
-
-
রাজধানী: জেরুজালেম (সরকারি আসন ও ঘোষিত রাজধানী)
-
মুদ্রা: শেকেল
0
Updated: 1 month ago
Which of the following is the latest member country of BRICS?(September, 2025)
Created: 1 month ago
A
Saudi Arabia
B
Egypt
C
Indonesia
D
Iran
BRICS হলো বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ জোট, যা আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি ও উন্নয়ন সহযোগিতায় বড় ভূমিকা রাখে। এর সূচনা, সম্প্রসারণ ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো—
-
গঠনের তারিখ: ১৬ জুন, ২০০৯।
-
পূর্বনাম: BRIC — এই নামটি ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন—এই চার দেশের নামের প্রথম অক্ষর থেকে গঠিত।
-
পরিবর্তন: ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হওয়ার পর জোটটির নতুন নাম হয় BRICS।
-
প্রাথমিক সদস্য দেশ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা — মোট ৫টি দেশ।
-
২০১৪ সালে BRICS-এর উদ্যোগে গঠিত হয় New Development Bank (NDB), যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
-
জোহানেসবার্গ শীর্ষ সম্মেলনে (দক্ষিণ আফ্রিকা) তিন মহাদেশের ছয়টি দেশকে জোটে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়, যার মধ্যে সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া সদস্যপদ লাভ করে।
-
সর্বশেষ সদস্যপদ পায়: ইন্দোনেশিয়া।
-
বর্তমান সদস্য সংখ্যা: মোট ১১টি দেশ।
-
BRICS বর্তমানে বিশ্বের বৃহত্তম উদীয়মান অর্থনীতির জোটগুলোর একটি, যা সদস্য দেশগুলোর মধ্যে আর্থিক সহযোগিতা, উন্নয়নমূলক উদ্যোগ এবং বহুপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ করে।
0
Updated: 1 month ago