বাংলাদেশ সংবিধানে কয়টি অধ্যায় রয়েছে?
A
১টি
B
৪টি
C
৭টি
D
১১টি
উত্তরের বিবরণ
সংবিধানের ১১টি অধ্যায় ও আলোচ্য বিষয়সমূহ:
-
প্রথম অধ্যায়: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় অধ্যায়: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় অধ্যায়: মৌলিক অধিকার
-
চতুর্থ অধ্যায়: নির্বাহী বিভাগ
-
পঞ্চম অধ্যায়: আইনসভা
-
ষষ্ঠ অধ্যায়: বিচার বিভাগ
-
সপ্তম অধ্যায়: নির্বাচন
-
অষ্টম অধ্যায়: মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম অধ্যায়: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম অধ্যায়: সংবিধানের সংশোধন
-
একাদশ অধ্যায়: বিবিধ

0
Updated: 22 hours ago
কোন দেশটি আরব লীগের সদস্য নয়?
Created: 4 days ago
A
লেবানন
B
জর্ডান
C
ইরান
D
কাতার
আরব লীগ হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি আঞ্চলিক সংগঠন, যা সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক সমন্বয় ও বন্ধন শক্তিশালী করার উদ্দেশ্যে গঠিত।
-
প্রতিষ্ঠা: আলেকজান্দ্রিয়া প্রটোকল স্বাক্ষরিত ৭ অক্টোবর ১৯৪৪; আনুষ্ঠানিকভাবে গঠন ২২ মার্চ ১৯৪৫।
-
সদর দপ্তর: কায়রো, মিশর।
-
সদস্য সংখ্যা: ২২টি রাষ্ট্র।
-
সদস্য দেশসমূহ:
-
আলজেরিয়া, বাহরাইন, কোমোরোস, জিবুতি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন।
-
-
আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
-
অফিসিয়াল ভাষা: আরবি।

0
Updated: 1 day ago
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর বর্তমান সদস্য দেশ কয়টি? [ আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
৫টি
B
৬টি
C
১২টি
D
২২টি
জিসিসি (GCC) বা গালফ কো-অপারেশন কাউন্সিল হলো আরব উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা এবং সংহতি বৃদ্ধির জন্য গঠিত একটি আঞ্চলিক সংস্থা।
-
সদস্য দেশসমূহ: মোট ৬টি রাষ্ট্র – সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান।
-
প্রতিষ্ঠা: মে ১৯৮১, রিয়াদ, সৌদি আরব।
-
সভাপতিত্ব: প্রতিবছর Rotation Basis অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা হয়।
-
জোটের প্রধান লক্ষ্য হলো সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদার করা ও নাগরিকদের সহযোগিতা বৃদ্ধি করা।
-
Supreme Council: রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত, এবং এদের প্রতিবছর বৈঠক অনুষ্ঠিত হয়।
-
পররাষ্ট্র মন্ত্রী বা সরকারী প্রতিনিধি: প্রতি তিন মাসে একবার বৈঠক করেন।
উৎস:

0
Updated: 1 week ago
বাংলাদেশের জাতীয় শিশুনীতি অনুসারে শিশুর বয়স সীমা কত?
Created: 4 days ago
A
০-১৮ বছর
B
০-৮ বছর
C
১-২০ বছর
D
০-১২ বছর
বাংলাদেশের জাতীয় শিশুনীতি শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত একটি গুরুত্বপূর্ণ নীতি।
-
শিশুর সংজ্ঞা:
-
শিশু: আঠারো বছরের কম বয়সী সকল ব্যক্তি।
-
কিশোর-কিশোরী: ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সী শিশু।
-
-
জাতীয় শিশুনীতি – ২০১১:
-
প্রবর্তন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ফেব্রুয়ারি ২০১১।
-
-
পরিধি:
-
নীতি বাংলাদেশের সকল শিশুর জন্য বৈষম্যহীনভাবে প্রযোজ্য।
-
-
মূলনীতি:
-
সংবিধান, শিশু আইন এবং আন্তর্জাতিক সনদসমূহের আলোকে শিশু অধিকার নিশ্চিতকরণ।
-
শিশু দারিদ্র বিমোচন।
-
শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
-
কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
-
শিশুর সার্বিক সুরক্ষা ও সর্বোত্তম স্বার্থ নিশ্চিতকরণের জন্য পদক্ষেপ গ্রহণ।
-

0
Updated: 1 day ago