HTML এর পূর্ণরূপ কোনটি?
A
Hyper Text Message Link
B
Hyper Text Markup Language
C
Hyper Test Markup Language
D
Hyper Text Markup Link
উত্তরের বিবরণ
কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষেপণ ও তাদের পূর্ণরূপ নিম্নরূপ:
-
HTML: Hyper Text Markup Language
-
ATM: Automated Teller Machine
-
WAN: Wide Area Network
-
MIMD: Multiple Instruction Multiple Data
-
DBMS: Database Management System
-
CPU: Central Processing Unit
-
RAM: Random Access Memory
-
ROM: Read Only Memory
-
OMR: Optical Mark Recognition

0
Updated: 22 hours ago
কিসের মাধ্যমে মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটে?
Created: 1 week ago
A
মানবিকতার মাধ্যমে
B
সহমর্মিতার মাধ্যমে
C
শৃঙ্খলাবোধের মাধ্যমে
D
আচার-আচরণ মাধ্যমে
একজন ব্যক্তির মূল্যবোধ তার আচার-আচরণের মধ্য দিয়েই প্রকাশ পায়, যা সমাজে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ও পরিবেশের মাধ্যমে গড়ে ওঠে।
-
মূল্যবোধ হলো একটি অর্জিত বিষয়, যা সমাজে দীর্ঘ সময় বসবাসের মাধ্যমে একজন ব্যক্তির মধ্যে বিকশিত হয়।
-
একজন ব্যক্তির মূল্যবোধের প্রকৃতি নির্ভর করে সমাজের পারিপার্শ্বিক অবস্থা ও বিভিন্ন উপাদানের উপর।
-
এই পারিপার্শ্বিক উপাদানগুলোই মূল্যবোধের ভিত্তি বা উপাদান গঠন করে।
-
ব্যক্তির আচার-আচরণই তার মূল্যবোধের বহিঃপ্রকাশ।
-
সৌজন্যবোধ মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ অংশ।
-
ব্যক্তির আচার-ব্যবহার, সৌজন্য ও শালীনতা মূল্যবোধ থেকে সৃষ্ট।
উৎস:

0
Updated: 1 week ago
নিচের কোনটি ইনপুট-আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়?
Created: 2 days ago
A
স্ক্যানার
B
প্রজেক্টর
C
OMR
D
টাচ স্ক্রিন
ইনপুট ডিভাইস (Input Device) হলো সেইসব ডিভাইস, যার মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড প্রদান করা যায়।
-
উদাহরণ: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি।
আউটপুট ডিভাইস (Output Device) হলো সেইসব ডিভাইস, যার মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা বা তথ্য আউটপুট হিসেবে পাওয়া যায়।
-
উদাহরণ: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।
ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Device) হলো কিছু পেরিফেরাল, যা দুই দিকেই কাজ করতে পারে, অর্থাৎ ইনপুট ও আউটপুট উভয়ই করতে সক্ষম।
-
উদাহরণ: হেডফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, টাচ স্ক্রিন ইত্যাদি।
উৎস:

0
Updated: 2 days ago
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন কে?
Created: 22 hours ago
A
ইয়াহিয়া খান
B
ইস্কান্দার মির্জা
C
আইয়ুব খান
D
পারভেজ মুশাররফ
পাকিস্তানে প্রথম সামরিক শাসন ১৯৫৮ সালে জারি হয়, যা দেশের শাসন ব্যবস্থায় স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতার পরিচয় দেয়।
-
ইস্কান্দার মির্জা পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন।
-
১৯৫৬ সালের ২৩ মার্চ তিনি পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন।
-
১৯৫৮ সালের ৭ অক্টোবর তিনি সংসদীয় সরকার উৎখাত করে দেশে প্রথম সামরিক শাসন চালু করেন।
-
সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক নিযুক্ত করা হয়; সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রীসভা ভেঙে দেয়া হয়।
-
মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক হিসেবে নিযুক্ত হন।
-
প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার গণতন্ত্রবিরোধী কার্যক্রমে প্রধান সহযোগী ছিলেন আইয়ুব খান।
-
২৭ অক্টোবর, মাত্র ২১ দিনের মাথায়, আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে পদচ্যুত করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।

0
Updated: 22 hours ago