HTML এর পূর্ণরূপ কোনটি?
A
Hyper Text Message Link
B
Hyper Text Markup Language
C
Hyper Test Markup Language
D
Hyper Text Markup Link
উত্তরের বিবরণ
কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষেপণ ও তাদের পূর্ণরূপ নিম্নরূপ:
-
HTML: Hyper Text Markup Language
-
ATM: Automated Teller Machine
-
WAN: Wide Area Network
-
MIMD: Multiple Instruction Multiple Data
-
DBMS: Database Management System
-
CPU: Central Processing Unit
-
RAM: Random Access Memory
-
ROM: Read Only Memory
-
OMR: Optical Mark Recognition
0
Updated: 1 month ago
বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
Created: 1 month ago
A
হরিকেল
B
গৌড়
C
পুণ্ড্র
D
সমতট
প্রাচীন যুগে বাংলা কোনো একক বা অখণ্ড রাষ্ট্র ছিল না; তখন সমগ্র অঞ্চলটি বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত ছিল, যেগুলোকে জনপদ বলা হতো।
-
প্রাচীন বাংলার প্রধান জনপদগুলো হলো: বঙ্গ, বরেন্দ্র, সমতট, হরিকেল, রাঢ়, চন্দ্রদ্বীপ, তাম্রলিপ্ত, গঙ্গারিডাই, গৌড় প্রভৃতি।
-
এগুলোর মধ্যে পুন্ডুই ছিল প্রাচীন সভ্যতার দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ জনপদ।
-
বাংলাদেশে প্রাপ্ত জনপদগুলোর মধ্যে পুণ্ড্র প্রাচীনতম।
-
এই জনপদটি গঠিত হয়েছিল বগুড়া, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি অঞ্চলে, এবং এর রাজধানী ছিল পুন্ড্রনগর।
উল্লেখযোগ্য তথ্য:
-
হরিকেল জনপদ বিস্তৃত ছিল সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে।
-
সমতট জনপদ অন্তর্ভুক্ত ছিল কুমিল্লা ও নোয়াখালী অংশ।
-
গৌড় বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাই নবাবগঞ্জ জেলার একটি ঐতিহাসিক স্থান।
উৎস:
0
Updated: 1 month ago
BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
কাঠমুন্ডু
B
ঢাকা
C
নয়াদিল্লী
D
ব্যাংকক
সাধারণ জ্ঞান
BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation
সাধারণ জ্ঞান
BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) একটি আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন। এটি বহু খাতের প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত।
-
BIMSTEC প্রতিষ্ঠিত হয় ৬ জুন, ১৯৯৭ সালে।
-
এর প্রতিষ্ঠার স্থান ছিল ব্যাংকক, থাইল্যান্ড।
-
সদর দপ্তর অবস্থিত ঢাকা, বাংলাদেশে।
-
সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ৭টি দেশ: ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার এবং থাইল্যান্ড (জুন, ২০২৫ অনুযায়ী)।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি দেশ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড।
0
Updated: 1 month ago
Where is the antipodal point of Dhaka located?
Created: 1 month ago
A
Arctic Ocean
B
Indian Ocean
C
Pacific Ocean
D
Atlantic Ocean
পৃথিবীর প্রতিপাদ স্থান হল কোনো বিন্দুর ঠিক বিপরীত দিকে অবস্থিত স্থান, যা ভৌগোলিক অবস্থান ও সমান্তরাল রেখার মাধ্যমে নির্ধারণ করা হয়।
-
কোনো বিন্দুর প্রতিপাদ স্থান বলতে সেই বিন্দুর ঠিক বিপরীত দিকে অবস্থিত পৃথিবীর পৃষ্ঠের স্থানকে বোঝায়।
-
উদাহরণস্বরূপ, ঢাকার প্রতিপাদ স্থান দক্ষিণ আমেরিকার চিলি অঞ্চলের নিকটবর্তী প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
-
প্রতিপাদ স্থান সম্পূর্ণভাবে একে অন্যের বিপরীতে অবস্থান করে।
-
প্রতিপাদ স্থান নির্ণয়ের পদ্ধতি: পৃথিবীর কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে একটি কল্পিত রেখা বিপরীত দিকে টানা হলে, সেই রেখা যেখানে পৃথিবীর পৃষ্ঠে মিলিত হয়, সেটি ওই বিন্দুর প্রতিপাদ স্থান।
-
প্রতিপাদ স্থানদ্বয়ের অক্ষাংশ একই, তবে এরা বিপরীত গোলার্ধে অবস্থিত।
-
এই দুই স্থান একই অক্ষাংশে থাকলেও তাদের দ্রাঘিমা ১৮০° পার্থক্যযুক্ত।
0
Updated: 1 month ago