'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
A
বলাকা
B
সোনারতরী
C
চিত্রা
D
পুনশ্চ
উত্তরের বিবরণ
• 'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথ ঠাকুরের 'বলাকা' কাব্যগ্রন্থের একটি কবিতা।
• 'বলাকা' কাবগ্রন্থ:
- বলাকা ১৯১৬ সালে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্য।
- কাব্যটি রবীন্দ্র কবি মানসের বিবর্তন ধারাপথে আত্মপ্রকাশ করেছে।
- এ কাব্যের ভাষা তীক্ষ্ণ, দীপ্ত, শাণিত ও উজ্জ্বল।
- এ কাব্যের ছন্দের গতিময়তা ও ভাষার সংহতি এবং নবতর বক্তব্যকে রূপ দেওয়ার কারণে এর আঙ্গিক একটি বিশিষ্টরূপ লাভ করেছে।
- কাব্যটি রচনার পশ্চাতে তিনটি বিষয় কবিকে অনুপ্রাণিত করেছে;
ক. কবির ইউরোপ ভ্রমণ, খ. কবির নোবেল পুরস্কার লাভ, গ. সমকালীন বিশ্বপরিস্থিতি ও প্রথম মহাযুদ্ধ।
----------------------
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা- কবিতা,
- রবীন্দ্রনাথ ঠাকুর।
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা
আঁধারে মলিন হল--যেন খাপে-ঢাকা
বাঁকা তলোয়ার;
দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার
এল তার ভেসে-আসা তারাফুল নিয়ে কালো জলে;
অন্ধকার গিরিতটতলে
দেওদার তরু সারে সারে;
মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে,
বলিতে না পারে স্পষ্ট করি,
অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি।
উৎস: সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, বলাকা- কাব্য; বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
"আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না।" - এই পংক্তিটি কোন কবিতার অন্তর্গত?
Created: 1 month ago
A
বিদ্রোহী
B
সাম্যবাদী
C
কামাল পাশা
D
রণভেরী
0
Updated: 1 month ago
"বাংলার মুখ আমি দেখিয়াছি,
তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।" - কবিতাংশটুকু কে লিখেছেন?
Created: 1 month ago
A
সুফিয়া কামাল
B
দ্বিজেন্দ্রলাল রায়
C
জীবনানন্দ দাশ
D
জসীম উদ্দীন
জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ ও কবিতা
১. কবিতার উদাহরণ: বাংলার মুখ
বাংলার মুখজীবনানন্দ দাশ“বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপখুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছেচেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছেভোরের দয়েলপাখি – চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপজাম-বট-কাঁঠালের-হিজলের-অশথের করে আছে চুপ।”
-
কবিতাটিতে বাংলার গ্রামীণ প্রকৃতি, নদীনালা, পশু-পাখি ও উদ্ভিদ চিত্রায়িত হয়েছে।
-
জীবনানন্দ দাশ বাংলার রূপের সৌন্দর্যকে কেন্দ্র করে প্রকৃতি এবং গ্রামীণ জীবন তুলে ধরেছেন।
২. কাব্যগ্রন্থ: রূপসী বাংলা
-
লেখক: জীবনানন্দ দাশ
-
প্রকাশ: ১৯৫৭ সালে
-
রূপ: অধিকাংশ কবিতা সনেট আকারে রচিত
-
বিষয়বস্তু: বাংলার গ্রাম-প্রকৃতি, নদীনালা, পশু-পাখি, উৎসব ও অনুষ্ঠান
-
বিখ্যাত কবিতা:
-
‘আবার আসিব ফিরে’
-
‘বাংলার মুখ’
-
0
Updated: 1 month ago
‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ এটি কার উক্তি?
Created: 6 months ago
A
সুফিয়া কামাল
B
কায়কোবাদ
C
জসীমউদ্দীন
D
জীবনানন্দ
1
Updated: 1 month ago