বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? (আগস্ট, ২০২৫)
A
এ এম এম নাসির উদ্দীন
B
মো. আনোয়ারুল ইসলাম সরকার
C
সৈয়দ রেফাত আহমেদ
D
আবুল ফজল মো. সানাউল্লাহ
উত্তরের বিবরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত হয়েছে, যা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান।
-
নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার ও সর্বাধিক চারজন কমিশনারসহ মোট পাঁচজন নিয়ে গঠিত।
-
কমিশনারদের রাষ্ট্রপতি নিয়োগ দেন।
-
কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির ভূমিকা পালন করেন।
-
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার: এ এম এম নাসির উদ্দীন (আগস্ট, ২০২৫)।
-
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের মেয়াদ পাঁচ বছর, কার্যভার গ্রহণের তারিখ থেকে গণনা করা হয়।
-
সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করার জন্য বাধ্য।
-
নির্বাচন কমিশন সংবিধান ও দেশের নির্বাচনি আইন অনুসারে পরিচালিত হয়।
-
নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত নির্বাচনসমূহ:
-
রাষ্ট্রপতি নির্বাচন
-
জাতীয় সংসদ নির্বাচন
-
সিটি কর্পোরেশন নির্বাচন
-
জেলা পরিষদ নির্বাচন
-
উপজেলা পরিষদ নির্বাচন
-
পৌরসভা নির্বাচন
-
ইউনিয়ন পরিষদ নির্বাচন
-
0
Updated: 1 month ago
'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
Created: 2 months ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
অস্ট্রেলিয়া
D
কানাডা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- প্রতিষ্ঠা করেন ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসন।
- অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
তথ্যসূত্র - অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন?
Created: 1 month ago
A
জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী
B
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
C
মেজর জিয়াউর রহমান
D
গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সমাপ্তি নির্দেশ করে।
-
পাকিস্তান ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্য ও অস্ত্র-শস্ত্রসহ আত্মসমর্পণ করেন ভারতীয় ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল জগজিৎ সিং আরোরার নিকট।
-
নিয়াজী পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন।
-
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার।
উল্লেখযোগ্য তথ্য:
-
আতাউল গণি ওসমানী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।
-
মেজর জিয়াউর রহমান জেড ফোর্সের প্রধান ছিলেন।
উৎস:
0
Updated: 1 month ago
Which Bangladeshi film received special recognition at the 78th Cannes Film Festival?
Created: 2 months ago
A
Guerrilla
B
Matir Maina
C
Ali
D
Mukti
৭৮ তম কান চলচ্চিত্র পুরস্কার:
- ১২-২৩ মে ২০২৫ ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয় কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর।
উৎসবের গুরুত্বপূর্ণ পুরস্কার-
স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট, জাফর পানাহি।
সেরা পরিচালক: ক্রেবার মেনডোরসে ফিল (দ্য সিক্রেট এজেন্ট)।
সেরা অভিনেত্রী: নাদিয়া মেল্লিতি (লিটল সিস্টার)।
সেরা অভিনেতা: ওয়ানার মাউরা (দ্য সিক্রেট এজেন্ট)।
উল্লেখ্য,
- উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী'।
- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন দেওয়া হয় আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে।
- ‘আলী’ সিনেমার গল্প নারীকণ্ঠে গান গাইতে পারে এক কিশোরকে কেন্দ্র করে।
সূত্র: পত্রিকা রিপোর্ট।
0
Updated: 2 months ago