বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোন জেলায় সমাহিত করা হয়?
A
যশোর
B
চাঁপাইনবাবগঞ্জ
C
ফেনী
D
সিলেট
উত্তরের বিবরণ
মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ মার্চ ১৯৪৯ সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন।
-
শিক্ষা জীবন: ১৯৫৩ সালে পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। ১৯৬৪ সালে মুলাদি মাহমুদ জান পাইলট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৬৬ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
-
সেনা জীবন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালের ৩রা অক্টোবর ১৫তম শর্ট সার্ভিস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৮ সালের ২রা জুন তিনি ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন।
-
মুক্তিযুদ্ধ: ৭নং সেক্টরের মহোদিপুর সাব-সেক্টরের অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি আরগরারহাট, কানসাট, শাহপুর এলাকায় অসামান্য বীরত্ব দেখিয়ে যুদ্ধ পরিচালনা করেন এবং মুক্তাঞ্চল গঠন করেন।
-
চাপাইনবাবগঞ্জ অভিযান: ১২ই ডিসেম্বর তার নেতৃত্বে মুক্তিবাহিনী চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে।
-
শহীদ: ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানি বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে তিনি শহীদ হন। পরদিন সহযোদ্ধারা তার লাশ উদ্ধার করে শেষ ইচ্ছা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চত্বরে সমাহিত করেন।
0
Updated: 1 month ago
উদ্বায়ী পদার্থ কোনটি?
Created: 1 month ago
A
আয়রন
B
নিকোটিন
C
আয়োডিন
D
গ্লিসারিন
পদার্থের অবস্থা:
-
পদার্থের ভৌত অবস্থা বলতে বোঝায় পদার্থের সংযুক্তি অপরিবর্তিত রেখে তার বিভিন্ন রূপের প্রকাশ।
-
ভৌত অবস্থার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যগুলো হলো: ঘনত্ব, স্থায়ীত্ব, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, চৌম্বক ধর্ম এবং আলোর সাথে প্রতিক্রিয়া।
-
পদার্থ সাধারণত কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় বিদ্যমান থাকে।
-
তাপমাত্রার পরিবর্তনে পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন ঘটে।
অবস্থার পরিবর্তনের উদাহরণ:
-
কঠিন বরফকে তাপ দিলে → তরল পানি।
-
পানি তাপ দিলে → গ্যাসীয় বাষ্প।
-
জলীয় বাষ্প ঠান্ডা করলে → তরল পানি।
-
তরল পানি ঠান্ডা করলে → কঠিন বরফ।
উদ্বায়ী পদার্থ:
-
কিছু কঠিন পদার্থ যেমন কর্পূর, আয়োডিন, নিশাদল তাপ দিলে সরাসরি কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়।
-
আবার শীতল করলে গ্যাসীয় অবস্থা থেকে তরল হয়ে সরাসরি কঠিন অবস্থায় পৌঁছায়।
-
এ ধরনের পদার্থকে উদ্বায়ী পদার্থ বলে।
যা উদ্বায়ী নয়:
-
আয়রন (লোহা): ধাতু, উদ্বায়ী নয়।
-
নিকোটিন: জৈব যৌগ, উদ্বায়ী নয়।
-
গ্লিসারিন: তরল পদার্থ, উদ্বায়ী নয়।
0
Updated: 1 month ago
কৌটিল্যের মতে সুশাসনের উপাদান কয়টি?
Created: 1 month ago
A
৩টি
B
৮টি
C
৫টি
D
৪টি
প্রাচীন অর্থশাস্ত্রবিদ কৌটিল্য'র মতে, সুশাসনের উপাদান ৪টি। যথা:
- Law and Order.
- People Learning Administration.
- Justice and Rationally as the basis of decision.
- Corruption Free Government.
• বিভিন্ন সংস্থাভিত্তিক সুশাসনের উপাদানের সংখ্যা:
- UNDP: ৯টি,
- জাতিসংঘ:৮টি,
- বিশ্বব্যাংক:৬টি,
- UNHCR: ৫টি,
- AFDB: ৫টি,
- ADB :৪টি ,
- IDA : ৪টি।
0
Updated: 1 month ago
'হাইফা' সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত?
Created: 2 months ago
A
জর্ডান
B
লিবিয়া
C
ইসরায়েল
D
মিশর
হাইফা সমুদ্র বন্দর:
- হাইফা সমুদ্র বন্দর উত্তর-পশ্চিম ইসরায়েলে অবস্থিত।
- এটি ইসরায়েলের অন্যতম প্রধান গভীর-সমুদ্র বন্দর।
- বন্দরটি ১৯৩৩ সালে উদ্বোধন করা হয়।
- প্রতি বছর প্রায় ২০ মিলিয়ন টন পণ্যবাহী জাহাজ বন্দর দিয়ে যাতায়াত করে, যা ইসরায়েলের অন্য যেকোনো বন্দরের চেয়ে বেশি।
ইসরায়েল:
- ইসরায়েল মধ্যপ্রাচ্যে, ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত।
- আয়তন: এর স্বীকৃত ভূমির আয়তন অর্থাৎ পশ্চিম তীর ও গাজা উপত্যকা বাদ দিয়ে, প্রায় ২২,০৭২ বর্গকিলোমিটার (৮,৫২২ বর্গমাইল)।
- সীমান্তবর্তী দেশ: মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন।
- ভাষা: হিব্রু।
- ধর্ম: ইহুদি।
- মুদ্রা: নতুন ইসরায়েলি শেকেল (NIS)।
0
Updated: 2 months ago