পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমানা কোনটি?
A
লাইন অব কন্ট্রোল
B
ম্যাকমোহন লাইন
C
রেডক্লিফ লাইন
D
ডুরান্ড লাইন
উত্তরের বিবরণ
বিভিন্ন দেশের সীমানা ও তাদের পরিচিত লাইনসমূহ নিম্নরূপ:
-
পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমানা
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা
0
Updated: 1 month ago
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কবে বাংলাদেশে ফিরিয়ে এনে পুনঃ সমাহিত করা হয়?
Created: 1 month ago
A
২০০৫ সালে
B
২০০৬ সালে
C
২০০৭ সালে
D
২০০৮ সালে
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
-
সর্বকনিষ্ঠ শহীদ বীরশ্রেষ্ঠ
-
জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৫৩, ঝিনাইদহ জেলার খালিশপুর গ্রাম
-
পেশা: সেনাবাহিনী
-
মুক্তিযুদ্ধ: ৪নং সেক্টরের অধীনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ
-
পদবী: সিপাহী (১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)
শাহাদাত:
-
২৮ অক্টোবর ১৯৭১, ধলই আক্রমণে সহযোদ্ধাদের জীবন রক্ষার্থে শত্রুর বাঙ্কার ধ্বংসের সময় শত্রুর মেশিনগান বাস্টের আঘাতে শহীদ হন।
-
মৃতদেহ উদ্ধার করে ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর জেলাধীন আমবাসা গ্রামে দাফন করা হয়।
-
স্বাধীন বাংলাদেশ সরকার তাকে বীরত্বের স্বীকৃতি হিসেবে 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে।
-
শাহাদাতের ৩৬ বছর পর, ১১ ডিসেম্বর ২০০৭, বাংলাদেশ সরকারের উদ্যোগে তার দেহাবশেষ দেশে ফিরিয়ে এনে ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে রাষ্ট্রীয় সম্মানে পুনঃসমাহিত করা হয়।
0
Updated: 1 month ago
নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? [সেপ্টম্বর,২০২৫]
Created: 1 month ago
A
বীরেন্দ্র শাহ দেব
B
বীর মহেন্দ্র দেব
C
বীর ধীরেন্দ্র দেব
D
বীর বিক্রম শাহ দেব
নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজার বীর বিক্রম শাহ দেব, যার পুরো নাম জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব। তিনি রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন এবং নেপালের সর্বশেষ হিন্দু রাজা হিসেবে ইতিহাসে খ্যাত হন।
-
২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
-
ওই অধিবেশনে নেপালকে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করা হয়।
-
একই সময়ে রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করা হয়।
-
এর মাধ্যমে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে।
0
Updated: 1 month ago
নিচের কোন দ্বীপটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত?
Created: 1 month ago
A
ম্যাকাও
B
কমোরাস
C
মাল্টা
D
সিচেলিস
- মাল্টা দ্বীপটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত।
ভূমধ্যসাগর:
- ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের সাথে জিব্রাল্টার প্রণালী দ্বারা সংযুক্ত।
- এটি পশ্চিমে জিব্রাল্টার থেকে পূর্বে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত।
- এর উত্তরে ফ্রান্স, ইতালি, গ্রিসের মতো দেশ থেকে দক্ষিণে মিশর, লিবিয়া এবং তিউনিসিয়ার মতো দেশ পর্যন্ত প্রসারিত।
- এর মোট আয়তন প্রায় ২.৫ মিলিয়ন বর্গকিলোমিটার।
- গভীরতা: ভূমধ্যসাগরের গড় গভীরতা প্রায় ১,৫০০ মিটার,
- তবে এর গভীরতম স্থান, ক্যালিপসো ডিপ, প্রায় ৫,২৬৭ মিটার গভীর।
- দ্বীপপুঞ্জ: সিসিলি, সার্ডিনিয়া, ক্রিট, মাল্টা এবং সাইপ্রাস।
অন্যদিকে,
- ভারত মহাসাগরে অবস্থিত: মাদাগাস্কার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস,, কমোরোস, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ।
- দক্ষিণ চীন সাগরে অবস্থিত: স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ, প্যারাসেল দ্বীপপুঞ্জ, ম্যাকাও, লুজন।
0
Updated: 1 month ago