গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র কোনটি?
A
ফ্যাদোমিটার
B
ব্যারোমিটার
C
হাইগ্রোমিটার
D
ম্যানোমিটার
উত্তরের বিবরণ
বিভিন্ন প্রকারের পরিমাপক যন্ত্র এবং তাদের ব্যবহার নিম্নরূপ:
-
দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র: ল্যাকটোমিটার
-
সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্র: ফ্যাদোমিটার
-
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র: সিসমোগ্রাফ
-
ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র: রিখটার স্কেল
-
বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র: ব্যারোমিটার
-
গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র: ম্যানোমিটার
-
আর্দ্রতা পরিমাপের যন্ত্র: হাইগ্রোমিটার
-
উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র: পাইরোমিটার
-
তাপমাত্রা মাপার যন্ত্র: থার্মোমিটার
0
Updated: 1 month ago
Gulf Cooperation Council (GCC)-এর সদস্যরাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়-
Created: 1 month ago
A
কাতার
B
ইরাক
C
বাহরাইন
D
ওমান
Gulf Cooperation Council (GCC) হলো একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট, যা পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলো নিয়ে গঠিত। এটি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কাজ করে।
-
প্রতিষ্ঠার সময়: ১৯৮১ সালের মে মাস।
-
সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
-
লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ়করণ এবং সহযোগিতা বৃদ্ধি।
-
সদস্য দেশসমূহ (৬টি):
-
সৌদি আরব
-
সংযুক্ত আরব আমিরাত
-
কাতার
-
কুয়েত
-
বাহরাইন
-
ওমান
-
0
Updated: 1 month ago
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
Created: 1 month ago
A
১৫ সেপ্টেম্বর
B
২৫ এপ্রিল
C
২২ মে
D
১৫ নভেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় প্রতি বছর ১৫ সেপ্টেম্বর।
-
এই দিবসের ঘোষণা জাতিসংঘ ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর দেয়।
-
এরপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
জাতিসংঘের অন্যান্য গুরুত্বপূর্ণ নির্ধারিত দিবস:
-
২১ মার্চ: আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
-
২৫ এপ্রিল: বিশ্ব ম্যালেরিয়া দিবস
-
২২ মে: বিশ্ব জীববৈচিত্র্য দিবস
উৎস:
0
Updated: 1 month ago
The most species-rich group in the animal kingdom is:
Created: 1 month ago
A
Echinodermata
B
Arthropoda
C
Porifera
D
Cnidaria
প্রাণিজগতের মধ্যে সবচেয়ে বেশি প্রজাতি-সমৃদ্ধ গ্রুপ হলো আর্থ্রোপোডা (Arthropoda)। এই গ্রুপের অন্তর্ভুক্ত প্রাণীদের মধ্যে রয়েছে পোকা, ক্রাস্টেসিয়ান, আর্কেনিড এবং মিলিপেড। এদের দেহ সাধারণত সেগমেন্টেড এবং এক্সোস্কেলিটন দ্বারা আবৃত, যা সুরক্ষা দেয় এবং চলাচল সহজ করে। আর্থ্রোপোডরা পৃথিবীর প্রায় সব পরিবেশে বাস করে, যেমন মাটি, জল এবং বাতাস। বৈচিত্র্য এবং অভিযোজন ক্ষমতার কারণে তারা প্রাণিজগতের সবচেয়ে বিস্তৃত ও প্রজাতি-সমৃদ্ধ গ্রুপ, এবং প্রায় ১০ লাখেরও বেশি প্রজাতি এই গ্রুপে অন্তর্ভুক্ত বলে বিজ্ঞানীরা মনে করেন।
আর্থ্রোপোডা (Arthropoda) সম্পর্কে তথ্য:
-
নামকরণ: Arthro শব্দের অর্থ “সন্ধি”, Poddos শব্দের অর্থ “পা” থেকে নামকরণ।
-
প্রকৃতি: প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব।
-
পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করতে সক্ষম।
-
বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী হিসেবে বাস করে।
-
স্থলে, স্বাদু পানিতে এবং সমুদ্রে বাস করে।
-
অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উড়তে পারে।
সাধারণ বৈশিষ্ট্য:
-
দেহ মাথা, বক্ষ ও উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে।
-
মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।
-
নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত।
-
ম্যালপিজিয়ান নালিকা নামক রেচন অঙ্গ বিদ্যমান।
-
দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।
উদাহরণ: প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া।
0
Updated: 1 month ago