বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন কে?
A
মাহমুদউল্লাহ রিয়াদ
B
তামিম ইকবাল
C
সাকিব আল হাসান
D
মুশফিকুর রহিম
উত্তরের বিবরণ
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
-
তিনি প্রথম সেঞ্চুরি করেন ২০১৫ সালে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে।
-
সাকিব আল হাসানের দুটি এবং মুশফিকুর রহিমের একটি সেঞ্চুরি রয়েছে বিশ্বকাপে।
-
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ।
-
মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রানের ইনিংস খেলেন, যা একাধিক রেকর্ডের সৃষ্টি করে।
-
প্রোটিয়াদের বিপক্ষে শতকটি ছিল তার বিশ্বমঞ্চে তৃতীয় সেঞ্চুরি।
-
একাধিক বিশ্বকাপে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম খেলোয়াড়ও তিনি।

0
Updated: 22 hours ago
Which Bangladeshi film received special recognition at the 78th Cannes Film Festival?
Created: 2 weeks ago
A
Guerrilla
B
Matir Maina
C
Ali
D
Mukti
৭৮ তম কান চলচ্চিত্র পুরস্কার:
- ১২-২৩ মে ২০২৫ ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয় কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর।
উৎসবের গুরুত্বপূর্ণ পুরস্কার-
স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট, জাফর পানাহি।
সেরা পরিচালক: ক্রেবার মেনডোরসে ফিল (দ্য সিক্রেট এজেন্ট)।
সেরা অভিনেত্রী: নাদিয়া মেল্লিতি (লিটল সিস্টার)।
সেরা অভিনেতা: ওয়ানার মাউরা (দ্য সিক্রেট এজেন্ট)।
উল্লেখ্য,
- উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী'।
- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন দেওয়া হয় আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে।
- ‘আলী’ সিনেমার গল্প নারীকণ্ঠে গান গাইতে পারে এক কিশোরকে কেন্দ্র করে।
সূত্র: পত্রিকা রিপোর্ট।

0
Updated: 2 weeks ago
শেনজেন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
Created: 18 hours ago
A
১৯৮৫ সালে
B
১৯৮৩ সালে
C
১৮৮৫ সালে
D
১৯৮১ সালে
শেনজেন চুক্তি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চুক্তি, যার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করে নাগরিকদের অবাধ চলাচল নিশ্চিত করা হয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ ঐক্য ও আঞ্চলিক সংহতির ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত।
-
শেনজেন চুক্তি হলো ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশের চুক্তি।
-
১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
-
স্বাক্ষরকারী দেশগুলো ছিল বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস।
-
মূল লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ কমিয়ে অবাধ চলাচল নিশ্চিত করা।
-
এর আওতায় ভিসা ও আশ্রয় নীতিমালা সমন্বয় করা হয় এবং তথ্য বিনিময়ের জন্য শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS) চালু হয়।
-
চুক্তি কার্যকর হয় ১৯৯৫ সালে; তখন ইতালি, স্পেন, পর্তুগাল ও গ্রিস এতে যোগ দেয়।
-
পরবর্তীতে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন যুক্ত হয়।
-
যদিও প্রথমে এটি ইউরোপীয় ইউনিয়নের বাইরে শুরু হয়েছিল, আমস্টারডাম চুক্তি (১৯৯৯) শেনজেন চুক্তিকে ইইউ আইনের অংশ করে।
-
পরবর্তী সময়ে একে একে বিভিন্ন দেশ যুক্ত হয়: চেক প্রজাতন্ত্রসহ একাধিক দেশ (২০০৭), সুইজারল্যান্ড (২০০৮), লিচেনস্টাইন (২০১১) ও ক্রোয়েশিয়া (২০২৩)।
-
বর্তমানে শেনজেনভুক্ত দেশ সংখ্যা ২৯টি।

0
Updated: 18 hours ago
নিচের কোন দেশের মুদ্রার নাম দিনার?
Created: 3 weeks ago
A
কুয়েত
B
কাতার
C
ওমান
D
ইয়েমেন
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।
দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।
দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।
পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 3 weeks ago