আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
A
লিবিয়া
B
মিশর
C
সুদান
D
আলজেরিয়া
উত্তরের বিবরণ
আলজেরিয়া আফ্রিকার বৃহত্তম দেশ এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ।
-
আয়তন: ২,৩৮১,৭৪১ বর্গকিমি
-
রাজধানী: আলজিয়ার্স
-
ভাষা: আরবি (অফিসিয়াল), তামাজিট (জাতীয়), ফরাসি
-
ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)
-
মুদ্রা: আলজেরিয়ান দিনার

0
Updated: 22 hours ago
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে কোনটি?
Created: 22 hours ago
A
বাব এল-মান্দেব প্রণালী
B
সুয়েজ খাল
C
মালাক্কা প্রণালী
D
হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করে এবং আরব উপদ্বীপকে ইরান থেকে পৃথক করে। এটি জ্বালানী তেল পরিবহনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি জলপথ।
-
হরমুজ প্রণালীর দৈর্ঘ্য প্রায় ৩৪ কিলোমিটার।
-
জাহাজ চলাচলের জন্য এতে দুটি লেন রয়েছে, প্রতিটি লেনের প্রস্থ প্রায় দুই মাইল।
-
প্রণালীটি সংকীর্ণ হলেও এটি পৃথিবীর সবচেয়ে বড় জাহাজগুলো চলাচলের জন্য সক্ষম।
-
পৃথিবীতে রপ্তানি হওয়া মোট জ্বালানী তেলের প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়।

0
Updated: 22 hours ago
নিরক্ষীয় জলবায়ু বিদ্যমান রয়েছে কোন দেশে?
Created: 3 weeks ago
A
কলম্বিয়া
B
ব্রুনাই
C
ফিলিপাইন
D
উপড়ের সবগুলো
নিরক্ষীয় জলবায়ু:
- পৃথিবীর জলবায়ুর পাথর্য্যের জন্য সূর্যের অবস্থান একটি বড় নিয়ামক হিসেবে কাজ করে।
- কারণ তাপমাত্রা প্রাপ্তির ধরনের উপর আবহাওয়া ও জলবায়ুর প্রকৃতির পার্থক্য তৈরি হয়।
- নিরক্ষরেখায় অবস্থানকারী দেশসমূহ এবং এই নিরক্ষরেখার কাছাকাছি অবস্থানরত দেশসমূহে নিরক্ষীয় জলবায়ু বিরাজমান বলে একে বলা হয় নিরক্ষীয় জলবায়ু।
অবস্থান ও দেশসমূহ:
- নিরক্ষরেখার উভয় পাশে ৫০ অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় অঞ্চল অবস্থিত।
- সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের ফলে এ অঞ্চলে দুইবার মাত্রাতিরিক্ত তাপমাত্রা দেখা যায়।
- কোনো কোনো স্থানে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে ১০০ অক্ষাংশের সীমা পর্যন্ত নিরক্ষরেখা বিস্তৃত।
- বিষুবরেখার পার্শ্ববর্তী ৯৬৫ কি. মি. এলাকাজুড়ে এই জলবায়ুর প্রভাব বিস্তৃত।
- আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা ও গিনি উপকূলীয় এলাকা, মধ্য আমেরিকার পূর্ব উপকূলের পানামা, হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া এবং দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এই জলবায়ু অঞ্চলের অর্ন্তগত।
- এছাড়াও নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত দেশগুলো যেমন- মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, আমাজান নদীর অববাহিকা, পেরু, ইকুয়েডর ও কলম্বিয়ার দক্ষিণাঞ্চল জুড়েও এই জলবায়ু প্রভাব বিস্তার করে।

0
Updated: 3 weeks ago
Which country is also known as the 'Land of Thousand Lakes'?
Created: 3 days ago
A
Italy
B
Norway
C
Switzerland
D
Finland
ফিনল্যান্ড একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যা উত্তর ইউরোপে অবস্থিত। এর সীমানা ঘেঁষে রয়েছে সুইডেন, নরওয়ে, রাশিয়া এবং বাল্টিক সাগর। রাজধানী হলো হেলসিঙ্কি, আইনসভা এডুসকুন্টা, এবং মুদ্রা ইউরো।
-
ফিনল্যান্ডকে 'হাজার হ্রদের দেশ' বলা হয়।
-
দেশে প্রায় ৫৬,০০০টি হ্রদ রয়েছে।

0
Updated: 3 days ago