BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
কাঠমুন্ডু
B
ঢাকা
C
নয়াদিল্লী
D
ব্যাংকক
উত্তরের বিবরণ
BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) একটি আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন। এটি বহু খাতের প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত।
-
BIMSTEC প্রতিষ্ঠিত হয় ৬ জুন, ১৯৯৭ সালে।
-
এর প্রতিষ্ঠার স্থান ছিল ব্যাংকক, থাইল্যান্ড।
-
সদর দপ্তর অবস্থিত ঢাকা, বাংলাদেশে।
-
সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ৭টি দেশ: ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার এবং থাইল্যান্ড (জুন, ২০২৫ অনুযায়ী)।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি দেশ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড।
0
Updated: 1 month ago
সার্বিয়ার রাজধানী-
Created: 1 month ago
A
ব্রানিসেভা
B
বেলগ্রেড
C
মিত্রোভিকা
D
পিসিনজা
সার্বিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের কেন্দ্রীয় অংশে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। এটি পৃথিবীর উত্তর ও পূর্ব উভয় গোলার্ধে অবস্থান করছে এবং ভূ-রাজনৈতিকভাবে বিভিন্ন সীমান্ত দেশগুলোর সঙ্গে সংযুক্ত। দেশের রাজধানী ও বৃহত্তম শহর হলো বেলগ্রেড, এবং সরকারি ভাষা হলো সার্বিয়ান, যা দেশের জনসংখ্যার প্রায় ৮৮% মানুষের মাতৃভাষা।
-
অবস্থান: দক্ষিণ-পূর্ব ইউরোপ, বলকান উপদ্বীপ
-
গোলার্ধ: উত্তর ও পূর্ব
-
সীমান্তবর্তী দেশসমূহ: ৮টি দেশ দ্বারা বেষ্টিত
-
রাজধানী ও বৃহত্তম শহর: বেলগ্রেড
-
সরকারী ভাষা: সার্বিয়ান
-
জনসংখ্যার মাতৃভাষা: প্রায় ৮৮% মানুষ সার্বিয়ান ভাষাভাষী
0
Updated: 1 month ago
’ব্রিজটাউন’ কোন দেশের রাজধানী?
Created: 1 month ago
A
কিউবা
B
বার্বাডোস
C
জ্যামাইকা
D
ব্রাজিল
বার্বাডোস দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যা তার সমৃদ্ধ সংস্কৃতি ও পর্যটনের জন্য পরিচিত। রাজধানী এবং বৃহত্তম শহর ব্রিজটাউন, যা দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবেও গুরুত্বপূর্ণ। দেশের জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান এবং সরকারী ভাষা হলো ইংরেজি।
-
অবস্থান: দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগর।
-
রাজধানী ও বৃহত্তম শহর: ব্রিজটাউন।
-
প্রধান ধর্ম: খ্রিস্টান।
-
সরকারী ভাষা: ইংরেজি।
অন্য দেশের রাজধানীসমূহ:
-
কিউবার রাজধানী: হাভানা।
-
ব্রাজিলের রাজধানী: ব্রাসিলিয়া।
-
জ্যামাইকার রাজধানী: কিংস্টন।
0
Updated: 1 month ago
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-
Created: 1 month ago
A
১৮০০ সালে
B
১৮০১ সালে
C
১৮০২ সালে
D
১৮০৩ সালে
ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ সালের ৪ মে লর্ড ওয়েলেসলী কর্তৃক প্রতিষ্ঠিত প্রাচ্যবিষয়ক একটি প্রশিক্ষণ কেন্দ্র, যার মূল উদ্দেশ্য নবনিযুক্ত ইউরোপীয় আমলাদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নতি সাধন।
-
প্রতিষ্ঠাতা: গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলী।
-
বাংলা বিভাগের প্রতিষ্ঠা: ১৮০১ সালের ২৪ নভেম্বর।
-
প্রথম অধ্যক্ষ: পাদ্রী উইলিয়াম কেরী।
-
সহকারী অধ্যাপকগণ: রামরাম বসু এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কা।
-
অন্য অবদান: কলেজের বাংলা বিভাগে আরও কয়েকজন শিক্ষক বাংলা গদ্যে পাঠ্যপোযোগী গ্রন্থ রচনা করেন।
0
Updated: 1 month ago