'যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে' কোন ধরনের বাক্য? 

A

সরল 

B

জটিল 

C

যৌগিক 

D

অনুজ্ঞামূলক

উত্তরের বিবরণ

img

যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য যুক্ত থাকে, বা একাধিক বাক্য পরস্পরের সঙ্গে নির্ভরশীল ও সম্পর্কিত হয়ে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলা হয়।

সহজ কথায়, যেখানে একটি মূল বাক্যের সঙ্গে সাব-বাক্যগুলো সংযুক্ত থাকে এবং তারা একে অপরের ওপর নির্ভরশীল, সেসব বাক্যই জটিল বাক্য।

জটিল বাক্যে ব্যবহৃত সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক

জটিল বাক্যে প্রায়শই ‘যে-সে’, ‘যারা-তারা’, ‘যিনি-তিনি’, ‘যাঁরা-তাঁরা’, ‘যা-তা’ এর মতো সাপেক্ষ সর্বনাম এবং ‘যদি-তবে’, ‘যদিও-তবু’, ‘যেহেতু-সেহতু’, ‘যত-তত’, ‘যেটুকু-সেটুকু’, ‘যেমন-তেমন’, ‘যখন-তখন’ ইত্যাদি সাপেক্ষ যোজক ব্যবহৃত হয়।

এই ধরনের শব্দ ও যুক্তি অপ্রধান ও প্রধান খণ্ডবাক্যগুলোকে যুক্ত করে এবং বাক্যের অর্থকে পরস্পরের সঙ্গে সাপেক্ষ করে।

উদাহরণসমূহ

  • যেহেতু তুমি ভালো ফলাফল করেছ, তাই তুমি প্রথম স্থান অধিকার করবে।
    (এখানে ‘যেহেতু তুমি ভালো ফলাফল করেছ’ অংশটি অপ্রধান খণ্ডবাক্য এবং ‘তুমি প্রথম স্থান অধিকার করবে’ প্রধান খণ্ডবাক্য।)

  • যে ছাত্রটি সময়মতো এসেছে, সে আমার বন্ধু।

  • যখন বৃষ্টি শুরু হলো, তখন আমরা ছাতা নিয়ে বের হলাম।

তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯), ড. হায়াৎ মামুদ, ভাষা-শিক্ষা

Unfavorite

0

Updated: 3 months ago

Related MCQ

 “ভিক্ষুককে দান কর।” – বাক্যটির মিশ্রবাক্য কোনটি?

Created: 1 month ago

A

ভিক্ষুক ভিক্ষা চায়, তাকে দান কর।

B

যে ভিক্ষা চায়, তাকে দান কর।

C

ভিক্ষা চাওয়া ভিক্ষুক কে দান কর।

D

ভিক্ষা চায়, ভিক্ষা দাও।

Unfavorite

0

Updated: 1 month ago

"আমাকে একটি কলম দাও।" — এটি কোন ধরনের বাক্য?

Created: 2 months ago

A

প্রশ্নবাচক

B

অনুজ্ঞাবাচক

C

আবেগবাচক

D

আবেগবাচক

Unfavorite

0

Updated: 2 months ago

"বৃষ্টি আসে আসুক।" - এই বাক্যে ক্রিয়ার ভাব কোনটি?

Created: 4 weeks ago

A


সাপেক্ষ ভাব 

B



নির্দেশক ভাব 

C



অনুজ্ঞা ভাব 

D

আকাঙ্ক্ষা প্রকাশক ভাব

Unfavorite

0

Updated: 4 weeks ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD