নিচের কোন জেলায় মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে?
A
কক্সবাজার
B
সিলেট
C
রাঙ্গামাটি
D
বান্দরবান
উত্তরের বিবরণ
মণিপুরী নাচ বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি বিখ্যাত নৃত্যশিল্প। বর্তমানে মণিপুরীরা বৃহত্তর সিলেটে বসবাস করছেন।
-
মণিপুরীরা সিলেট শহর ও শহরতলি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা থানা, হবিগঞ্জের চুনারঘাট এবং সুনামগঞ্জের ছাতক অঞ্চলে প্রধানত বসবাস করেন।
-
মণিপুরী সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী ও ঐতিহ্যবাহী, যেখানে নৃত্য ও সঙ্গীতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
-
মণিপুরী সংস্কৃতির সবচেয়ে সমৃদ্ধ শাখা হলো মণিপুরী নৃত্য, যা মণিপুরী ভাষায় জাগই (Jagoi) নামে পরিচিত।
-
এই নৃত্যে শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গের চালনার মাধ্যমে বৃত্ত বা উপবৃত্তাকার চলন তৈরি করা হয়।
-
মণিপুরী সংস্কৃতির সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন হলো রাস (Rasa) নৃত্য, যা ভারতীয় সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

0
Updated: 22 hours ago
বায়ুমণ্ডলে কোন উপাদান সবচেয়ে বেশি?
Created: 2 days ago
A
কার্বন-ডাইঅক্সাইড
B
জলীয়বাষ্প
C
নাইট্রোজেন
D
অক্সিজেন
বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণ, যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে ভূপৃষ্ঠের চারদিকে আবর্তিত হয়। বায়ুমণ্ডলের কোনো বর্ণ, গন্ধ বা আকার নেই, তাই এটি খালি চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। এর বিশালতা এবং কার্যাবলী নিয়ে বিজ্ঞানীদের গবেষণা নিরন্তর চলছে।
বায়ুমণ্ডলের প্রধান উপাদানসমূহ:
-
নাইট্রোজেন: ৭৮.০২%
-
অক্সিজেন: ২০.৭১%
-
আরগন: ০.৮০%
-
জলীয়বাষ্প: ০.৪১%
-
কার্বন ডাই-অক্সাইড: ০.০৩%
-
অন্যান্য গ্যাস: ০.০২%
-
ধূলিকণা ও কণিকা: ০.০১%
উৎস:

0
Updated: 2 days ago
রাস নৃত্য কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন?
Created: 3 weeks ago
A
ত্রিপুরা
B
মণিপুরী
C
হাজং
D
বম

0
Updated: 3 weeks ago
সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার কত দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়?
Created: 3 weeks ago
A
৩০ দিন
B
৪৫ দিন
C
৬০ দিন
D
৯০ দিন
জাতীয় সংসদ:
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এক কক্ষবিশিষ্ট আইনসভা।
- দেশের সংবিধানের বিধানাবলি সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এ সংসদের ওপর ন্যস্ত।
- প্রতি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ সদস্য সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হয়।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে (২০১১) মহিলা আসন সংখ্যা ৫০ করা হয়।
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি।
- জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।
- সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়।
- জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয়।
- অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
- বাংলাদেশের সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদে কোরাম সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধান অনুযায়ী কমপক্ষে ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ চলবে অর্থাৎ ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কোরাম হবে।
- ৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন।

0
Updated: 3 weeks ago