'দিরহাম' কোন দেশের মুদ্রা?
A
কুয়েত
B
মরক্কো
C
জর্ডান
D
বাহরাইন
উত্তরের বিবরণ
বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা নিম্নরূপ শ্রেণিবদ্ধ করা যায়:
রিয়াল:
-
সৌদি আরব
-
ওমান
-
ইয়েমেন
-
কাতার
-
ইরান
দিনার:
-
ইরাক
-
কুয়েত
-
জর্ডান
-
বাহরাইন
-
আলজেরিয়া
-
তিউনিশিয়া
দিরহাম:
-
সংযুক্ত আরব আমিরাত
-
মরক্কো
পাউন্ড:
-
মিশর
-
সিরিয়া
-
লেবানন
0
Updated: 1 month ago
"ই-৮" কি?
Created: 1 month ago
A
৮ টি দরিদ্র দেশ
B
৮টি ধনী দেশ
C
৮টি পরিবেশ দূষণকারী দেশ
D
৮টি শিল্পোন্নত দেশ
E-8 হলো পরিবেশ দূষণকারী আটটি দেশের একটি আন্তর্জাতিক গোষ্ঠী, যা পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে কাজ করে।
-
উদ্দেশ্য: বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দূষণ কমানো।
-
কার্যক্রম: পরিবেশ দূষণকারীদের জন্য বিভিন্ন আইন প্রণয়ন ও নীতি প্রবর্তন।
-
বিশ্বে অবদান: এই দেশগুলো বিশ্বের সর্বাধিক কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী।
-
E-8 ভুক্ত দেশসমূহ:
-
মার্কিন যুক্তরাষ্ট্র
-
ইউরোপীয় ইউনিয়ন
-
জাপান
-
রাশিয়া
-
চীন
-
ভারত
-
ব্রাজিল
-
দক্ষিণ আফ্রিকা
-
অন্য গোষ্ঠীসমূহের তুলনা:
-
G-7: শিল্পোন্নত সাতটি দেশের জোট।
-
D-8: উন্নয়নশীল আটটি দেশের জোট।
0
Updated: 1 month ago
Where is the Great Barrier Reef located?
Created: 1 month ago
A
South Africa
B
Greenland
C
Indonesia
D
Australia
গ্রেট ব্যারিয়ার রিফ হল বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর ব্যবস্থা, যা তার বিস্তৃত এলাকা, জটিল গঠন এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক গুরুত্বের জন্য বিখ্যাত।
-
গ্রেট ব্যারিয়ার রিফ উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের তীরে প্রবাল সাগরে অবস্থিত।
-
এর বিস্তৃতি প্রায় ৩৪৪,৪০০ বর্গকিমি।
-
এটি ২,৯০০টিরও বেশি পৃথক রিফ সিস্টেম, ৭৬০টি ফ্রেঞ্জ রিফ, ৩০০টি প্রবাল রশ্মি এবং ৯০০টি দ্বীপ নিয়ে গঠিত।
-
প্রাচীনকাল থেকে এটি অস্ট্রেলিয়ান আদিবাসী এবং টরেস স্ট্রেইট দ্বীপবাসীদের জন্য ব্যবহারিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করেছে।
0
Updated: 1 month ago
কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে প্রসিদ্ধ নয়?
Created: 1 month ago
A
ময়নামতি
B
পাহাড়পুর
C
মহাস্থানগড়
D
সুন্দরবন
সুন্দরবন প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি একটি প্রাকৃতিক ম্যানগ্রোভ বন এবং বিশ্বের বৃহত্তম তার মধ্যে অন্যতম।
প্রত্নতাত্ত্বিক স্থানের সংজ্ঞা:
-
‘প্রত্ন’ অর্থ অতি পুরাতন বা প্রাচীন।
-
প্রত্নতত্ত্ব হলো প্রাচীন বস্তু, স্থাপত্য ও সংস্কৃতির গবেষণা।
-
প্রত্নতাত্ত্বিক স্থান: যেসব স্থানে প্রাচীন জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা, স্থাপত্য, গহনা, ধাতব বস্ত্র ইত্যাদি পাওয়া যায়।
-
বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ: মহাস্থানগড়, ময়মনসিংহ, পাহাড়পুর, উয়ারী-বটেশ্বর।
সুন্দরবন সম্পর্কে তথ্য:
-
পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন।
-
বাংলাদেশে অবস্থিত আয়তন: প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার।
-
৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮তম World Heritage Site হিসেবে ঘোষণা করে।
0
Updated: 1 month ago