পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন কে?
A
ইয়াহিয়া খান
B
ইস্কান্দার মির্জা
C
আইয়ুব খান
D
পারভেজ মুশাররফ
উত্তরের বিবরণ
পাকিস্তানে প্রথম সামরিক শাসন ১৯৫৮ সালে জারি হয়, যা দেশের শাসন ব্যবস্থায় স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতার পরিচয় দেয়।
-
ইস্কান্দার মির্জা পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন।
-
১৯৫৬ সালের ২৩ মার্চ তিনি পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন।
-
১৯৫৮ সালের ৭ অক্টোবর তিনি সংসদীয় সরকার উৎখাত করে দেশে প্রথম সামরিক শাসন চালু করেন।
-
সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক নিযুক্ত করা হয়; সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রীসভা ভেঙে দেয়া হয়।
-
মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক হিসেবে নিযুক্ত হন।
-
প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার গণতন্ত্রবিরোধী কার্যক্রমে প্রধান সহযোগী ছিলেন আইয়ুব খান।
-
২৭ অক্টোবর, মাত্র ২১ দিনের মাথায়, আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে পদচ্যুত করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।
0
Updated: 1 month ago
কোনটি একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন?
Created: 1 month ago
A
রংধনু
B
গ্রিনপিস
C
রেইনপিস
D
নার্কস
গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন, যা বিশ্বজুড়ে পরিবেশ সংরক্ষণ, পারমাণবিক অস্ত্রের বিরোধিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নের প্রচারে কাজ করে। এটি মূলত পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও নীতিনির্ধারণে প্রভাব ফেলতে সক্রিয় ভূমিকা পালন করে।
• গ্রিনপিস (Greenpeace) হলো নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
• সংগঠনটি ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের আলাস্কার আমচিটকা দ্বীপে পারমাণবিক পরীক্ষা প্রতিরোধের আন্দোলনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
• প্রতিষ্ঠার বছর: ১৯৭১ সাল।
• প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
• সদস্যসংগঠন: বিশ্বের ২৭টি দেশ ও আঞ্চলিক সংগঠন এতে যুক্ত।
• কার্যক্রমের বিস্তৃতি: বর্তমানে গ্রিনপিস ৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
• সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।
0
Updated: 1 month ago
কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়?
Created: 1 month ago
A
প্যারিস চুক্তি
B
মাসট্রিট চুক্তি
C
জেনেভা কনভেনশন
D
রোম চুক্তি
ইউরোপীয় ইউনিয়ন (EU) হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক জোট, যা ইউরোপীয় দেশগুলোকে একত্রিত করেছে।
-
প্রতিষ্ঠিত: ১ নভেম্বর, ১৯৯৩, ম্যাসট্রিচট চুক্তি অনুযায়ী।
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
-
বর্তমান চেয়ারম্যান: উরসুলা ভন ডার লিয়েন (জার্মানি)।
-
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
-
EU দেশের নামসমূহ:
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন। -
সর্বশেষ অন্তর্ভুক্ত দেশ: ক্রোয়েশিয়া (২০১৩ সালে)।
-
ক্রোয়েশিয়া শেনজেন এবং ইউরো মুদ্রা গ্রহণ করেছে ১ জানুয়ারি, ২০২৩ সালে।
0
Updated: 1 month ago
আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
বাগদাদ
B
কায়রো
C
জেদ্দা
D
আম্মান
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (আগস্ট, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (আগস্ট, ২০২৫)
তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
0
Updated: 2 months ago