পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে কোনটি?
A
বাব এল-মান্দেব প্রণালী
B
সুয়েজ খাল
C
মালাক্কা প্রণালী
D
হরমুজ প্রণালী
উত্তরের বিবরণ
হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করে এবং আরব উপদ্বীপকে ইরান থেকে পৃথক করে। এটি জ্বালানী তেল পরিবহনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি জলপথ।
-
হরমুজ প্রণালীর দৈর্ঘ্য প্রায় ৩৪ কিলোমিটার।
-
জাহাজ চলাচলের জন্য এতে দুটি লেন রয়েছে, প্রতিটি লেনের প্রস্থ প্রায় দুই মাইল।
-
প্রণালীটি সংকীর্ণ হলেও এটি পৃথিবীর সবচেয়ে বড় জাহাজগুলো চলাচলের জন্য সক্ষম।
-
পৃথিবীতে রপ্তানি হওয়া মোট জ্বালানী তেলের প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়।

0
Updated: 22 hours ago
Which is known as the 'Gate of Tears'?
Created: 3 days ago
A
Bosporus
B
Gibraltar
C
Bab el-Mandeb
D
Hormuz
বাব এল-মান্দেব প্রণালী, যা 'Gate of Tears' নামে পরিচিত, আরব এবং দক্ষিণ-পশ্চিম আফ্রিকার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রণালী। এটি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে এবং লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযোগ স্থাপন করে।
-
বাব এল-মান্দেব প্রণালী আরবি নাম বাব আল-মান্দব।
-
প্রণালীটির মোট দৈর্ঘ্য প্রায় ১৪৮০ কিমি এবং গড় প্রস্থ প্রায় ৪৮০ কিমি।
-
এটি লোহিত সাগর ও এডেন উপসাগর এবং দক্ষিণ-পূর্বে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত।
-
এডেন উপসাগর একটি গভীর জলের অববাহিকা, যা লোহিত সাগর এবং আরব সাগরের মধ্যে প্রাকৃতিক সমুদ্র সংযোগ তৈরি করে।
-
প্রণালীটি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে।
-
প্রণালীটির প্রস্থ ৩২ কিমি, যা পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত; পশ্চিম চ্যানেল প্রায় ২৬ কিমি প্রশস্ত এবং পূর্ব চ্যানেল প্রায় ৩ কিমি প্রশস্ত।
-
সুয়েজ খাল নির্মাণের ফলে প্রণালীটি ভূমধ্যসাগর এবং পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
-
প্রণালীটির আরবি নামের অর্থ ‘কান্নার দ্বার’।
তথ্যসূত্র:

0
Updated: 3 days ago
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন -
Created: 2 days ago
A
স্যার সৈয়দ আহমেদ
B
নওয়াব স্যার সলিমুল্লাহ
C
নওয়াব আবদুল লতিফ
D
উপরের কেউ নন
নওয়াব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য রমনা এলাকায় নিজের জমি দান করেন।
-
বঙ্গভঙ্গের পর ঢাকায় ‘সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন’ এবং ‘পূর্ববঙ্গ ও আসাম প্রাদেশিক শিক্ষা সমিতির’ সম্মেলন অনুষ্ঠিত হয়, যা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাকে আরও জোরদার করে।
-
১৯০৫ সাল থেকে নওয়াব সলিমুল্লাহ সরকারের ওপর চাপ দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য।
-
১৯১২ সালের ২৯ জানুয়ারি লর্ড হার্ডিঞ্জ ঢাকায় এসে তিন দিন অবস্থান করেন।
-
৩১ জানুয়ারি, নওয়াব সলিমুল্লাহর নেতৃত্বে ১৯ সদস্যের মুসলিম প্রতিনিধি দল বড়লাটের সঙ্গে দেখা করে পূর্ববঙ্গের মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য মানপত্র প্রদান করে।
-
১৯১২ সালের ২ ফেব্রুয়ারি ভারত সরকার একটি ইশতেহার জারি করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ ঘোষণা করে।
-
১৯২১ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু হয়।
সূত্র:

0
Updated: 2 days ago
বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?
Created: 1 week ago
A
৫টি
B
৬টি
C
৪টি
D
৮টি
সুশাসন বা Good Governance সংক্রান্ত ধারণা প্রথমবার বিশ্বব্যাংক ১৯৮৯ সালে প্রদান করে।
বিশ্বব্যাংকের মতে সুশাসনের ৬টি প্রধান উপাদান:
-
বাক স্বাধীনতা ও জবাবদিহিতা
-
রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতা অনুপস্থিতি
-
সরকারের কার্যকারিতা
-
নিয়ন্ত্রণ গুণ
-
আইনের শাসন
-
দুর্নীতি দমন
অন্য সংস্থাগুলোর মতে সুশাসনের উপাদান:
-
ইউএনডিপি: ৯টি উপাদান
-
জাতিসংঘ: ৮টি উপাদান
-
আইডিএ: ৪টি উপাদান
-
এডিবি: ৪টি উপাদান
-
ইউএনএইচসিআর: ৫টি উপাদান
উৎস:

0
Updated: 1 week ago