A
দ্বন্দ্ব সমাস
B
রূপক সমাস
C
বহুব্রীহি সমাস
D
দ্বিগু সমাস
উত্তরের বিবরণ
দ্বিগু সমাস:
যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার/সমষ্টি বোঝায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে।
যেমন:
- নব রত্নের সমাহার = নবরত্ন।
- সপ্ত অহের সমাহার = সপ্তাহ।
অথবা, সমাহার (সমষ্টি) বা মিলনার্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে।
যেমন:
- ত্রি (তিন) কালের সমাহার = ত্রিকাল;
- তে (তিন) মাথার সমাহার = তেমাথা;
- শত অব্দের সমাহার = শতাব্দী।
[লক্ষণীয়: পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকলে, ওই শব্দ দিয়ে যদি সমাহার বা সমষ্টি না বোঝায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তবে তা দ্বিগু সমাস নয়।]
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 week ago
কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
Created: 2 days ago
A
অব্যয়ীভাব
B
বহুব্রীহি
C
দ্বন্দ্ব
D
কর্মধারয়
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - নীল যে পদ্ম = নীলপদ্ম, যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব, মহান যে নবি = মহানবি।

0
Updated: 2 days ago
সমাস ভাষাকে কী করে?
Created: 5 days ago
A
সংক্ষেপ করে
B
বিস্তৃত করে
C
অর্থপূর্ণ করে
D
অর্থের রূপান্তর ঘটায়
● সমাস কী?
-
সমাস হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে একাধিক শব্দকে মিলিয়ে একটি নতুন, ছোট অথচ অর্থপূর্ণ শব্দ তৈরি করা হয়।
-
‘সমাস’ শব্দের মানে হলো সংক্ষেপ বা একত্রে মিলন।
-
সমাসের মূল কাজ হলো ভাষাকে ছোট করে সহজ করা এবং নতুন অর্থ তৈরি করা।
-
সমাস নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণে, বিশেষ করে শব্দ ও রূপতত্ত্ব অংশে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

0
Updated: 5 days ago
'লাঠালাঠি'- এটি কোন সমাস?
Created: 1 week ago
A
প্রাদি সমাস
B
ব্যতিহার বহুব্রীহি সমাস
C
তৎপুরুষ সমাস
D
কর্মধারয় সমাস
• বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
• ব্যতিহার বহুব্রীহি সমাস:
যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি।
- কানে কানে যে কথা = কানাকানি।
- কোলে কোলে যে মিলন = কোলাকুলি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

0
Updated: 1 week ago