যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?
A
দ্বন্দ্ব সমাস
B
রূপক সমাস
C
বহুব্রীহি সমাস
D
দ্বিগু সমাস
উত্তরের বিবরণ
দ্বিগু সমাস:
যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার/সমষ্টি বোঝায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে।
যেমন:
- নব রত্নের সমাহার = নবরত্ন।
- সপ্ত অহের সমাহার = সপ্তাহ।
অথবা, সমাহার (সমষ্টি) বা মিলনার্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে।
যেমন:
- ত্রি (তিন) কালের সমাহার = ত্রিকাল;
- তে (তিন) মাথার সমাহার = তেমাথা;
- শত অব্দের সমাহার = শতাব্দী।
[লক্ষণীয়: পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকলে, ওই শব্দ দিয়ে যদি সমাহার বা সমষ্টি না বোঝায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তবে তা দ্বিগু সমাস নয়।]
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
'সমাস' নিয়ে ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়?
Created: 3 weeks ago
A
বাক্যতত্ত্ব
B
ধ্বনিতত্ত্ব
C
রূপতত্ত্ব
D
অর্থতত্ত্ব
রূপতত্ত্ব
-
শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা।
-
আলোচ্য বিষয়: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি।
-
শব্দগঠন প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব।
-
উপসর্গ, সমাস, প্রত্যয় ও পুরুষও রূপতত্ত্বের অন্তর্ভুক্ত।

0
Updated: 3 weeks ago
‘অরুণরাঙা’ কোন সমাস নিষ্পন্ন সমস্তপদ?
Created: 1 week ago
A
উপমিত কর্মধারয়
B
রূপক কর্মধারয়
C
অলুক তৎপুরুষ
D
উপমান কর্মধারয়
সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকেই উপমান কর্মধারয় সমাস বলে। এতে একটি বিশেষ্য ও অপরটি বিশেষণ থাকে। যেমন - তুষারশুভ্র (বিশেষ্য + বিশেষণ) = তুষারের ন্যায় শুভ্র। কাজলকালো (বিশেষ্য + বিশেষণ) = কাজলের ন্যায় কালো। অরুণের ন্যায় রাঙা = অরুনরাঙা।

0
Updated: 1 week ago
'ছাত্রসমাজ' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
Created: 1 week ago
A
উপসর্গ
B
প্রত্যয়
C
সমাস
D
বলক যোগে
‘ছাত্রসমাজ’ - শব্দটি সমাস প্রক্রিয়ায় গঠিত তৎপুরুষ সমাস।
তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে।
উদাহরণ: ছাত্রের সমাজ = ছাত্রসমাজ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)

0
Updated: 1 week ago