পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
A
৯৯৯৯
B
৯০০০
C
১০০০১
D
৯০০১
উত্তরের বিবরণ
প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
সমাধান:
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯
∴ নির্ণেয় অন্তর = ১০০০০ - ৯৯৯
= ৯০০১

0
Updated: 22 hours ago
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪০, ৫৩ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ ভাগশেষ থাকবে?
Created: 1 month ago
A
৪
B
৮
C
১২
D
২০
তোমার সমাধান একদম ঠিক ✅
যুক্তি সংক্ষেপে:
যে সংখ্যায় ভাগ দিলে নির্দিষ্ট ভাগশেষ থাকে, সেই সংখ্যাটি হবে — অর্থাৎ -এর গ.সা.গু।
দ্রুত যাচাই:
উত্তর: ১২

0
Updated: 1 month ago
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের যোগফল ৮৪০ । বৃহত্তম সংখ্যাটি কত?
Created: 6 days ago
A
৪৮০
B
৩৬০
C
২৪০
D
৪২০
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের যোগফল ৮৪০ । বৃহত্তম সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩ক
বৃহত্তম সংখ্যা = ৪ক
প্রশ্নমতে,
৩ক + ৪ক = ৮৪০
⇒ ৭ক = ৮৪০
⇒ ক = ৮৪০/৭
⇒ ক = ১২০
∴ বৃহত্তম সংখ্যাটি = ৪ × ১২০ = ৪৮০

0
Updated: 6 days ago
একটি পঞ্চভুজের কোণগুলোর অনুপাত ৯ : ১০ : ১২ : ১৪ : ১৫ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর কত?
Created: 1 week ago
A
৫৪°
B
৬০°
C
৮১°
D
১২০°
প্রশ্ন: একটি পঞ্চভুজের কোণগুলোর অনুপাত ৯ : ১০ : ১২ : ১৪ : ১৫ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর কত?
সমাধান:
ধরি,
পঞ্চভুজটির কোণগুলোর পরিমাণ যথাক্রমে ৯ক, ১০ক, ১২ক, ১৪ক , ১৫ক
আমরা জানি,
পঞ্চভুজের অভ্যন্তরীণ ৫ টি কোণের সমষ্টি = (২n - ৪) × ৯০°
= (২ × ৫ - ৪) × ৯০°
= (১০ - ৪) × ৯০°
= ৬ × ৯০° = ৫৪০°
প্রশ্নমতে,
৯ক + ১০ক + ১২ক + ১৪ক + ১৫ক = ৫৪০°
⇒ ৬০ক = ৫৪০°
⇒ ক = ৫৪০°/৬০
⇒ ক = ৯°
∴ বৃহত্তম কোণ = (১৫ × ৯)° = ১৩৫°
এবং ক্ষুদ্রতম কোণ = (৯ × ৯)° = ৮১°
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর = (১৩৫ - ৮১)° = ৫৪°

0
Updated: 1 week ago