১৫ জন শ্রমিক ১২ দিনে ৯০০০ টাকা আয় করেন। ১৮ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন?
A
৬ দিন
B
১০ দিন
C
৮ দিন
D
৫ দিন
উত্তরের বিবরণ
প্রশ্ন: ১৫ জন শ্রমিক ১২ দিনে ৯০০০ টাকা আয় করেন। ১৮ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন?
সমাধান:
১৫ জন শ্রমিক ৯০০০ টাকা আয় করেন ১২ দিনে।
১ জন শ্রমিক ৯০০০ টাকা আয় করেন (১২ × ১৫) দিনে।
১৮ জন শ্রমিক ৯০০০ টাকা আয় করেন (১২ × ১৫)/১৮ দিনে।
= ১০ দিনে।
সুতরাং, ১৮ জন শ্রমিক সমপরিমাণ অর্থ ১০ দিনে আয় করবেন।
0
Updated: 1 month ago
একটি টিভির মূল্য বছরের শুরুতে যা থাকে বছরের শেষে মূল্য হ্রাস পেয়ে তার তিন-চতুর্থাংশ হয়। টিভিটির মূল্য তিন বছর শেষে ৬,৭৫০ টাকা হলে প্রথম বছরের শুরুতে এর মূল্য কত ছিল?
Created: 1 week ago
A
১৮,০০০ টাকা
B
১৬,০০০ টাকা
C
১৫,০০০ টাকা
D
২০,০০০ টাকা
ধরি,
টিভির মূল্য বছরের শুরুতে ছিল x টাকা
∴১ বছর শেষে মূল্য= ৩x/৪ টাকা
∴ ২ বছর শেষে মূল্য = ৩x/৪ ৩/৪ বা ৯x/১৬ টাকা
∴ ৩ বছর শেষে মূল্য = ৯x/১৬ ৩/৪ বা ২৭x/৬৪ টাকা
∴ ২৭x/ ৬৪ = ৬৭৫০ টাকা
⇒x= ৬৭৫০৬৪/২৭ টাকা
∴x= ১৬০০০
0
Updated: 1 week ago
25x + 25x + 25x + 25x + 25x এর মান কোনটি?
Created: 1 month ago
A
625
B
5(2x + 1)
C
125x
D
5(x + 5)
প্রশ্ন: 25x + 25x + 25x + 25x + 25x এর মান কোনটি?
সমাধান:
25x + 25x + 25x + 25x + 25x
= 25x(1 + 1 + 1 + 1 + 1)
= 25x × 5
= (52)x × 51
= 52x × 51
= 5(2x + 1)
0
Updated: 1 month ago
একই হার মুনাফায় ৩০০ টাকার ৪ বছরের সরল মুনাফা এবং ৪০০ টাকার ৫ বছরের সরল মুনাফা একত্রে ১৬০ টাকা হলে, শতকরা মুনাফা হার কত?
Created: 1 month ago
A
৫%
B
১২%
C
১০%
D
৮%
প্রশ্ন: একই হার মুনাফায় ৩০০ টাকার ৪ বছরের সরল মুনাফা এবং ৪০০ টাকার ৫ বছরের সরল মুনাফা একত্রে ১৬০ টাকা হলে, শতকরা মুনাফা হার কত?
সমাধান:
৩০০ টাকার ৪ বছরের মুনাফা = (৩০০ × ৪) = ১২০০ টাকায় ১ বছরের মুনাফা
৪০০ টাকার ৫ বছরের মুনাফা = (৪০০ × ৫) = ২০০০ টাকায় ১ বছরের মুনাফা
এখন,(১২০০ + ২০০০) বা ৩২০০ টাকার ১ বছরের মুনাফা = ১৬০ টাকা
১ টাকার ১ বছরের মুনাফা = ১৬০/৩২০০ টাকা
∴ ১০০ টাকার ১ বছরের মুনাফা = (১৬০ × ১০০)/৩২০০ টাকা
= ৫ টাকা বা, ৫%
0
Updated: 1 month ago