'ক্ষীয়মাণ'-এর বিপরীত শব্দ কী?
A
বৃহৎ
B
বর্ধিষ্ণু
C
বর্ধমান
D
বৃদ্ধিপ্রাপ্ত
উত্তরের বিবরণ
• ‘ক্ষীয়মাণ' এর বিপরীত শব্দ - বর্ধমান।
অন্যদিকে
- 'বৃহৎ' এর বিপরীত শব্দ - ক্ষুদ্র।
- 'বর্ধিষ্ণু' এর বিপরীত শব্দ - ক্ষয়িষ্ণু।
- 'বৃদ্ধি' প্রাপ্ত এর বিপরীত শব্দ - ক্ষয়প্রাপ্ত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
'ভূত' শব্দের বিপরীতার্থক শব্দ কী?
Created: 10 hours ago
A
প্রেত
B
বর্তমান
C
ভবিষ্যত
D
অতীত
ভূত এর বিপরীত শব্দ হলো - ভবিষ্যৎ। বাস্তব এর বিপরীত শব্দ হলো - অবাস্তব। সাহস এর বিপরীত শব্দ - ভয়। অতীত এর বিপরীত শব্দ হলো - বর্তমান। সঠিক উত্তর - ভবিষ্যৎ।

0
Updated: 10 hours ago
‘ঋজু’ শব্দের বিপরীত –
Created: 2 weeks ago
A
সোজা
B
বাঁকা
C
কঠিন
D
তরল
‘ঋজু’ শব্দের বিপরীত শব্দ – বক্র/বাঁকা। গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: ‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ- পারত্রিক। ‘ইহ’ শব্দের বিপরীত শব্দ – পরত্র। ‘ঔদার্য’ শব্দের বিপরীত শব্দ – কার্পণ্য।

0
Updated: 2 weeks ago
'মুখর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
জ্ঞানী
B
মৌনী
C
গৌণ
D
মিতব্যয়ী
বিপরীতার্থক শব্দ
-
মুখর ↔ মৌনী
-
মূর্খ ↔ জ্ঞানী
-
মুখ্য ↔ গৌণ
-
মিতব্যয়ী ↔ অমিতব্যয়ী
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago