কোন বাক্যটি শুদ্ধ?
A
তাহার জীবন সংশয়পূর্ন
B
তাহার জীবন সংশয়ময়
C
তাহার জীবন সংশয়াপূর্ণ
D
তাহার জীবন সংশয়ভরা
উত্তরের বিবরণ
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। চিহ্নিত উত্তরটি সঠিক নয়]
• সংশয় (বিশেষ্য):
১. সন্দেহ; দ্বিধা; দ্বৈধবোধ (সংশয় চিত্তের দুর্বলতা প্রকাশক)।
২. ভবিষ্যতের ব্যাপারে ভয় (জীবন সংশয়)।
৩. অনিশ্চয়তাবোধ (ভিতরে একটা শব্দ শুনিয়া কেমন যেন সংশয় হইল-শামসুর রাহমান)।
'সংশয়' শব্দটির বিশেষণরূপ = সংশয়িত, সংশয়াকুল, সংশয়পূর্ণ।
'সংশয়পূর্ণ' শব্দটির অর্থ - সন্দেহপূর্ণ বা দ্বিধাপূর্ণ।
সুতরাং, শুদ্ধ বাক্যটি হবে - তাহার জীবন সংশয়পূর্ণ।
এর দ্বারা গভীর অনিশ্চয়তা প্রকাশ পেয়েছে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 3 months ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
ক্ষুৎপীড়িত
B
ক্ষুৎপিড়িত
C
ক্ষুতপীড়িত
D
ক্ষুৎপিড়ীত
ক্ষুৎপীড়িত শব্দটি এসেছে ক্ষুধা + পীড়িত থেকে।
-
অর্থ: ক্ষুধার যন্ত্রণায় কাতর / অনাহারে কষ্টভোগী।
-
বানানে "ক্ষুৎ" অংশে ৎ থাকবে এবং "পীড়িত" অংশে দীর্ঘ ঈ-কার (ঈ) সঠিক রূপ।
অন্য বিকল্পগুলো ভুল:
-
খ) ক্ষুৎপিড়িত → এখানে পিড়িত ভুল, সঠিক হবে পীড়িত।
-
গ) ক্ষুতপীড়িত → এখানে ৎ বাদ গেছে, যা ভুল।
-
ঘ) ক্ষুৎপিড়ীত → এখানে ঈত অংশে দ্বিরুক্ত কার (ঈত) দেওয়া ভুল।
সুতরাং, শুদ্ধ বানান হলো ক্ষুৎপীড়িত।
0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 months ago
A
নিরপরাধী
B
দারিদ্র্যতা
C
স্বার্থকতা
D
প্রাণিকুল
প্রাণিকুল বানানটি শুদ্ধ। 'নিরপরাধী' শব্দটির শুদ্ধ বানান নিরাপরাধ। 'দারিদ্রতা' শব্দটির শুদ্ধ বানান 'দারিদ্র্য' । স্বার্থকতার শুদ্ধ বানান হলো সার্থকতা।
0
Updated: 2 months ago
সঠিক বানান নয় কোনটি?
Created: 1 month ago
A
ধরণি
B
মূর্ছা
C
গুণ
D
প্রানী
অশুদ্ধ বানান প্রানী। শুদ্ধ বানান প্রাণী। এটি একটি বিশেষ্য পদ এবং মূলত সংস্কৃত থেকে এসেছে। শব্দটি গঠিত প্রাণ + ইন্ দ্বারা। অর্থে এটি মানুষের, পশু-পাখি, কীটপতঙ্গসহ সব ধরনের জীবকে বোঝায়।
অন্য উদাহরণগুলো:
-
ধরণি (বিশেষ্য পদ): অর্থ পৃথিবী, ধরা, বা যে সমস্ত কিছু ধারণ করে।
-
মূর্ছা (বিশেষ্য পদ): অর্থ অচৈতন্য অবস্থা বা মোহপ্রাপ্তি।
-
গুণ (বিশেষ্য পদ): অর্থ ধর্ম, স্বভাব বা প্রকৃতি।
0
Updated: 1 month ago