১৯৪৪ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
A
৩
B
৫
C
৯
D
৬
উত্তরের বিবরণ
প্রশ্ন: ১৯৪৪ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
সমাধান:
১৯৪৪ এর মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে পাই,
১৯৪৪ = ২ × ২ × ২ ×৩ × ৩ × ৩ × ৩ × ৩
= ২৩ × ৩৫
একটি সংখ্যা পূর্ণবর্গ হতে হলে তার মৌলিক গুণনীয়কের সূচক (exponent) জোড় সংখ্যা হতে হয়।
এখানে ২ ও ৩ উভয়ের সূচকই বিজোড় সংখ্যা।
তাই পূর্ণবর্গ করতে প্রয়োজন = ২ × ৩ = ৬
সুতরাং, ১৯৪৪ সংখ্যাটিকে (২ × ৩) বা ৬ দ্বারা গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
১৯৪৪ × ৬ = ১১৬৬৪ = ১০৮২
0
Updated: 1 month ago
একটি দুর্গে ৫৫ দিনের জন্য ১২০০ সৈন্যের খাবার রয়েছে। ১০ দিন পর,২০০ সৈন্য দুর্গ ছেড়ে যায়। অবশিষ্ট খাবার কত দিন চলবে?
Created: 1 month ago
A
৫২ দিন
B
৫০ দিন
C
৫৪ দিন
D
৪৮ দিন
প্রশ্ন: একটি দুর্গে ৫৫ দিনের জন্য ১২০০ সৈন্যের খাবার রয়েছে। ১০ দিন পর,২০০ সৈন্য দুর্গ ছেড়ে যায়। অবশিষ্ট খাবার কত দিন চলবে?
সমাধান:
১০ দিন পর সৈন্য আছে= (১২০০ - ২০০) জন
= ১০০০ জন
দিন বাকি = ৫৫-১০ দিন
= ৪৫ দিন
১২০০ জন সৈন্যের খাবার আছে ৪৫ দিনের
১ জন সৈন্যের খাবার আছে ৪৫ ×১২০০ দিনের
১০০০ জন সৈন্যের খাবার আছে (৪৫ ×১২০০)/১০০০ দিনের
=৫৪ দিনের
0
Updated: 1 month ago
At what rate of compound interest per annum will a sum of Tk. 4000 becomes Tk. 4840 in 2 years?
Created: 1 month ago
A
20%
B
10%
C
9%
D
12%
Question: At what rate of compound interest per annum will a sum of Tk. 4000 becomes Tk. 4840 in 2 years?
Solution:
Principal, P = Tk. 4000
Compound Amount, C = Tk. 4840
Time, n = 2 years
Rate, r = ?
We know,
C = P × (1 + r/100)n
⇒ 4840 = 4000 × (1 + r/100)2
⇒ (1 + r/100)2 = 4840/4000
⇒ (1 + r/100)2 = 484/400
⇒ 1 + r/100 = 22/20 [উভয়পাশে বর্গমূল করে]
⇒ r/100 = (11/10) - 1
⇒ r/100 = (11 - 10)/10
⇒ r/100 = 1/10
⇒ r = (1 × 100)/10
∴ r = 10
∴ Interest Rate = 10%
0
Updated: 1 month ago
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৪ সে মি এবং উচ্চতা ৯ সে মি হলে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?
Created: 2 months ago
A
৯৬π বর্গ সে.মি.
B
১০৪π বর্গ সে.মি.
C
৭৮π বর্গ সে.মি.
D
২৬π বর্গ সে.মি.
প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৪ সে মি এবং উচ্চতা ৯ সে মি হলে,সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?
সমাধান:
দেওয়া আছে,
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ৪ সে.মি.
উচ্চতা, h = ৯ সে.মি.
আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= ২π × ৪(৪ + ৯)
= ২π × ৫২
= ১০৪π বর্গ সে.মি.
0
Updated: 2 months ago