'পক্ষ' - শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
A
পক্খো
B
পোঁক্খ
C
পোক্খো
D
পোক্ক্ষ
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় ‘অ’ বর্ণের উচ্চারণ দুইভাবে ঘটে: [অ] এবং [ও]।
-
সাধারণ উচ্চারণ [অ]: স্বাভাবিকভাবে অ বর্ণকে [অ] হিসেবে উচ্চারণ করা হয়।
-
উদাহরণ: অনেক [অনেক্], কথা [কথা্], অনাথ [অনাথ্]।
-
-
[ও] রূপে উচ্চারণ: পাশের ধ্বনির প্রভাবে কখনো কখনো অ বর্ণকে [ও]-এর মতো উচ্চারণ করা হয়।
-
উদাহরণ: অতি [ওতি], অণু [ওনু], পক্ষ [পোক্খো], অদ্য [ওদ্দো], মন [মোন্]।
-
0
Updated: 1 month ago
কোন বানানটি সঠিক?
Created: 1 month ago
A
ত্রিনয়ণ
B
কৃপন
C
দুর্ণাম
D
ক্রন্দন
ক্রন্দন — বানানটি সঠিক।
ণ-ত্ব বিধান:
-
সমাসসাধিত শব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না; এখানে ন ব্যবহার হয়।
উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, অগ্রনায়ক, পরনিন্দা -
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো ণ হয় না; ন হয়।
উদাহরণ: অন্ত, গ্রন্থ, ক্রন্দন -
ঋ, র, ষ-এর পরে ‘ণ’ হয়।
উদাহরণ: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ -
ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি (ষ, য়, ব, হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয়) থাকলে পরবর্তী ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়।
উদাহরণ: কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, রুক্মিণী, ব্রাহ্মণ
0
Updated: 1 month ago
‘গিন্নি’ কোন শব্দ?
Created: 2 months ago
A
তৎসম
B
অর্ধতৎসম
C
তদ্ভব
D
বিদেশী
বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধ - তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত । আর অর্ধ - তৎসম মানে আধা সংস্কৃত। উদাহরণ: জ্যোছনা, ছেনাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত - এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত।
0
Updated: 2 months ago
অ বর্ণের [ও] উচ্চারণ হয়েছে নিচের কোন শব্দে?
Created: 2 months ago
A
অদ্য
B
অনেক
C
কথা
D
কথা
‘অ’ বর্ণের উচ্চারণ
১. সাধারণ উচ্চারণ: [অ]
-
স্বাভাবিকভাবে উচ্চারিত হয়।
-
উদাহরণ: অনেক [অনেক্], কথা [কথা], অনাথ [অনাথ্]
২. প্রভাবিত উচ্চারণ: [ও]
-
পাশের ধ্বনির প্রভাবে ‘অ’ কখনো [ও]-এর মতো উচ্চারিত হয়।
-
উদাহরণ:
-
অতি → [ওতি]
-
অণু → [ওনু]
-
পক্ষ → [পোক্কো]
-
অদ্য → [ওদো]
-
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 2 months ago