প্রমথ চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন কোথায়?
A
বাগেরহাট
B
হুগলি
C
যশোর
D
বরিশাল
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যিক প্রমথ চৌধুরী ছিলেন গবেষক, সাহিত্যিক ও নবীন ধারার প্রবর্তক।
-
জন্ম: ৭ আগস্ট, ১৮৬৮, যশোর।
-
গবেষণা: বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষণা করেছেন।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল।
-
প্রকাশনা: 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত।
-
নবীন প্রবর্তনা: বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক।
প্রমথ চৌধুরীর প্রবন্ধসমূহ:
-
তেল-নুন-লকড়ী
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
ভাষার কথ
-
আমাদের শিক্ষা
-
নানাচর্চা
প্রমথ চৌধুরীর গল্পগন্থসমূহ:
-
চার-ইয়ারী কথা
-
নীললোহিত
-
ঘোষালে ত্রিকথা

0
Updated: 23 hours ago
'নীল দর্পণ' নাটকের উল্লেখযোগ্য চরিত্র কোনটি?
Created: 21 hours ago
A
গোলক মাধব
B
আবুল হোসেন
C
নুরুল হক
D
নবীন মাধব
'নীল দর্পণ' দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা সামাজিক নাটক, যা নীল চাষের জন্য সাধারণ কৃষকদের ওপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়নের বাস্তব চিত্র উপস্থাপন করে। ১৮৬০ সালে এটি প্রকাশিত হয় এবং ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম হিসেবে খ্যাত। নাটকটি A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্তের দ্বারা ইংরেজিতে অনূদিত হয়, যা ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়। নাটকের বাস্তবতা ও চরিত্রের স্বাভাবিকতার জন্য অনেকেই এটিকে Uncle Tom's Cabin এর সঙ্গে তুলনা করেছেন।
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
গোলক বসু
-
নবীন মাধব
-
রাইচরণ
-
তোরাপ
-
সাবিত্রী
-
সরলতা
-
ক্ষেত্রমণি
-

0
Updated: 21 hours ago
নিচের কোনটি প্রেমেন্দ্র মিত্র রচিত উপন্যাস?
Created: 1 month ago
A
পঞ্চশর
B
প্রথমা
C
কুয়াশা
D
মৃত্তিকা
প্রেমেন্দ্র মিত্র
-
তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক।
-
জন্ম: ১৯০৪ সালের সেপ্টেম্বর, কাশিতে।
-
তিনি কল্লোল পত্রিকায় কাজ করতেন।
-
কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০) পাস করে সাহিত্য-সাধনায় মনোযোগী হন।
-
১৯২৩ সালে প্রবাসীতে ‘শুধু কেরাণী’ ও ‘গোপন চারিণী’ নামে দুটি গল্প প্রকাশিত হয়, এবং গল্প দুটি নিয়ে কল্লোল পত্রিকা গুরুত্বের সঙ্গে আলোচনা করে।
-
সাহিত্য-সাধনার প্রথমপর্বে তিনি ‘কৃত্তিবাস ভদ্র’ ছদ্মনামে লিখতেন।
তাঁর রচিত উপন্যাস
-
পাঁক
-
কুয়াশা
-
মিছিল
-
উপনয়ন
-
আগামীকাল
-
প্রতিশোধ
-
প্রতিধ্বনি ফেরে ইত্যাদি
তাঁর রচিত গল্পগ্রন্থ
-
পঞ্চশর
-
বেনামী বন্দর
-
পুতুল ও প্রতিমা
-
মৃত্তিকা ইত্যাদি
তাঁর রচিত কাব্যগ্রন্থ
-
প্রথমা
-
সম্রাট
-
ফেরারী ফৌজ
-
সাগর থেকে ফেরা
-
হরিণ চিতা চিল
-
কখনো মেঘ ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
মধ্যপদলোপী কর্মধারয় সমাস নয় কোনটি?
Created: 2 days ago
A
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
B
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
C
ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী
D
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ
সমাসের উদাহরণ ও সংজ্ঞা
-
দ্বিতীয়া তৎপুরুষ সমাস: ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী
-
মধ্যপদলোপী কর্মধারয় সমাস: যে সমাসে ব্যাসবাক্যের মাঝের পদ লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়।
-
উদাহরণসমূহ:
-
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
-
হাসি মাখা মুখ = হাসিমুখ
-
ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি
-
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
-
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ
-
-
উৎস:

0
Updated: 2 days ago