'বক্ষ্যমাণ' - বলতে কী বোঝায়?
A
বাক্যের দ্বারা কৃতকলহ
B
বচনে কুশল
C
বেশি কথা বলে যে
D
বলা হতে যাচ্ছে বা হবে
উত্তরের বিবরণ
কিছু বাংলা শব্দ এবং তাদের সংক্ষিপ্ত অর্থ নিচে দেওয়া হলো।
-
বক্ষ্যমাণ: ‘বলা হতে যাচ্ছে বা হবে’—এক কথায় প্রকাশ।
-
বাচাল: বেশি কথা বলা।
-
বাগ্মী: বচনে কুশল।
-
বচসা: বাক্যের দ্বারা কৃত কলহ।
0
Updated: 1 month ago
দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারয় সমাসের দৃষ্টান্ত কোনটি?
Created: 2 months ago
A
কাঁচকলা
B
চালাকচতুর
C
দুঃশাসন
D
মহাত্মা
• দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারয় সমাসের উদাহরণ: চালাকচতুর।
--------------------
• কর্মধারয় সমাস:
বিশেষ্য ও বিশেষণ পদে বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রধানরূপে প্রাধান্য পায় তাকে 'কর্মধারয়' সমাস বলে। কর্মধারয় সমাসে সাধারণত বিশেষণ পদ আগে বসে।
যেমন:
- ফুলের মতো কুমারী = ফুলকুমারী,
- নীল যে পদ্ম = নীলপদ্ম।
সমাসবদ্ধ শব্দে বিশেষ্য ও বিশেষণের অবস্থানগত পার্থক্য নির্দেশ করে কিছু উদাহরণ:
(বিশেষণ+ বিশেষ্য):
কাঁচা যে কলা = কাঁচকলা;
দুঃ যে শাসন = দুঃশাসন;
মহৎ যে আত্মা = মহাত্মা।
(বিশেষণ+ বিশেষণ):
যে চালাক সেই চতুর = চালাকচতুর,
যা কাঁচা তা-ই মিঠা = কাঁচামিঠা (কাঁচামিঠে)।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 2 months ago
'যাহারা ভালো, তাহারা পুরস্কৃত হইবে' – এখানে 'যাহারা, তাহারা' কী?
Created: 2 months ago
A
অব্যয়
B
বিশেষণ
C
সর্বনাম
D
যোজক অব্যয়
সর্বনাম পদ
‘যাহারা ভালো, তাহারা পুরস্কৃত হইবে’ – এখানে যাহারা ও তাহারা হলো সাপেক্ষ সর্বনামের উদাহরণ।
সংজ্ঞা:
বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে।
বাংলা ভাষায় সর্বনামকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়—
-
ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম
-
আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা ইত্যাদি।
-
-
আত্মবাচক সর্বনাম
-
স্বয়ং, নিজে, খোদ, আপনি।
-
-
সামীপ্যবাচক সর্বনাম
-
এ, এই, এরা, ইহারা, ইনি ইত্যাদি।
-
-
দূরত্ববাচক সর্বনাম
-
ঐ, ঐসব।
-
-
সাকুল্যবাচক সর্বনাম
-
সব, সকল, সমুদয়, তাবৎ।
-
-
প্রশ্নবাচক সর্বনাম
-
কে, কি, কী, কোন, কাহার, কার, কিসে?
-
[প্রশ্ন করার জন্য প্রশ্নবাচক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন: কী দিয়ে ভাত খায়?]
-
-
অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম
-
কোন, কেহ, কেউ, কিছু।
-
-
ব্যতিহারিক সর্বনাম
-
আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।
-
-
সংযোগজ্ঞাপক সর্বনাম
-
যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।
-
-
অন্যাদিবাচক সর্বনাম
-
অন্য, অপর, পর ইত্যাদি।
-
-
সাপেক্ষ সর্বনাম
-
যেমন: যারা–তারা, যে–সে, যেমন–তেমন (যেমন কর্ম, তেমন ফল)।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০২২ সংস্করণ)
0
Updated: 2 months ago
'মন্ত্রিপরিষদ' - শব্দটি কোন ভাষা হতে আগত?
Created: 1 month ago
A
বাংলা
B
ফারসি
C
সংস্কৃত
D
আরবি
মন্ত্রিপরিষদ শব্দটি সংস্কৃত/তৎসম উৎস থেকে আগত এবং এটি একটি বিশেষ্য পদ।
-
শব্দের অর্থ: মন্ত্রীসভা
-
তৎসম শব্দের ব্যাখ্যা: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত এবং বাংলা ভাষায় আগত যেসব শব্দের লিখিত রূপ সংস্কৃত শব্দের অনুরূপ, সেগুলোকে তৎসম শব্দ বলা হয়।
-
উদাহরণ: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ
-
0
Updated: 1 month ago