যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?
A
দ্বন্দ্ব সমাস
B
রূপক সমাস
C
বহুব্রীহি সমাস
D
দ্বিগু সমাস
উত্তরের বিবরণ
দ্বিগু সমাস:
যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার/সমষ্টি বোঝায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে।
যেমন:
- নব রত্নের সমাহার = নবরত্ন।
- সপ্ত অহের সমাহার = সপ্তাহ।
অথবা, সমাহার (সমষ্টি) বা মিলনার্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে।
যেমন:
- ত্রি (তিন) কালের সমাহার = ত্রিকাল;
- তে (তিন) মাথার সমাহার = তেমাথা;
- শত অব্দের সমাহার = শতাব্দী।
[লক্ষণীয়: পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকলে, ওই শব্দ দিয়ে যদি সমাহার বা সমষ্টি না বোঝায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তবে তা দ্বিগু সমাস নয়।]
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 3 months ago
নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
নির্জন
B
পঞ্চবটী
C
দেশান্তর
D
অনুতাপ
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে এবং যে সমাসের সমস্তপদ উপসর্গ দ্বারা শুরু হয় তাকে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ, অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ।
0
Updated: 1 month ago
‘সংখ্যাবাচক’ শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে কী সমাস বলে?
Created: 4 weeks ago
A
দ্বন্দ্ব
B
দ্বিগু
C
কর্মধারয়
D
বহুব্রীহি
‘সংখ্যাবাচক’ শব্দের সাথে বিশেষ্য পদের সমাসকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে প্রথম পদ হয় সংখ্যাবাচক শব্দ এবং পরের পদ সাধারণত বিশেষ্য পদ হয়।
যেমন—
-
তিনজন → তিন + জন
-
পাঁচটি → পাঁচ + টি
-
একশ টাকা → একশ + টাকা
এখানে সংখ্যাবাচক শব্দ বিশেষ্যকে নির্দিষ্ট বা পরিমাণ বোঝায়। এজন্য এ সমাসকে দ্বিগু সমাস বলা হয়।
সুতরাং, ‘সংখ্যাবাচক’ শব্দ + বিশেষ্য পদের সমাস = দ্বিগু সমাস।
0
Updated: 4 weeks ago
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
Created: 2 months ago
A
আরবি
B
ফারসি
C
সংস্কৃত
D
ইংরেজি
সমাস হল দুটি বা তার অধিক শব্দকে একত্র করে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। এই রীতি প্রাচীন সংস্কৃত ভাষা থেকে এসেছে এবং বাংলা ভাষাতেও তা অনুসরণ করা হয়।
0
Updated: 2 months ago