'গরুর গাড়ি = গরুরগাড়ি' - এটি কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
A
ষষ্ঠী তৎপুরুষ
B
দ্বিতীয় তৎপুরুষ
C
অলুক তৎপুরুষ
D
তৃতীয় তৎপুরুষ
উত্তরের বিবরণ
বাংলা ব্যাকরণে অলুক তৎপুরুষ সমাস এমন সমাস যা কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না।
-
উদাহরণ:
-
তেলে ভাজা = তেলেভাজা
-
গরুর গাড়ি = গরুরগাড়ি
-
খেলার মাঠ = খেলারমাঠ
-

0
Updated: 23 hours ago
'Apprentice' শব্দের সঠিক বাংলা পরিভাষা কোনটি?
Created: 6 days ago
A
সুভাষণ
B
উত্তেজক
C
শিক্ষানবিশ
D
প্রসংশা
আইনি ও প্রশাসনিক পরিভাষায় ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ ব্যবহার ভাষাকে স্পষ্ট ও প্রাঞ্জল করে। কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিচে দেওয়া হলো।
-
Apprentice : শিক্ষানবিশ
-
Mass Education : গণশিক্ষা
-
Phonetics : ধ্বনিবিজ্ঞান
-
Plebiscite : গণভোট
-
Pledge : বন্দক
-
Orion : কালপুরুষ
-
Hostage : জিম্মি
-
Honorary : অবৈতনিক
-
Distorted : বিকৃত
উৎস:

0
Updated: 6 days ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 days ago
A
অর্দিক্ষীত
B
অদিক্ষীত
C
অদীক্ষিত
D
অদীক্ষীত
শব্দ: অদীক্ষিত
-
শুদ্ধ বানান: অদীক্ষিত
-
পদবিভাগ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত
-
অর্থ: দীক্ষালাভ করেনি এমন
উৎস:

0
Updated: 2 days ago
কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়?
Created: 3 weeks ago
A
নেতা
B
কবি
C
দাতা
D
বাদশাহ
নেতা - নেত্রী, কবি - মহিলা কবি, দাতা - দাত্রী, বাদশা - বেগম।

0
Updated: 3 weeks ago