কোনটি শুদ্ধ যুক্তবর্ণ?
A
হ্ + র = হৃ
B
হ্ + ঊ = হু
C
ঞ্চ = ঞ্ + চ
D
হ্ + ষ = হ্ম
উত্তরের বিবরণ
বাংলা ব্যাকরণে যুক্তবর্ণ ও তাদের সঠিক রূপ সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলো।
-
শুদ্ধ যুক্তবর্ণ: ঞ্ + চ = ঞ্চ
-
অন্যান্য অশুদ্ধ রূপের শুদ্ধ রূপ:
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ঋ = হৃ
-

0
Updated: 23 hours ago
নিচের কোন শব্দটির পুরুষ বাচক শব্দ নেই?
Created: 3 weeks ago
A
বাদী
B
দাত্রী
C
তাদৃশী
D
ডাইনী
নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রী বাচক শব্দ বোঝায়। নিত্য স্ত্রী বাচক শব্দের কখনো পুরুষ বাচক শব্দ হয়না। যেমন - সতীন, কুলটা, বিমাতা, পোয়াতী, সধবা, বিধবা, ডাইনি ইত্যাদি।

0
Updated: 3 weeks ago
'ক্ম' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 1 month ago
A
ক্ + ন = ক্ম
B
ক্ + স = ক্ম
C
ক্ + ম = ক্ম
D
ক্ + ণ = ক্ম
যুক্তবর্ণ
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না। যুক্তবর্ণ দুই রকম।
যথা- স্বচ্ছ ও অস্বচ্ছ।
• স্বচ্ছ যুক্তবর্ণ:
ক্ট, জ্জ, জ্ব, ড্ড, ন্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, দ্ম, ষ্ঠ, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ব্দ ইত্যাদি।
• অস্বচ্ছ যুক্তবর্ণ:
ক্ত (ক্ + ত), ক্ম (ক্ + ম), ক্র (ক্ + র), ক্ষ (ক্ + ষ), ক্ষ্ম (ক্ + ষ + ম), ক্স (ক্ + স), গু (গ্ + উ), ন্ধ (গ্ + ধ), ঙ্ক (ঙ্ + ক), জ্ঞ (জ্ + ঞ), ঞ্চ (ঞ্ + চ), ঞ্জ (ঞ্ + জ), ট্র (ট্ + ট), ত্ত (ত্ + ত), ত্থ (ত্ + থ), ত্র (ত্ + ত্র), দ্ধ (দ্ + ধ), ন্ধ (ন্ + ধ), ব্ধ (ব্ + ধ ), ভ্র ( ভ্ + র), ভ্রূ (ভ্ + র + ঊ), রু (র্ + উ), রূ (র্ + ঊ), শু (শ্ + উ), ষ্ণ (ষ্ + ণ), হু (হ্ + উ), হ্ম (হ্ + ম) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 month ago
'ক্রোড়-ক্রোর' শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 week ago
A
লক্ষসংখ্যক-পত্র
B
পত্র-দলিল
C
দৌড়-টাকা
D
কোল-কোটি
'ক্রোড়' শব্দের অর্থ হলো কোল, আর 'ক্রোর' শব্দের অর্থ হলো কোটি। এ ধরনের শব্দজোড় বাংলা ভাষায় প্রায়ই দেখা যায়, যেগুলো আকারে কাছাকাছি হলেও অর্থে ভিন্ন। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া হলো।
-
খড়: তৃণ
-
খর: তীব্র
-
খদ্দর: কাপড়
-
খদ্দের: গ্রাহক
-
খরা: রৌদ্র
-
ক্ষরা: ক্ষরণ
-
খুর: পশুর পায়ের অংশ
-
ক্ষুর: কামানোর অস্ত্র
উৎস:

0
Updated: 1 week ago