কোনটি শুদ্ধ বানান?
A
হীনম্ন্যন্যতা
B
হীনোম্মন্যতা
C
হীনম্মন্যতা
D
হীনোম্নন্যতা
উত্তরের বিবরণ
হীনম্মন্যতা একটি বিশেষণ পদ, যার উৎপত্তি সংস্কৃত থেকে।
-
অর্থ: নিজের সম্পর্কে হীন ধারণা পোষণ করা।

0
Updated: 23 hours ago
কোনটি শুদ্ধ নয়?
Created: 2 weeks ago
A
যন্ত্রনা
B
শূদ্র
C
সহযােগিতা
D
স্বতঃস্ফূর্ত
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে কিছু শব্দের সঠিক ব্যবহার এবং অর্থ নিচে দেওয়া হলো:
-
অশুদ্ধ বানান: যন্ত্রনা
-
শুদ্ধ বানান: যন্ত্রণা (বিশেষ্য পদ), যা একটি সংস্কৃত শব্দ।
-
অর্থ: পীড়া, যাতনা
-
-
শূদ্র (বিশেষ্য পদ): নিগৃহীত ও অবহেলিত জাতিবিশেষ
-
সহযোগিতা (বিশেষ্য পদ): সহায়তা, সাহায্য
-
স্বতঃস্ফূর্ত (বিশেষণ পদ): আপনা থেকে প্রকাশিত, স্বতঃপ্রণোদিত

0
Updated: 2 weeks ago
‘দারোগা‘ শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 1 week ago
A
হিন্দি
B
ফারসি
C
আরবি
D
উর্দু
দারোগা শব্দের অর্থ হলো থানার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মচারী; পুলিশের ইন্সপেক্টর বা সাবইন্সপেক্টর।
উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২০২২ সংস্করণ) অনুসারে দারোগা শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে। তবে এ ক্ষেত্রে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান প্রদত্ত তথ্য অধিক গ্রহণযোগ্য।

0
Updated: 1 week ago
বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?
Created: 3 weeks ago
A
২৫ টি
B
৩০ টি
C
৩২ টি
D
৩৭ টি
• ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
• মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [ অ্যা], [আ], [অ], [ও], উ]।
• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ] [স], [শ], [হ], [ল], [র], [ড়], [ঢ়]। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

0
Updated: 3 weeks ago