কোনটি শুদ্ধ বানান?
A
হীনম্ন্যন্যতা
B
হীনোম্মন্যতা
C
হীনম্মন্যতা
D
হীনোম্নন্যতা
উত্তরের বিবরণ
হীনম্মন্যতা একটি বিশেষণ পদ, যার উৎপত্তি সংস্কৃত থেকে।
-
অর্থ: নিজের সম্পর্কে হীন ধারণা পোষণ করা।
0
Updated: 1 month ago
'পক্ষ' - শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
Created: 1 month ago
A
পক্খো
B
পোঁক্খ
C
পোক্খো
D
পোক্ক্ষ
বাংলা ভাষায় ‘অ’ বর্ণের উচ্চারণ দুইভাবে ঘটে: [অ] এবং [ও]।
-
সাধারণ উচ্চারণ [অ]: স্বাভাবিকভাবে অ বর্ণকে [অ] হিসেবে উচ্চারণ করা হয়।
-
উদাহরণ: অনেক [অনেক্], কথা [কথা্], অনাথ [অনাথ্]।
-
-
[ও] রূপে উচ্চারণ: পাশের ধ্বনির প্রভাবে কখনো কখনো অ বর্ণকে [ও]-এর মতো উচ্চারণ করা হয়।
-
উদাহরণ: অতি [ওতি], অণু [ওনু], পক্ষ [পোক্খো], অদ্য [ওদ্দো], মন [মোন্]।
-
0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 3 months ago
A
সচ্ছল
B
সচ্ছুল
C
সচ্চল
D
সচ্চছল
এটি একটি দেশি শব্দ। এর অর্থ ‘অভাবহীন, সম্পদশালী; সংগত’।
0
Updated: 3 months ago
কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
Created: 2 months ago
A
যোগ্যতা
B
আকাঙ্ক্ষা
C
আসক্তি
D
আসত্তি
• আদর্শ সার্থক বাক্যের বৈশিষ্ট্য নয়- আসক্তি।
ভাষার বিচারে একটি আদর্শ সার্থক বাক্যে ৩টি গুণ থাকা আবশ্যক।
যথা-
১. আকাঙ্ক্ষা,
২. আসত্তি এবং
৩. যোগ্যতা।
• আকাঙ্ক্ষা:
বাক্যের অর্থ স্পষ্টকরণে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা প্রয়াস তাকে আকাঙ্ক্ষা বলে।
উদাহরণ- কাজল নিয়মিত লেখাপড়া।
- উপরের বাক্যটি অসম্পূর্ণ। অর্থাৎ বাক্যে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি।
- বাক্যটিকে এভাবে পরিপূর্ণ করা যায়- কাজল নিয়মিত লেখাপড়া করে।
• আসত্তি:
- বাক্যের অর্থসঙ্গতি রক্ষায় সুনির্দিষ্ট পদবিন্যাসই হলো আসত্তি।
উদাহরণ: নিয়মিত করে হাসান লেখাপড়া।
- বাক্যটির পদগুলো সন্নিবেশ না হওয়ায় অন্তর্নিহিত ভাব প্রকাশ হয়নি। তাই এটি আদর্শ বাক্য নয়।
- পরিপূর্ণ বাক্য গঠনে বাক্যের পদ্গুলো সাজাতে হবে- হাসান নিয়মিত লেখাপড়া করে।
• যোগ্যতা:
- বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলনের নাম হল যোগ্যতা।
উদাহরণ: বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে।
- বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারিয়েছে। কেননা রোদ কখনো প্লাবন সৃষ্টি করতে পারে না।
- তাই যোগ্যতাসম্পন্ন বাক্যটি হবে- ‘বর্ষার বৃষ্টি প্লাবনের সৃষ্টি করে’।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 2 months ago