কোনটি শুদ্ধ বাক্য?
A
সব মাছগুলোর দাম কত।
B
গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
C
অতিলোভে তাতী নষ্ট।
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
নিচে কিছু অশুদ্ধ ও সংশোধিত বাংলা বাক্যের উদাহরণ দেওয়া হলো। এগুলো মূলত সঠিক বানান ও বাক্যগঠন শেখার জন্য প্রযোজ্য।
-
অতিলোভে তাতী নষ্ট → অতিলোভে তাঁতি নষ্ট
-
গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না → ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না
-
সব মাছগুলোর দাম কত → মাছগুলোর দাম কত
উপরিউক্ত অপশনে সবগুলো বাক্য অশুদ্ধ।
0
Updated: 1 month ago
'দেখা যায় না এমন' এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
ভূতপূর্ব
B
অদৃশ্য
C
অদৃষ্ট
D
অদৃষ্টপূর্ব
শব্দার্থ ও তাদের অর্থ
-
দেখা যায় না এমন, দৃষ্টির অগোচর – অদৃশ্য
-
যা পূর্বে ছিল এখন নেই – ভূতপূর্ব
-
দেখা হয়নি এমন – অদৃষ্ট
-
যা পূর্বে দেখা যায় নি এমন – অদৃষ্টপূর্ব
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোনটি পারিভাষিক শব্দ?
Created: 2 months ago
A
মন্ত্রিপরিষদ
B
টপর
C
গাছ
D
বালতি
মন্ত্রিপরিষদ একটি পারিভাষিক শব্দ। মন্ত্রিপরিষদ - Cabinet
0
Updated: 2 months ago
'আনমনা' শব্দের 'আন' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 2 months ago
A
বিক্ষিপ্ত
B
কম
C
আধা
D
অভাব
১. উপসর্গ ‘আন’
অর্থ ও ব্যবহার:
-
‘না’ অর্থে: যেমন আনকোরা
-
‘বিক্ষিপ্ত’ অর্থে: যেমন আনচান, আনমনা
২. খাঁটি বাংলা উপসর্গ
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব (খাঁটি) উপসর্গ মোট ২১টি, যথা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা
দ্রষ্টব্য:
-
উপরের তালিকার মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও দেখা যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 2 months ago