'অগস্ত যাত্রা' বাগ্ধারা অর্থ কী?
A
শেষ শয্যা
B
অন্তর্গত আঘাত
C
শেষ যাত্রা
D
অনন্যোপায়
উত্তরের বিবরণ
কিছু বাংলা শব্দ ও বাগ্ধারার অর্থ নিচে উল্লেখ করা হলো। এগুলো সাধারণত সাহিত্যিক বা দৈনন্দিন ব্যবহারে প্রয়োগ হয়।
-
অগস্ত যাত্রা: শেষ যাত্রা।
-
অগত্যা মধুসূদন: অনন্যোপায় বা অবশ্যম্ভাবী উপায়।
-
অঙ্কুশ-তাড়না: অন্তর্গত বা অভ্যন্তরীণ আঘাত।
-
অনন্তশয্যা: শেষ শয্যা বা মৃত্যুর পরের শয্যা।

0
Updated: 23 hours ago
‘অবশেষ’ শব্দটিতে ‘অব’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 5 days ago
A
সম্যক
B
প্রতিকুল
C
অল্পতা
D
নিম্নে
• 'অব' একটি তৎসম বা সংস্কৃত উপসর্গ।
বিভিন্ন অর্থে 'অব' উপসর্গের ব্যবহার:
- অল্পতা অর্থে = অবশেষ, অবসান, অবেলা।
- হীনতা অর্থে = অবজ্ঞা, অবমাননা।
- নিম্নমুখী অর্থে = অবতরণ।
- সম্যকভাবে অর্থে = অবরোধ, অবগাহন।

0
Updated: 5 days ago
’সংহার’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
সয়ং + হার
B
সম্ + হার
C
সঙ + হার
D
সম্ং + হার
- (ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি) নিয়মে গঠিত ব্যঞ্জন সন্ধি।
- ম্-এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে, ম্ স্থলে অনুস্বার হয়।
যেমন-
- সম্ + বাদ = সংবাদ,
- সম্ + রক্ষণ = সংরক্ষণ,
- সম্ + লাপ = সংলাপ;
- সম্ + শয় = সংশয়;
- সম্ + সার = সংসার;
- সম্ + হার = সংহার।

0
Updated: 2 weeks ago
নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?
Created: 1 month ago
A
ড্যাস
B
কোলন
C
সেমিকোলন
D
হাইফেন
হাইফেন কে সংযোগ চিহ্ন বলা হয়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago