'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে-
A
নিদাঘ
B
নশ্বর
C
নষ্টমান
D
বিনশ্বর
উত্তরের বিবরণ
• 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় প্রকাশ হচ্ছে - নশ্বর।
অন্যদিকে,
• 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' এক কথায় হবে- 'অবিনশ্বর'।
• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ - অনিকেত।
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ - উদ্বাস্তু।
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় প্রকাশ - উদ্বাস্তু।
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ - নশ্বর।
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ - ক্ষণস্থায়ী।
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ - অস্থায়ী।
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
0
Updated: 3 months ago
'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
Created: 2 months ago
A
জিতেন্দ্রিয়
B
জিগীষা
C
বিবমিষা
D
উপচিকীর্ষা
ইচ্ছা বা মনোবৃত্তির সংক্ষিপ্ত প্রকাশ
-
জয় করার ইচ্ছা: জিগীষা
-
ইন্দ্রিয়কে জয় করেছে যে: জিতেন্দ্রিয়
-
বমন করিবার ইচ্ছা: বিবমিষা
-
উপকার করার ইচ্ছা: উপচিকীর্ষা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
'পরার্থে নিজের প্রাণ উৎসর্গ' এর এক কথায় প্রকাশ -
Created: 1 month ago
A
আধ্যাত্মিক
B
কৃতার্থম্মন্য
C
আত্মসর্বস্ব
D
আত্মবলি
‘পরার্থে নিজের প্রাণ উৎসর্গ’ এর এক কথায় প্রকাশ: আত্মবলি
‘নিজেকে নিয়ে সদাব্যস্ত’: আত্মসর্বস্ব
‘নিজেকে কৃতার্থ বলে মনে করে এমন’: কৃতার্থম্মন্য
‘আত্মা থেকে জাত’: আধ্যাত্মিক
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কী হবে?
Created: 1 month ago
A
ইতিহাসসচেতন
B
ঐতিহাসিক
C
ইতিহাসবেত্তা
D
চিন্তাবিদ
ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।
0
Updated: 1 month ago