'মন্ত্রিপরিষদ' - শব্দটি কোন ভাষা হতে আগত?
A
বাংলা
B
ফারসি
C
সংস্কৃত
D
আরবি
উত্তরের বিবরণ
মন্ত্রিপরিষদ শব্দটি সংস্কৃত/তৎসম উৎস থেকে আগত এবং এটি একটি বিশেষ্য পদ।
-
শব্দের অর্থ: মন্ত্রীসভা
-
তৎসম শব্দের ব্যাখ্যা: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত এবং বাংলা ভাষায় আগত যেসব শব্দের লিখিত রূপ সংস্কৃত শব্দের অনুরূপ, সেগুলোকে তৎসম শব্দ বলা হয়।
-
উদাহরণ: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ
-
0
Updated: 1 month ago
"কপোল" শব্দটির সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
গণ্ডদেশ
B
গাল
C
কপাল
D
ললাট
প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে দ্বৈত উত্তর বিদ্যমান থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। এখানে ‘কপোল’ ও ‘গণ্ডদেশ’ উভয় শব্দের অর্থ কাছাকাছি হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়।
‘কপোল’ শব্দের অর্থ হলো গণ্ড বা গাল।
‘গণ্ডদেশ’ শব্দের অর্থও গাল বা কপোল— অর্থাৎ, দুটি শব্দই প্রায় একই অর্থ প্রকাশ করে।
অন্যদিকে, ‘কপাল’ শব্দটি সম্পূর্ণ ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এটি উচ্চতর স্তরের মেরুদণ্ডী প্রাণীর ভূ ও মাথার মধ্যবর্তী অংশ, অর্থাৎ ললাট নির্দেশ করে। পাশাপাশি শব্দটি ভাগ্য বা অদৃষ্ট অর্থেও প্রচলিত।
0
Updated: 1 month ago
শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
Created: 3 months ago
A
কোলন
B
সেমিকোলন
C
কমা
D
হাইফেন
• কমা (,) এর ব্যবহার:
- কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
যেমন:
- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
- নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
- রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, "পাপকে ঠেকাবার জন্যে কিছুনা করাই তো পাপ।"
0
Updated: 3 months ago
'চাঁদমুখ'-এর ব্যাসবাক্য হলো-
Created: 3 months ago
A
চাঁদমুখের ন্যায়
B
চাঁদের মত মুখ
C
চাঁদ মুখ যার
D
চাঁদরূপ মুখ
• ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে,
উপমিত কর্মধারয় সমাস:
- যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয় পদের সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
- এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়।
- চাঁদের মতো মুখ = চাঁদমুখ।
• অভিগম্য অভিধান অনুসারে,
চাঁদমুখ = চাঁদের ন্যায় সুন্দর মুখ বা মুখবিশিষ্ট; চাঁদবদন।
• সংসদ বাংলা অভিধান অনুসারে,
- চাঁদের মতো মুখবিশিষ্ট = চাঁদমুখ।
• বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) অনুসারে,
- মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ।
[সুতরাং ‘চাঁদমুখ’ শব্দের অধিক গ্রহণযোগ্য ব্যাসবাক্য হলো ‘চাঁদের মত মুখ’/‘চাঁদের ন্যায় মুখ’।]
0
Updated: 3 months ago